অপবিজ্ঞানের অ্যালেগেশন - ইবুক



আসসালামু আলাইকুম,,, 

সকল প্রশংসা আল্লাহ তায়ালার। যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন মহাগ্রন্থ আল-কুরআন। সালাম ও দুরুদ প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর উপর। যার উপর এই পবিত্র কুরআন নাজিল হয়েছিলো। 


এবার মূল কথায় আসি,, 


যারা পড়েন নি তাদের আসলে এবার বদহজম হতে পারে। কারণ একসাথে অনেক গুলি ইবুকই শেয়ার করছি। হা হা


যাইহোক, 


এই ইবুক টা পড়েছিলাম প্রায় ৩ বছরের মত হয়ে যাচ্ছে। 


ইবুকি ২০১৯ সালে পাবলিশ করা হয়েছিলো। 


লেখক হলেন আমাদের তাউহিদ page ও Truth uncovered এর একজন লেখক। 


নামঃ আফিফ আলী


উনি হারিয়ে গিয়েছেন কেন জানি না। উনাকে আর অনলাইনে পাওয়া যায় নি। 


উনার সাথে উনার ইবুক টাও বিলুপ্ত। 


হঠাৎ, ইন্টেলিজেন্ট ডিজাইন VS ডারউইন ইভল্যুশন বইটি প্রকাশ করার পর এই বইটির কথা মনে পড়লো। 


এমন অসাধারণ বইটি ওয়েবসাইটের তালিকাতে না রাখলে কি হয়? 

নাহ হয় না। 


এই বইটির মাধ্যমে আমাদের একটা প্রজেক্ট সম্পন্ন হলো। 


ইসলাম ও বিজ্ঞান প্রজেক্টটা এবার সম্পন্ন হল। 


আমাদের ৩ টি ইবুকের মাধ্যমে,,, 


অর্থাৎ, 


১) কুরআন এক ঐশী গ্রন্থ

লেখকঃ ) আবুতুরাব আহমেদ 

[ ফেব্রুয়ারি, ২০২২ ]


এই বইটিতে ডাঃ জাকির নায়েক এর আলোচনা সহ নানান বৈজ্ঞানিক বিষয় ও তথ্যবহুল আলোচনা ও কুরআনের সুন্দর্য তা নিয়ে আলোচনা করা হয়েছে। 


তার সাথে চরিত্র, কথোপকথন, এবং সাজিয়ে লেখা সবকিছুই ভালো হয়েছে। 


কুরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে লেখা এই বইটি


২) অপবিজ্ঞানের অ্যালেগেশন

লেখকঃ আফিফ আলী

[ সেপ্টেম্বর, ২০১৯ ]


এই বইটিতে খন্ডন করা হয়েছে কুরআনের বৈজ্ঞানিক ভুল, হাদিসের বৈজ্ঞানিক ভুল। 


নাস্তিক অমুসলিমদের করা প্রায় সকল ত্রুটি উপস্থাপন এর জোরদার জবাব এই বইটিতে পেয়ে যাবেন। 


সকল অপপ্রচার মিথ্যাচার এবং কু-যুক্তি এর জবাব এই বইটিতে পেয়ে যাবেন। 


৩) বিজ্ঞানের আলোকে বাইবেল বেদ ত্রিপিটক এবং মহাগ্রন্থ আল-কুরআন

লেখকঃ আমিনুর রশীদ

[ জুন, ২০২০ ]


উপরের সব বই থেকে নিচের বই বলা যায়। এই বইটি আমি সাজিয়ে লিখতে পারি নি। এডিটিং ও ভালো ছিলো না বরাবরের মতনই। 


তবে যেহেতু প্রথম ইবুক তাই কিছু করার নেই। 


যাইহোক, যতটুকু পেরেছি এবং যা পেরেছি তাই দিয়েছি। 


বইটি কিসের উপর তা তো সকলে অলরেডি বুঝতেই পেরেছেন। 


এই আরকি। 



সুতরাং এই তিন বই থেকে একটা অসাধারণ প্যাকেজ তৈরি হয়ে গেলো। 


১) যেই বইতে, কুরআন ও বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ নাকি অসামঞ্জস্যপূর্ণ তা প্রমাণ করা হলো। বিজ্ঞান ও কুরআন তা প্রমাণ করা হলো। 


২) এইসব বিজ্ঞানকে অস্বীকার করে কুরআনের উপর হাদিসের উপর বৈজ্ঞানিক ত্রুটি এর অভিযোগ এর জবাব দেয়া হবে একদম শিরায় শিরায়। 


৩) সব কিছু শেষে এবার তূলনামূলক আলোচনা। অমুসলিমদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কার্যকরী। 



আমরা একই সাথে,,,, 


কুরআন ও বিজ্ঞান সম্পর্কে জানলাম


কুরআন-হাদিসের উপর আনা অবৈজ্ঞানিক ভুলগুলোর জবাব জানলাম


কুরআন ও অন্য ধর্মগ্রন্থের সাথে তূলনা করে সত্যটা জানলাম


আরকি লাগে? 


অসাধারণ একটা বিগ বিজ্ঞান প্রজেক্ট হয়ে গেলো। আলহামদুলিল্লাহ


যারাই এখন এই টাইপের অভিযোগ আনবে তাদের হাতে এই বই তিনটির লিঙ্ক গুজে দিবেন। ইনশাআল্লাহ


আল্লাহ এই সকল ভাইদের পরিশ্রম ও ইসলাম প্রচার করাকে কবুল করুক। 


এবং উত্তম প্রতিদান দান করুক। আমিন....💙



বই গুলির ডাউনলোড লিঙ্ক,,, 


১) কুরআন এক ঐশী গ্রন্থ

DOWNLOAD

২) অপবিজ্ঞানের অ্যালেগেশন

DOWNLOAD

৩) বিজ্ঞানের আলোকে বাইবেল বেদ ত্রিপিটক এবং মহাগ্রন্থ আল-কুরআন

DOWNLOAD


শেয়ার করে ছড়িয়ে দিন। থাকুন TRUTH UNCOVERED এর সাথে,,, 


যাযাকাল্লাহ...... 

Post a Comment

0 Comments