কুরআনের একটি আয়াত প্রমাণ করে পৃথিবী সমতল! - ব্যবচ্ছেদ (Quran 88:20)



🖋Author:- Aminur Rashid
__________________________________________________________________________________

আসসালামু আলাইকুম,,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। ইসলাম বিরোধীদের একদল বলে থাকে কুরআনের মাত্র একটি আয়াত দিয়েই প্রমাণ হয় পৃথিবী সমতল।

সেই আয়াতটি হলো সূরা গাশিয়া ৮৮:২০ নং আয়াত। অনেক অনুবাদে সমতল বলা থাকে তবে তা অনুবাদকের ভুল। কারণ কুরআনের শব্দিক বিশ্লেষণ দিয়ে প্রমাণ হয় বিস্তৃত শব্দই এখানে সঠিক।

যেমন লোগাতুল কুরআনে বলা হয়েছে। নিচের ফটো দেখুন।




অর্থাৎ, পৃথিবীকে বিছানো হয়েছে আরামদায়ক করে এবং বিস্তৃত করা হয়েছে। চলাচলের স্থানকে করেছেন বিস্তৃত। আর পৃথিবীর ভূমি হচ্ছে সবচেয়ে ভালো যত নিচে যাবেন তত বেশি তাপমাত্রা। আর আমাদের চলার পথ যে স্তর সেটা বিছানা এবং বিস্তৃত যা আমাদের জন্য সুবিধার।

সমতল যে নয় তার আরেকটি প্রমাণ দেখুন। shih international এর অনুবাদ,,,

SAHIH INTERNATIONAL
And at the earth - how it is spread out? 

বেদেও কিন্তু পৃথিবীকে ত্বক সাদৃশ্য বিস্তৃত বলা হয়েছে। তাহলে কি আমরা বলব বেদ এখানে পৃথিবীকে সমতল বলছে? যদিও বেদে অনেক রেফারেন্স আছে পৃথিবী সমতলের পক্ষে। তা নিয়ে পরে বলব কিন্তু বেদেও বলা পৃথিবী নাকি ত্বক সাদৃশ্য বিস্তৃত।

স্বামী আরুণানন্দ

দীনবন্ধু বেদশাস্ত্রী

কুরআন অনুযায়ী উপরের পৃষ্ঠকে বিস্তৃত বিছানার মতন আরামদায়ক বুঝানো হয়েছে। এ জন্যই কুরআন বলে,,,
.
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ
যিনি তোমাদের জন্যে ভূমিকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্যে করেছেন চলাচলের পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পার।
(সূরাঃ যুখরুফ, আয়াতঃ ১০)
.
.
"""""""তোমাদের জন্যে করেছেন চলাচলের পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পার।""""""""
.
ধন্যবাদ...

Post a Comment

0 Comments