ভবিষ্যপুরাণ ও নারী

ভবিষ্যপুরাণ ও নারী (হিন্দুশাস্ত্রে নারী) 
আমার জিজ্ঞাসা পর্ব - ৭
Author: নাজমুস সাকিব
____________________________________________________________________________________


পড়তে পারেন পূর্বে লেখা আর্টিকেলসমূহ,, 


____

ইসলাম নারীকে তার প্রাপ্য সম্মান দেবার পরেও ইসলামবিদ্বেষী ও হিন্দুত্ববাদী লোকেরা ইসলামে নারী নিয়ে নানান অপপ্রচার করে থাকে। 

সেসকল হিন্দুত্ববাদী ইসলামবিরোধী ভাইদের জন্যই আজকের এই লেখনী। জিজ্ঞাসাবাদ করা হলো তাদের ধর্মগ্রন্থ ও শাস্ত্র থেকে। 

ভবিষ্যপুরাণের আলোকে নারী,, 

১. করাল, মাংস রহিত, রুক্ষ, অর্ধশিরাযুক্ত চরণ যে সকল রমণীর তারা দরিদ্রতা এবং দুর্ভাগ্যপ্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ১৩
. অনুবাদকঃ
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

আমার জিজ্ঞাসাঃ যে সকল সমস্যার কথা বলা হলো সেগুলির সাথে কি আদৌ দরিদ্রতা বা দুর্ভাগ্যপ্রাপ্ত হবার সম্পর্ক আছে? 

২. বিরলা হ্লস্বা নারী বিত্তহানির কারন হয়। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ১৫.
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

আমার জিজ্ঞাসাঃ বিত্তহানি নারী পুরুষ উভয়ে করতে পারে তবে শুধু নরীর দিকেই আঙুল দেয়া কতটুকু ঠিক? 

৩. নারী দারিদ্র্যের মূল কারণ। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ১৫ 
. অনুবাদকঃ
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

আমার জিজ্ঞাসাঃ পুরুষ যেমন সম্পদ-টাকা পয়সা নষ্ট করতে পারে, নারীও পারে। তবে দরিদ্রতার জন্য নারীকেই দায়ী করা আসলে ঠিকঠাক বলে মনে হচ্ছে না। হয়তো নারীরা বেশি খরচকরে বা করতে পছন্দ করে তবে এজন্য দরিদ্রতা শুধু নারীর কারণেই এমন বলা ঠিক না, আবার সব নারীরাও যে করে এমনটাও না। 

৪. পৃথুলা নারী অপরের দাস হয়। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ১৫ 
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

আমার জিজ্ঞাসাঃ দাস-দাসী প্রথার পর এখন পৃথুলা নারী হলেও অপরের দাস হিসেবে গণ্য হবে কেন? 

৫. হে দ্বিজ পরস্পর সমারূঢ়তনু ও বৃত্তপর্বযুক্তা রমণী বহুপত্নীহন্তা হন তথা অপরের দাসী রুপে জীবন অতিবাহিত করেন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ১৬
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

৬. যে সকল রমণী অঙ্গুষ্ঠের পর্ব উন্নত এবং অগ্রভাগ উন্নত ও কোমলান্বিত তাদের দ্বারা রত্ন ও সুবর্ণ লাভ হয়ে থাকে। এ ছাড়া যারা এর বিপরীত লক্ষণ যুক্ত, তাদের দ্বারা বিপরীত ফল হয়ে থাকে। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ১৭
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

৭. যে স্ত্রীর জঙ্ঘা রোমযুক্ত হয় সেই স্ত্রী ক্লেশপ্রাপ্ত হন (কষ্ট পেয়ে থাকেন)।
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২২
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

৮. যে রমণীর কাবাজঙ্ঘা, বাচাল এবং পিঙ্গলবর্ণ সেই রমণী পতিঘাতী হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২২
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

৯. নির্মাংস জানুযুক্ত স্ত্রী কুলটা (কুলত্যাগকারী বা ভ্রষ্ট) হয়। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২৪
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১০. উন্নত শিরাযুক্ত রমণী হিংস্র এবং বিশ্লিষ্টা রমণী ধনবর্জিত (ধন বিহীন) হন।
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২৪
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১১. রোমযুক্তা রমণী ঐ প্রকার কেশযুক্তা ও পিঙ্গল বর্ণা নারী নিশ্চিত রুপে বিষের মতো পরিত্যাজ্য। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১. ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২৫
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১২. কেশযুক্তা ও পিঙ্গল বর্ণা নারী বিষের মতো পরিত্যাজ্য হন। এই প্রকার স্ত্রী এক সপ্তাহের মধ্যে নিসন্দেহে পতিহত্যা করে।
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২৬ 
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১৩. বদ্ধমাংস এবং রোমযুক্তা রমণী দুর্ভাগ্য প্রাপ্ত হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ২৮

১৪. তিল পুষ্পের ন্যায় ভগ এবং অগ্রভাগ যদি খুর সন্নিত হয় তাহলে ঐরুপ রমণী দাস ও দরিদ্রতা প্রাপ্ত হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৩০
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১৫. যে নারীর উলূখের সমান রোম শোক, বিবৃত আনন মরণ এবং বিরুপ তথা দুর্গন্ধযুক্ত এবং নিমাংস হাতীর তুল্য রোম দুঃশীলতা, দুর্ভাগ্য এবং দরিদ্রতার পরিচয় বহন করে। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৩১
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১৬. যদি স্ত্রীগণের পৃষ্ঠাদেশে রোমযুক্ত হয়, কুব্জ এবং অদ্রোণিক স্ত্রী স্বপ্নান্তরেও সুখ পান না। ঐ প্রকার স্ত্রী পতিহন্তা (স্বামীর মৃত্যুর কারন) হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৩৩
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১৭. যে স্ত্রীর উদর স্ফীত সেই স্ত্রী বন্ধ্যা এবং সুবৃত্ত উদরবিশিষ্টা রমণী কুলটা (কুলহীন বা ভ্রষ্ট) হন। এই প্রকার স্ত্রী উপপতির কর্মে রত থাকেন এবং তিনি গৃহত্যাগী হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৩৫ 
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১৮. যে স্ত্রীর কুচাগ্রভাগ সুবৃত্ত তিনি সদা পুরুষ বিদ্বেষী হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৩৯
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

১৯. যে নারীর স্তন সর্পফনার ন্যায় অথবা কুকুরের জিহ্বাকৃতি বিশিষ্ট সেই স্ত্রী পুরুষের চেষ্টা সত্ত্বেও দরিদ্রতা প্রাপ্ত হন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৪০
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

২০. বিস্তীর্ণ বক্ষ বিশিষ্ট রমণী কলহপ্রিয়া হয়ে থাকেন। 
. ভবিষ্যপুরাণঃ খণ্ডঃ ১, ব্রাহ্মপর্ব, অধ্যায়ঃ ৫, শ্লোকঃ ৪১
. অনুবাদকঃ 
○ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ নাথ ভৈরব গিরি

আমার জিজ্ঞাসাঃ এসব কি ধরনের সাইন্স আমার বুঝে আসে না। আপনাদের বুঝে এসেছে?? 

Post a Comment

0 Comments