কুরানের অলৌকিকত্ব প্রমাণিত।। প্রাচীন আরবের সজীবতা।। আল্লাহর অস্তিত্ব প্রমাণিত।।

🖋লেখকঃ আফিফ আলী
___________________________________________________________________________________________




আচ্ছা আমরা আরব বিশ্ব বলতে কি বুঝি? মরুভূমির বালু, শুকনো আবহাওয়া,নদীহীনতা আর প্রচন্ড গরম। এই তো? কিন্তু কেউ যদি বলে যে, না! আমি আরব বলতে বুঝি সবুজতা, নদীর কলকলতা, ঝর্ণা, মাটির নিচে প্রবাহিত অনবরত পানি। এই কথা কেউ বিশ্বাস করবে? মোটেও না। বরং মরুভূমির পানির নিচে আদৌ কোন পানি নেই। কিন্তু সাইন্স বা আরকিওলজিস্ট রা এইসব বিশ্বাস করবে না। তারা পরীক্ষা নিরীক্ষা করে যাই পাবে তাই বিশ্বাস করে নেবে। বরং আজ থেকে হাজার বছর আগে আরব বিশ্ব এরকমই ছিল এখানে আমি হাজার বছর বলতে বোঝাচ্ছি ফারাওদের যুগ। আসুন কিছু তথ্য প্রমাণাদি দেখা যাক। 

Daily Mail, edition 29 May 2012 এর একজন প্রফেসর Professor LiviuGiosantogether 

এর তথ্যানুযায়ী প্রাচীন মিশরীয় সভ্যতার মাঝে নদীর প্রবাহিতা এইসব কিছুই ছিল কিন্তু সেইসকল নদীর মরণ ই ছিল সেগুলোর ধ্বংসের কারণ। উনি এইসকল তথ্য প্রমাণাদি স্যাটেলাইট এর মাধ্যমে আবিষ্কার করেছেন [১]। 

Professor Michael Petraglia of Oxford University 

পুর্বের আরব কে Green Arab বলে আখ্যায়িত করেছেন [২]। 

Professor Benjamin P. Horton বলেন, অতীতের প্রাচীন মিশর গাছপালা,নদীনালা,ফলফলাদি, বন দ্বারা পরিপূর্ণ ছিল [৩]।  

Daily Mail, edition 17th August, 2012 এর তথ্যানুযায়ী গবেষকরা আ্যনালাইজ করেছেন যে, ৭০০০ বছর পুরোনো পলেন এবং চারকোল থেকে প্রমাণ পাওয়া যায় যে ক্লাইমেটে চেঞ্জ এবং নদ নদীর মরণের কারণেই প্রাচীন মিশর ধ্বংস হয়েছিল [৪]। 

এখন আসল কথায় আসি। আল্লাহ বলেন, 

43:51

وَ نَادٰی فِرۡعَوۡنُ فِیۡ قَوۡمِہٖ قَالَ یٰقَوۡمِ اَلَیۡسَ لِیۡ مُلۡکُ مِصۡرَ وَ ہٰذِہِ الۡاَنۡہٰرُ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِیۡ ۚ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿ؕ۵۱﴾ 

আর ফির‘আউন তার কওমের মধ্যে ঘোষণা দিয়ে বলল, ‘হে আমার কওম, মিসরের রাজত্ব কি আমার নয়? আর এ সব নদ-নদী কি আমার পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে না, তোমরা কি দেখছ না’?

26:57

فَاَخۡرَجۡنٰہُمۡ مِّنۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿ۙ۵۷﴾ 

তারপর আমি তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম।

44:24

وَ اتۡرُکِ الۡبَحۡرَ رَہۡوًا ؕ اِنَّہُمۡ جُنۡدٌ مُّغۡرَقُوۡنَ ﴿۲۴﴾ 

আর সমুদ্রকে রেখে দাও শান্ত, নিশ্চয় তারা হবে এক ডুবন্ত বাহিনী’।

44:25

کَمۡ تَرَکُوۡا مِنۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿ۙ۲۵﴾ 

তারা অনেক বাগান ও ঝর্না রেখেছিল।

44:26

وَّ زُرُوۡعٍ وَّ مَقَامٍ کَرِیۡمٍ ﴿ۙ۲۶﴾ 

শ্যামল শস্যক্ষেত ও সুরম্য বাসস্থান,

এখান থেকে স্পষ্ট আল্লাহ বলে দিচ্ছেন যে, ফারাওদের সময়ে তারা উদ্যান,নদ নদী সমুদ্র রেখে যাচ্ছে এমনকি তারা অনেক বাগান এবং ঝর্ণাও রেখে যাচ্ছে প্রাচীন ইজিপ্টে আসলেই সজীবতা ছিল যা উপরের তথ্য প্রমাণাদি দ্বারা প্রমাণিত। 

 অথচ মুহাম্মাদ সাঃ এর জন্ম কোথায় হয়েছিল? উত্তর আরবেই। উনি নিজেও আরবের আবহাওয়া সম্পর্কে অবগত ছিলেন উনি নিজেও জানতেন আরবের ভূমি অত্যন্ত শুকনো। অথচ উনি যদি মিথ্যা নবী হতেন নাউযুবিল্লাহ। তাহলে কেনই বলতেন যে প্রাচীন আরবে আগে সজীবতা বিরাজ করতো? কেননা এটা তো এক প্রকার অবিশ্বাসযোগ্য হবে এর কারণ হল আমরা আধুনিক যুগেই থেকে অনেকে এরকম জিনিস বিশ্বাস করতে অপারগ যদি না আরকিওলজিকাল থিওরি পেতাম। উনি চেতেন যে উনার কথা সবাই বিশ্বাস করুক তাই উনি তৎকালীন সময়ের প্রেক্ষাপট অনুযায়ী সবাইকে বিশ্বাস করাতে চেতেন। বরং তিনি নিজের থেকে কিছু বলেন না আল্লাহ উনাকে যা বলেন উনি তাই বলতেন। উনি মিথ্যা হলে এটা জানা সম্পুর্ন অসম্ভব ছিল একটি হাদিস এর আরও বড় প্রমাণ বহন করে 

আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত রাসুল সাঃ বলেন, 

কিয়ামতের ঘন্টা ততক্ষন না আসবে না যতক্ষন না আরব বিশ্ব পুনরায় বা আবার তৃণভূমি এবং নদনদীতে পরিপূর্ণ না হয় [৫]। 

এরথেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আরব ভূমি পুর্বে এরকমই ছিল কেননা এখানে (পুনরায় বা আবার) শব্দটি এসেছে সুবহানাল্লাহ। 

তথ্যসূত্রঃ

১. Climate change wiped out one of the world's first, great civilisations more than 4,000 years ago, http://www.dailymail.co.uk/sciencetech/article-2151143/Climate-change-wiped-worlds-great-civilisations-4-000-years-ago.html 


৩. Death on the Nile: Researchers believe climate change brought 'mega drought' that ended an Egyptian kingdom 4,200 years ago, http://www.dailymail.co.uk/sciencetech/article-2189802/Egyptian-kingdom-died-4-200-years-ago-following-mega-drought-caused-climate-change.html

৪. Bernhardt, Christopher E.; Horton, Benjamin P.; Stanley, Jean-Daniel , Nile Delta vegetation response to Holocene climate variability, Geology -40 – 2012.

৫. মুসলিম ১৫৭ সূত্রঃ [ https://islamqa.info/amp/en/answers/110197 ]






Post a Comment

0 Comments