ঋগ্বেদ ও বিশ্বশান্তি - বৈদিক সন্ত্রাসবাদ ২

বিষয়: বৈদিক অনৈতিকতা বর্বরতা ও সন্ত্রাসবাদ। আমার জিজ্ঞাসা - ৬
লেখকঃ নাজমুস সাকিব
☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳

যারা প্রথম পর্ব পড়েন নি তারা প্রথম পর্বটি পড়ে আসুন। আর্যদের জন্য ভালো হবে। 

____

আমি আজ যতগুলো পয়েন্ট দেখাবো বেদের অমানবিকতার উপর, সব গুলোর ভাষ্যকার আচার্য সায়ন। 

আমি সায়নের ভাষ্যের বিখ্যাত তিনটা অনুবাদ গ্রহন করেছি আমার লেখাতে তাহলোঃ

১. রাম কৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার
২. রমেশচন্দ্র দত্ত
৩. শ্রী দূর্গাদাস লাহেড়ি।

আমার সমস্ত রেফারেন্স উক্ত তিন অনুবাদ থেকে নেওয়া ও আমি এ লেখাতে সম্পূর্ণ ঋগ্বেদ থেকে আলোচনা করবো। ঋগ্বেদ ছাড়া অন্য কোনো বেদের রেফারেন্স এ লেখাতে আনবো না । তো আসুন আমরা লেখাতে প্রবেশ করি।





⺡ঋগ্বেদ ও বিশ্বশান্তি⺀


১. হিংসাকারী শত্রুদের মাথা পায়ের নিচে রেখে পাড়িয়ে ছেদন করতে হবে?

◑ হে শত্রু ভক্ষক ইন্দ্র! আপনে হিংসাবতী সেনার মস্তক একত্রিত করে আপনার বিস্তৃত পদের দ্বারা ছেদন করুন। আপনার পদ মহান বিস্তীর্ণ।
. ঋগ্বেদঃ ১.১৩৩.২
.অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২. ইন্দ্র দেবতা ৫৫ সেনা কে হত্যা করেছে?

◑ হে ইন্দ্র! আপনে এমন ত্রিগুণিত পঞ্চাশৎ সংখ্যক সেনা নাশ করেছেন। লোকে আপনার এই কর্মকে অত্যন্ত ভালো বলে মনে করে। কিন্তু আপনার এই কর্ম সামান্য।
. ঋগ্বেদঃ ১.১৩৩.৪
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৩. যারা দেবতাগণের পানপাত্র চমসের অবমাননা করে তাদের হত্যা করতে হবে?

◑ ত্বষ্টা যখন বললেন! যারা দেবতাগণের পানপাত্র চমসের অবমাননা করেছেন, তাদের বধ করতে হবে।
. ঋগ্বেদঃ ১.১৬১.৫
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪. শুধু বিনাশ আর বিনাশ?

◑ হে ইন্দ্র! ভয়ংকর, কৃষ্ণবর্ণ,গমনশীল মরুৎগণের আগমনের শব্দ শ্রুতিগোচর হচ্ছে। অধম বৈরিকে যেমন বিনাশ করে, মানুষের রক্ষার জন্য মরুৎগণ সেই রকম প্রহরণের দ্বারা সেনাদলসমন্বিত শত্রুবর্গকে বিনাশ করেন।
. ঋগ্বেদঃ ১.১৬৯.৭
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৫. দানরহিত বা যারা দান করে না তাদের বিনাশ করেছে ?

◑ হে হরিবাহন ইন্দ্র! আপনে স্তোত্রের দ্বারা প্রবৃদ্ধ হয়ে দানরহিত ও যজমানগণের বিঘ্নকারীদের বিনাশ করেছেন।
. ঋগ্বেদঃ ১.১৭৪.৬
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৬. যে সকল দস্যু ব্রত রাখে না তাদের আগুন দিয়ে পুড়তে হবে?

◑ অগ্নি যেমন শিখার দ্বারা পাত্রকে দগ্ধ করে, আপনে সেই ভাবে ব্রতরহিত দস্যুকে দগ্ধ করুন।
. ঋগ্বেদঃ ১.১৭৫.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী
মন্তব্যঃ দগ্ধ মানে আগুন দিয়ে পুড়ানো বা আগুন লাগিয়ে জ্বালানো।

৭. যারা সোম রস অভিষব করে না তাদের হত্যা করতে হবে?

◑ হে ইন্দ্র যে সকল লোক সোম-অভিষব করে না এবং যাদের নাশ করা দুঃসাধ্য তাদের আপনে হত্যা করুন।
. ঋগ্বেদঃ ১.১৭৬.৪
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৮. জঘন্য ভাবে হত্যার উসকানি?

◑ যে ইন্দ্রের হস্ত দুইটিতে পঞ্চক্ষিতির সর্ব রকম ধন আছে, সেই ইন্দ্র, যে আমাদের দ্রোহ করে তাকে দিব্য অশনির মতো বিনাশ করুন।
. ঋগ্বেদঃ ১.১৭৬.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৯. অবাধ্য শত্রুকে বিনাশ করতে হবে?

◑ হে ইন্দ্র আমরা আপনাকে সহায় লাভ করে যে শত্রুবৃন্দ আপনাদের অবাধ্য বলে বিবেচনা করেছে, তাদের বিনাশ করবো।
. ঋগ্বেদঃ ১.১৭৮.৫
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১০. হত্যা আর হত্যা?

◑ হে অশ্বিদ্বয় আপনারা জঘন্য শব্দপূর্বক কুকুরের মতো যারা আমাদের বিনাশ করতে আগত হচ্ছে তাদের বিনাশ করুন, তারা দারা সংগ্রাম করতে আকাঙ্ক্ষা করে তাদের নিধন করুন।
. ঋগ্বেদঃ ১.১৮২.৪
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১১. ইন্দ্র দেবতা মানুষ হত্যা করার মেশিন?

◑ কে আমার ইন্দ্র কে দশটি ধেনুর দ্বারা ক্রয় করবে, যখন ইন্দ্র শত্রুবর্গকে বধ করবেন, তখন তাকে পুনর্বার আমায় প্রদান করবে।
. ঋগ্বেদঃ ৪.২৪.১০
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১২. ইন্দ্র সোমপানে মত্ত হয়ে শম্বরের ৯৯ টি পুরী ধবংস করেছিলো?

◑ আমি সোমপানে মত্ত হয়ে শম্বরের নবনবতি সংখ্যক পুরী এককালে ধবংস করেছি।
. ঋগ্বেদঃ ৪.২৬.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৩. ইন্দ্র সোমের নেশায় শত্রুদের ইচ্ছা মতো বধ করেছে?

◑ ইন্দ্র সোমের মত্ততায় মূঢ় শত্রুবর্গকে বধ করেছিলেন।
. ঋগ্বেদঃ ৪.২৬.৭
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৪. দস্যুবর্গকে বধ করা হয়েছে ও আগুনে পুড়ানো হয়েছে?

◑ হে সোম ইন্দ্র মধ্যাহ্নের পূর্বে সংগ্রামে দস্যুবর্গকে বধ করেছেন এবং অগ্নি কতকগুলিকে দগ্ধ করেছেন। চোর যেমন কার্যবশত রক্ষাশূন্য দুর্গম স্থানে গমনকারী ব্যক্তিকে বধ করে, সেই রকম ইন্দ্র বহু সহস্র দস্যুবর্গের সকলকে বধ করেছে।
. ঋগ্বেদঃ ৪.২৮.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৫. হত্যার উসকানি?

◑ এ ইন্দ্র ও সোম আপনারা শত্রুবর্গকে বাধা দান করুন। তাদের বধের নিমিত্তে লোকের নিকট পূজা গ্রহন করুন।
. ঋগ্বেদঃ ৪ ২৮.৪
. অনুবাদাঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৬. ইন্দ্র দেবতা একজন নারীকে হত্যা করেছিলো?

◑ হে ইন্দ্র আপনে ঐ রকম বীর্যশালী বল প্রদর্শন করেছিলেন। আপনে দ্যুলোকের দুহিতা হনন-অভিলাষিণী স্ত্রীকে বধ করেছিলেন।
. ঋগ্বেদঃ ৪.৩০.৮
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৭. ইন্দ্র ৫৫ ও হাজার জন অনুচর কে হত্যা করেছিলো?

◑ হে ইন্দ্র চক্রের চতুর্দিকের শষ্কুর মতো দাস বর্চির চতুর্দিক স্থিত পঞ্চশত সংখ্যক ও সহস্র সংখ্যক অনুচরবর্গকে আপনে বিশেষ ভাবে বধ করেছিলেন।
. ঋগ্বেদঃ ৪.৩০.১৫
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৮. ইন্দ্র দেবতা দনুর পত্রুকে হত্যা করেছিলো?

◑ হে বৃত্রহন্তা মেঘবা দার পরে আপনে অতন্ত্য ক্রুদ্ধ হয়েছিলেন। আপনে এই অন্তরীক্ষে দিবসেই দনুর পুত্রকে বধ করেছিলেন।
. ঋগ্বেদঃ ৪.৩০.৭
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

১৯. শত্রুর ক্ষতি করার জন্য উসকানি?

◑ হে ইন্দ্র আপনে পূজনীয়, সত্যভূত,হর্ষকর সোমরসের মধ্যে কোন সোমরস শত্রুবর্গের ধন নষ্ট করিবার নিমিত্তে আপনাকে হৃষ্ট করিবে।
. ঋগ্বেদঃ ৪.৩১.২
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২০. প্রার্থনার নামে টেন্ডারবাজি?

◑ হে বিদ্বান অগ্নি আপনে সমস্ত শত্রুদলকে বিনাশ পূর্বক শত্রুতা আচরণকারীবর্গের ধন আহরণ করুন।
. ঋগ্বেদঃ ৫.৪.৫
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২১. চরম ভাবে শত্রু বিদ্বেষ?

◑ হে অগ্নি অভিভবকারী শত্রুবর্গকে উত্তম হবে বাধা প্রদান করুন, যে সমসাময়িক শত্রু হব্য দান করে না তাদের অভিলাষ ব্যর্থ করুন।
. ঋগ্বেদঃ ৩.১৮.২
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২২. বধ করুন আর করুন?

◑ হে ইন্দ্র আপনার অশ্বযুক্ত রথে শত্রুকে লক্ষ্য করে নিম্নেপথে শীঘ্র আগমন করুক, আপনার বজ্র শত্রুকে বধ করতে আগমন করুক। আপনার সম্মুখে আগমনকারী শত্রুবর্গকে বধ করুন। অনুগমনকারী শত্রুবর্গকে বধ করুন, পলায়নপর শত্রুবর্গকে বধ করুন।
. ঋগ্বেদঃ ৩.৩০.৬
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২৩. শত্রুদের সমূলে ছেদন করতে হবে?

◑ হে ইন্দ্র আমরা সমীপস্থা শত্রুগন কর্তৃক উৎকৃষ্ট অশনিশব্দ শ্রবন করতে পাচ্ছি। অতন্ত্য সন্তাপকর ঐ সমস্ত অশনিকে এই সমস্ত শত্রুবর্গের অভিমুখেই স্থাপন করে এদের বধ করুন সমূলে ছেদন করুন, বিশেষ ভাবে বাধা প্রদান করুন।
. ঋগ্বেদঃ ৩.৩০.১৬

২৪. পাপী মানুষ কে জঘন্য ভাবে বধ করতে বলা হচ্ছে?

◑ হে ইন্দ্র রাক্ষসকুল (পাপী মানুষ কে) সমূলে উৎপাটন করুন, মধ্যভাগ ছেদন করুন, অগ্রভাগ বিনাশ করুন।
. ঋগ্বেদঃ ৩.৩০.১৭
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

মন্তব্যঃ রাক্ষস মানে হলো পাপী মানুষ। বেদে রাক্ষস দিয়ে কোনো প্রকার দৈত্য বা দানব কে বুঝায় নাই বরং পাপী মানুষ কে বেদে রাক্ষস বলা হয়েছে।

২৫. দস্যুদের হত্যা করে আর্য বর্ণকে রক্ষা?

◑ ইন্দ্র অশ্ব দান করেছেন, সূর্য দান করেছেন, বহু লোকের উপভোযোগ্য গোধন দান করেছেন, সুবর্ণময় ধন দান করেছেন, দস্যুবর্গকে বধ করে আর্যবর্ণকে রক্ষা করেছেন৷
. ঋগ্বেদঃ ৩.৩৪.৯
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২৬. শত্রুদের ঐশ্বর্য দেখে জ্বলে বৈদিকদের?

◑ হে ইন্দ্র যারা ধনে, যুদ্ধে, দ্বারসমূহে ও বলে আমাদের অভিমানী শত্রু, তাদের পরাজয় করুন।
. ঋগ্বেদঃ ৩.৩৭.৭

২৭. শত্রুবিদ্বেষ?

◑ হে অগ্নি আপনে যা করতে প্রার্থিত হচ্ছেন শীঘ্রই তা সম্পাদন করুন। আপনে বলসম্পন্ন, আপনে আপন বলের দ্বারা আমাদের শত্রুবর্গকে বিনাশ করুন।
. ঋগ্বেদঃ ৬.৫.৬
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২৮. বিঘ্নকারীর মাথা ছিন্ন করতে হবে?

◑ হে অশ্বিদ্বয় আপনারা উত্তম চক্রবিশিষ্ট, দীপ্তিবিশিষ্ট, সারথিযুক্ত রথে আরোহন করে সন্তান দানের জন্য আমাদের গৃহে আগমন করুন এবং ক্রোধ ত্যাগ পূর্বক মানবগণের বিঘ্ন করারদের মস্তক ছিন্ন করুন।
.ঋগ্বেদঃ ৬.৬২.১০
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২৯. শত্রুদের শহর ধবংস করা বেদের নৈতিক শিক্ষা?

◑ হে বজ্রধারী যজ্ঞপতি,আপনে শত্রুবর্গের দৃঢ় নগর সমূহ নির্মূল করুন।
. ঋগ্বেদঃ ৬.৪৫.৯
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৩০. শত্রুদের ধন-সম্পদ দেখে, লোভের কারনে যুদ্ধের উসকানি।

◑ হে ইন্দ্র আপনে পূর্বকালে আহবান যোগ্য ছিলেন এবং সম্প্রতি শত্রুগনের মধ্যে নিহিত ধন লাভের জন্য আহূত হন, আমরা আপনাকে আহবান করছি। আপনে আমাদের আহবান শ্রবন করুন।
. ঋগ্বেদঃ ৬.৪৫.১১
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৩১. খ্যাতি লাভের জন্য একটি গোষ্ঠীর ২১ কে হত্যা করেছিলো?

◑ যে রাজা খ্যাতি লাভের আকাঙ্ক্ষায় উভয় বৈকর্ণ জনগোষ্ঠীর একবিংশ জনকে বিনাশ করেছিলেন।
. ঋগ্বেদঃ ৭.১৮.১১
. অনুবাদকঃ
○ রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার

৩২. দেবক কে হত্যা ও শম্বরকে হত্যা?

◑ হে ইন্দ্র বিগত অথবা নতুন উষাকাল সমূহের ন্যায় গণনা করা সম্ভব হয় না। মন্যমান পুত্র দেবক কে তুমি বধ করেছিলে এবং সুউচ্চ পাহাড় হতে শম্বরকে স্বয়ং বধ করেছিন।
. ঋগ্বেদঃ ৭.১৮.২০
. অনুবাদকঃ
○ রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার

৩৩. বেদের নৈতিক শিক্ষা লুণ্ঠন করা?

◑ যিনি মানব সকলের অধিনায়ক, তাদের যুদ্ধ দলের নেতা, তিনি দুর্ধর্ষ বীর, লুণ্ঠিত সম্পদ লাভের জন্য একান্ত আগ্রহী।
. ঋগ্বেদঃ ৭.২০.৫
. অনুবাদকঃ
○ রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার

৩৪. মানুষ কে মারার জন্য চরম উসকানি?

◑ হে ইন্দ্র আমাদের শত্রুদের একান্ত দূরধিগম্য স্থানে বিনাশ করো, যে সকল মানব আমাদের প্রতি আঘাত করে তাদেরও।
. ঋগ্বেদঃ ৭.২৫.২
. অনুবাদকঃ
○ রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার

৩৫. শত্রুদের আক্রমন করে ধন-সম্পদ লুণ্ঠন করা?

◑ হে মেঘবান ইন্দ্র যখন আস্ফালক শত্রুদের তুমি সদলে বিতাড়ন কর। যেন তোমার দ্বারা নিহত শত্রুদের সম্পদে আমরা অংশ প্রাপ্ত হতে পারি।
. ঋগ্বেদঃ ৭.৩২.৭
. অনুবাদকঃ
○ রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার

৩৬. পাপী ও মিথ্যাবাদীদের হত্যা?

◑ তিনি পাপী কে নিধন করেন, মিথ্যাবাদীকে নিধন করেন।
. ঋগ্বেদঃ ৭.১০৪.১৩
. অনুবাদকঃ
○ রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচার

৩৭. সোমাভিষবহীন বা যজ্ঞ বিরোধী অনার্যদের বিনাশ?

◑ হে ইন্দ্র তুমি সোম পান করে উৎকৃষ্টতর হয়ে সোমাভিষবহীন জনসংঘদের পরস্পর বিরোধী করে বিনাশ কর!
. ঋগ্বেদঃ ৮. ১৪.১৪
. অনুবাদকঃ
○ রমেশচন্দ্র দত্ত
মন্তব্যঃ সোমাভিষবহীন মানে হলো যারা যজ্ঞ করে না বা যারা যজ্ঞ বিরোধী আর তারা ছিলো অনার্য এটা ঋগ্বেদঃ ৮.১৪.১৪ এর টীকাতে রমেশচন্দ্র দত্ত বলেছে।

৩৮. ইন্দ্র দেবতা শত্রু হত্যার দিক থেকে নাম্বার ওয়ান?

◑ হে ইন্দ্র তুমি সর্বাপেক্ষা অধিক শত্রুনাশ করেছো।
. ঋগ্বেদঃ ৮.২৪.৭
. অনুবাদকঃ
○ রমেশচন্দ্র দত্ত

৩৯. একজন ঋষির জন্য দুই ধরনের শত্রুদের বধ করেছে ইন্দ্র?

◑ হে দর্শনীয় ইন্দ্র কর্মকারী যজমানের জানি আমাদের তোমার আশ্রয় দান করো। কুৎস ঋনামক ঋষির জন্য দু প্রকারে শত্রুগন কে বধ করেছিলে।
. ঋগ্বেদঃ ৮.২৪.২৫
. অনুবাদকঃ
○ রমেশচন্দ্র দত্ত

৪০. শত্রুদের ধন-সম্পদের জন্য শত্রুদের বিনাশ করতে হবে?

◑ হে মেঘবা তুমি দৃড় শত্রুপুর সকল ধন লাভের জন্য নষ্ট করো।
. ঋগ্বেদঃ ৮.২৪.১০
. অনুবাকদঃ
○ রমেশচন্দ্র দত্ত

৪১. শত্রুদের দেশ থেকে বের করে দেওয়ার উসকানি?

◑ হে সোম সহস্ত ধন জয় করে ধারা প্রবাহে ক্ষরিত হও এবং সমস্ত শত্রুবর্গকে এক যোগে দূরদেশে প্রেরণ করো।
. ঋগ্বেদঃ ৯.২৯.৪
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪২. যারা যুদ্ধ করতে চাই তাদের বিনাশ করতে হবে?

◑ যে তোমার সাথে যুদ্ধ করতে ইচ্ছা করে তাকে বিনাশ করো।
. ঋগ্বেদঃ ৯.৫৩.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪৩. এমনি এমনি শত্রু হত্যা?

◑ দেশের মধ্যে আমাদের যশস্বী করো আর সকল শত্রুদের নিধন করো।
. ঋগ্বেদঃ ৯.৬১.২৮
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪৪. শত্রুকে খণ্ড খণ্ড করে কাটতে হবে?

◑ হে সোম তোমার রক্ষায় রক্ষিত হয়ে আমরা যেন বিপক্ষগণকে খণ্ড খণ্ড করে নিধন করি।
. ঋগ্বেদঃ ৯.৬১.২৪
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪৫. যারা যজ্ঞকর্ম করে না তাদের হত্যা করতে হবে?

◑ আমাদের চতুর্দিকে দস্যু জাতি আছে, তারা যজ্ঞকর্ম করে না, তারা কিছু মান্য করে না, তাদের ক্রিয়া স্বতন্ত্র, তারা মানুষের মধ্যেই নয়। হে শত্রুসংহাকারী তাদের নিধন করো। সেই দাস জাতিকে হিংসা করো।
. ঋগ্বেদঃ ১০.২২. ৮
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪৬. যারা হোমের দ্রব্য প্রদান করে না তাদের জন্য দুঃখ অপেক্ষা করতেছে?

◑ আর যে হোমের দ্রব্য আমাকে না প্রদান করে, সে সত্যকে নষ্ট করে। সে কেবল চতুর্দিকে পাপ করে বেড়ায় তার আমি সর্বনাশ করি।
. ঋগ্বেদঃ ১০.২৭.১
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী
মন্তব্যঃ স্বাহাকার মন্ত্র পাঠের পরে অগ্নিতে যে আহুতি দেওয়া হয় তাকেই হোম বলে। আর এ হোমের প্রধান দ্রব্য হলো ঘি বা দুধ।
◑ গোপথ ব্রাহ্মণঃ পরিশিষ্টঃ ১, পৃষ্ঠাঃ ২৮৬

৪৭. শত্রুদের হত্যা করে তাদের ধন-সম্পদ লুণ্ঠন করা?

◑ শত্রুগণকে নিধন করে তাদের অন্ন ভাগ করে দাও। তেজ সৃষ্টি করে বিপক্ষগণকে বিতাড়িত করে দাও।
. ঋগ্বেদঃ ১০.৮৪.২
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৪৮. শত্রুদের মারতে মারতে নিধন করতে হবে?

◑ হে মন্যু আমাদের হিংসককে পরাজিত করো, ভাঙ্গতে ভাঙ্গতে, প্রহার করতে করতে, নিধন করতে করতে শত্রুদের সম্মুখীন হও।
. ঋগ্বেদঃ ১০.৮৪.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী
মন্তব্যঃ মনু বৈদিক ঈশ্বরের একটি নাম। বৈদিক ঈশ্বরের অনেক নাম আছে দেখুনঃ
◑ ঋগ্বেদঃ ১.১৬৪.৪৬
আর বৈদিক ঈশ্বরের এ অনেক নামের মধ্যে একটি হলো মনু দেখুনঃ
◑ ঋগ্বেদঃ ১০.৮৩.২

৪৯. গণহত্যা?

◑ হে ইন্দ্র অনিষ্টকারী দিধনোদ্যত শত্রুগণের উপর বজ্রপাত করো। দাসজাতি হোক বক আর্যজাতি হোক, তাকে অপ্রকাশরুপে বধ করো।
. ঋগ্বেদঃ ১০.১০২.৩
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৫০. যুদ্ধের নামে গণহত্যা?

◑ হে বৃহস্পতিন রাক্ষসগণকে (পাপীদের কে) বধ করতে করতে এবং শত্রুগণকে পীড়া প্রদান করতে করতে রথযোগে আগমন করো। শত্রুসেনা ধবংস করো, বিপক্ষ যোদ্ধাগণকে মেরে ফেলো।
. ঋগ্বেদঃ ১০.১০৩.৪
. অনুবাদাঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

⊕ বোনাস হিসাবে দেওয়া হলো!!

১. হাতির মতো করে শত্রুকে সংহার করতে হবে?

◑ অঙ্কুশতাড়িত মত্ত হস্তীর মতো তোমার শরীর অবনত করে শত্রুকে সংহার করো।
. ঋগ্বেদঃ ১০.১০৬.৬
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

২. গরুর মতো করে শত্রুকে বিনাশ করতে হবে?

◑ বৃষের (গরুর) মতো বলপ্রকাশপূর্বক যজ্ঞের শত্রুগণকে বিনাশ করো।
. ঋগ্বেদঃ ১০.১১৬.৪
. অনুবাদকঃ
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

৩. হ্যা বেদই বিশ্ব শান্তির কারণ?

◑ আমার শত্রু জীবিত থাকতে পারে না, শত্রুগণকে আমি বধ করি, পরাস্ত করি।
. ঋগ্বেদঃ ১০.১৫৯.৫
. অনুবাদকঃ 
○ শ্রীদূর্গাদাস লাহিড়ী

আশা করি ঋগ্বেদের বিশ্বশান্তি জানতে পেরেছেন আর তারাই ইসলামের নামে অপপ্রচার করে। সামনে আরও আর্টিকেল আসবে। ইংশাআল্লাহ

Post a Comment

0 Comments