আল কুরানের মিরাকেল।। মুসা শব্দ।। আল্লাহর অস্তিত্ব প্রমাণিত

🖋লেখকঃ আফিফ আলী

____________________________________________________________________________________________





আল্লাহ পুরো কুরান কে তার মুজিযা দিয়ে সুসজ্জিত করেছেন. যারা হেদায়েতের উদ্দেশ্যে কুরান পড়বে তারা এরথেকে সাফল্য লাভ করবে। কুরানে নানারকম মুজিযা রয়েছে এরমাঝে কেউ এটা মেনে নেয় আর যারা মানেনা তারা নানারকম যুক্তি পালটা যুক্তি দিয়েই যায়। এখন আসল কথায় আসা যাক। 
মুসা শব্দের অর্থ হল সদ্য ভুমিষ্ট বা এমন কোন কিছু যা পানি থেকে এসেছে। হিব্রুতে একে মুশে বলে। আমরা জানি মুসা আঃ এর pronounce এরকম ছিলনা। কেননা উনাকে যখন পানিতে ভাসিয়ে দেয়া হয় তখন উনি মিশরে যান অতঃপর ফিরাউন এর স্ত্রী উনাকে খুজে পায়। সেক্ষেত্রে উনার নাম হিব্রু কিংবা এরাবিক কোন নামেই ডাকা হত না তাইনা? নিশ্চয়ই ফারাও তাকে মিশরীয় বা Egyptian নামই দিয়েছিলেন। Moses বা মুসা নামের ইজিপশিয়ান অর্থ হল সদ্য ভুমিষ্ট বা New born [1]. কিন্তু কেউ যদি রাসুল সাঃ এর সময়ে গিয়ে রাসুল সাঃ কে জিজ্ঞাস করে যে, মুসা নামের প্রকৃত অর্থ কি? তখন কেউই এই নামের অর্থ বলতে পারবেনা। কেন পারবেনা জানেন? কারণ রাসুল সাঃ এর আসার ৩ হাজার বছর আগেই ইজিপশিয়ান ভাষা বিলুপ্ত হয়ে গেছিল [2]। সবাই মুসা আঃ কে উনার নামেই চিনতেন তবে এই নামটি যেহেতু ইজিপশিয়ান সেক্ষেত্রে এই নামের অর্থ সকলের কাছে অজানা। কুরানে বলা হচ্ছে 
[Quran 26.18] He said, "Did we not raise you among us as a newborn? and you stayed among us for many of your years?
- আমরা কি তোমাকে সদ্য ভুমিষ্ট হিসেবে উন্নীত করিনি ? এবং তুমি আমাদের মাঝে অনেক বছর অতিক্রান্ত করেছিলে। এখানে আমরা যদি আরবি এবং হিব্রু হিসেবে ধরি সেক্ষেত্রে হবে 
আমরা কি তোমাকে মুশে হিসেবে উন্নীত করিনি 
আমরা কি তোমাকে ওয়ালিদ হিসেবে উন্নীত করিনি? 
এখানে কুরান নিজেই মুসা আঃ এর মিশরীয় নাম টি উল্লেখ করছে। এখানে আরবি আয়াত (ওয়ালিদ) শব্দ ব্যাবহার করা হয়েছে যার অর্থ সদ্য ভুমিষ্ট এবং আরবদের অনেকেই বাচ্চাদের নাম ওয়ালিদ রাখেন। এমনকি সাহাবির নামও খালিদ বিন ওয়ালিদ ছিল। আরবিতে কিন্তু এখানে আল্লাহ মুসা শব্দ ব্যবহার করেন নি উনি করেছেন ওয়ালিদ বা সদ্য ভুমিষ্ট। তাহলে একজন মানুষের ক্ষেত্রে কিভাবে সম্ভব যেখানে উনার জন্মের ৩ হাজার বছর আগেই যে ভাষা বিলুপ্ত হয়ে গেছে সে ভাষায় রাখা কোন নবীর নামের অর্থ বলে দিতে। 


তথ্যসূত্রঃ

Post a Comment

0 Comments