মুহাম্মদ (সাঃ) এর সঙ্গে আয়েশার (রাঃ) বিবাহ নৈতিক ছিলো না অনৈতিক!?


নবী মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) বিবাহ নিয়ে ইসলাম বিরোধীদের জবাব এবং ২১ টি প্রশ্ন! 
মূলঃ ব্রাদার রাহুল হোসেন
সংকলনঃ আমিনুর রশীদ
☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☳☰ ☱ ☲ ☰ ☱ ☲


মুহাম্মদ (সাঃ) এর সঙ্গে আয়েশার (রাঃ) বিবাহ নৈতিক ছিলো না অনৈতিক!? 


প্রথমে চলুন নাস্তিকদের নৈতিকতা সম্পর্কে জেনে নেই। যেহেতু তারা নবী মুহাম্মদ (সাঃ) এর বিবাহ নিয়ে নৈতিক অনৈতিক এর অভিযোগ আনে। সেহেতু নাস্তিকদের নৈতিকতার সংজ্ঞা কি সেটি দেখা যাক। 

নাস্তিকদের নিকট নৈতিকতার সংজ্ঞা


"নৈতিকতার সীমা হওয়া উচিত সংকীর্ণ ; আমার কোন কাজ যেনো অন্যকে ক্ষতিগ্রস্ত না ক'রে - এটুকু"
[ আমার অবিশ্বাস, ১৪৩ পৃষ্ঠা- হুমায়ুন আজাদ ]




আপনার কাজ দ্বারা অন্যকেউ ক্ষতিগ্রস্ত না হলে সেটা নৈতিক। আর যদি আপনার কোন কাজ দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনৈতিক। 

তাহলে আমার প্রশ্ন,,, 

১) এই বিয়েতে আয়েশা (রাঃ)- এর কি ক্ষতি হয়েছিল? 

যদি ক্ষতি প্রমাণ করতে পারেন তাহলে তা অনৈতিক প্রমাণ হবে। আর যদি ক্ষতি প্রমাণ না করতে পারেন তাহলে নৈতিক হবে। নাস্তিকদের মোরালিটি অনুযায়ী। 

২) যদি হুমায়ুন আজাদের কথায় একমত না হন তাহলে আপনার অর্থাৎ আপনার মত নাস্তিকদের নৈতিকতার সংজ্ঞা কি? উৎস কি? 

৩) বিয়ের নির্দিষ্ট বয়স কত হওয়া উচিৎ? 

নাস্তিক্যবাদের আলোকে বিয়ের নির্দিষ্ট বয়স কত তা বলুন! নাস্তিকদের কি বিয়ের নির্দিষ্ট বয়স সম্পর্কে বলা হয়েছে? না বলা থাকলে কোনটি সঠিক? 

৪) যে বয়স আপনার নিকটে সঠিক তার ভিত্তি কি? 

আপনারা যে বয়সকে সঠিক বলেন তার ভিত্তি কি? কিসের ভিত্তিতে আপনারা বয়স নির্ধারণ করেছেন? 

৫) আয়েশার (রাঃ) এর বিয়ের বয়স ভুল হবার কারণ কি? 

৬) আপনি কি শুধুমাত্র নবী মুহাম্মদ (সাঃ) এর বিয়ের বিরুদ্ধে? "না" অন্য যেকোন কম বয়সের বিয়ের বিরুদ্ধে? 

আপনারা এ বিষয়টি পরিস্কার করবেন যে আপনারা কি শুধু নবী মুহাম্মদ (সাঃ) এর বিয়ে নিয়েই সমস্যা নাকি সকল কম বয়সের বিবাহ নিয়েই সমস্যা। যদি শুধুমাত্র নবী মুহাম্মদ (সাঃ) এর ক্ষেত্রেই এমন হোন তাহলে আপনি একচোখে হিসেবে বিবেচিত হবেন। ইসলাম বিদ্বেষী হিসেবে বিবেচিত হবেন। সুতরাং নিরপেক্ষ হলে সকলেরই সমলোচনা করা উচিত। 

ইসলামী বিবাহের নীতিমালা


বিবাহের দুইটি পদ্ধতি


উত্তম পদ্ধতি
বৈধ পদ্ধতি

উত্তম বিবাহের মূলনীতি


উত্তম পদ্ধতি বিয়ে করতে হলে ৪ টি শর্ত রয়েছে। 


১ম কন্ডিশন

মাসিক হতে হবে




২য় কন্ডিশন
 
সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে

ছোট বালিকার সঙ্গে সহবাস করার ক্ষেত্রে শুধুমাত্র বিবাহের চুক্তির দ্বারাই এটি বৈধ হয়ে যায় না। স্বামী তার সঙ্গে সহবাস করবে না যতক্ষণ না সে সঙ্গমের জন্য উপযুক্ত হয়। [শরহে মুসলিম, ৯/২০৬]


_
"যার সামর্থ্য নেই সে যেন সওম (রোযা) রাখে"

ব্যাখ্যাঃ আল্লামাহ নাবাবী (রহঃ) বলেন, সহবাসে যে সক্ষম সে যেন বিবাহ করে। আর যে স্ত্রী ভরণ পোষণ ও সহবাসে অক্ষম তারা যৌন চাহিদা দমনে রোযা রাখবে। 




সহবাসে সক্ষম ব্যাক্তি মাত্র সবার ওপর বিবাহ ফরজ। যদি অক্ষম হয় বেশি বেশি সিয়াম পালন করবে। 

সুতরাং বুঝা গেলো যদি কারো ফিজিকাল সামর্থ্য না থাকে পুরুষ হোক বা নারী তার বিবাহ নয় বরং সিয়াম পালন করতে হবে। 

এখন কথা হচ্ছে যার "মাসিক হয়েছে + সঙ্গমের উপযুক্ত" সে কি শিশু নাকি সাবালিকা? 

৩য় কন্ডিশন

মেয়ের অনুমতি




বিয়ের জন্য মেয়ের অনুমতি নিতে হবে। 

কোন কুমারি মেয়ের বিয়ে দিতে হলে তার সম্মতি নিতে হবে। যদি না নেয় তাহলে সেটা ইসলাম শরীয়ত হিসেবে বৈধ নয়। 

৪র্থ কন্ডিশন 

পিতার অনুমতি (অভিভাবক এর অনুমতি)




ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অলি রাজি নয়। 

_

সুতরাং আমরা পেলাম ৪ টি কন্ডিশন

১) মাসিক হতে হবে
২) সঙ্গমের উপযুক্ত হতে হবে
৩) মেয়ের অনুমতি থাকতে হবে
৪) পিতার অনুমতি থাকতে হবে

এই হলো ৪ টি স্টেজ এবার আমার প্রশ্ন,, 

৭) এই ৪ টি স্টেজে অর্থাৎ ইসলামী বিবাহ নিয়ে নাস্তিক-ইসলাম বিদ্বেষীদের কি কোন অভিযোগ আছে? 

কন্ডিশন পুরণ

মাসিক + সঙ্গমের উপযুক্ত

এই দুটি কন্ডিশন পূরণ হওয়ার নির্দিষ্ট কোন বয়স নেই। 

৯ বছরে হতে পারে
১১ বছরে হতে পারে
১৩ বছরে হতে পারে

আবার

১৫ বছরে নাও হতে পারে
১৮ বছরে নাও হতে পারে




সুতরাং কারো এই দুটি কন্ডিশন পুরণে ৯ বছর ১৩ বছর লাগতে পারে আবার কারো ১৮ বছরেও এই দুটি কন্ডিশন নাও পুরণ হতে পারে

কেউ নয় বছরেও হতে পারে যেমন আয়েশা (রাঃ) ৯ বছর বয়সে মাসিক + সঙ্গমের উপযুক্ত হয়েছেন। শর্ত পূরণ করেছেন। 

সুতরাং তাকে আর আপনি নাবালিকা বলতে পারবেন না। সে একজন প্রাপ্তবয়স্ক mature ছিলেন যখন আল্লাহর রাসুল (সাঃ) তাকে ঘরে নিয়ে গিয়েছিলেন। 

৯) একজন মেয়ে ১৮+ বয়স কিন্তু শারীরিক সক্ষমতা নেই। আধুনিক আইনে তার বিয়ে বৈধ না অবৈধ? 

বৈধ পদ্ধতির মূলনীতি


১ম কন্ডিশন

একজন পিতা তার মেয়েকে তখনি বিয়ে দিতে পারবে যখন তার স্পষ্ট উপকারীতা থাকবে। 




স্পষ্ট উপকারিতা না থাকলে অল্পবয়স্ক অবস্থায় তাকে বিয়ে দেয়া যাবে না। 

সুতরাং বিয়ে দেয়া যাবে না যদি দেখি যার সাথে বিয়ে দিচ্ছি তার সাথে কোন স্পষ্ট উপকারীতা নেই। 


২য় কন্ডিশন 

স্বামী তার সঙ্গে সহবাস করবে না (সহবাস উপযুক্ত না হওয়া পর্যন্ত) 




স্পষ্ট উপকারীতা থাকতে হবে + স্বামী তার সঙ্গে সহবাস করবে না

ছোট বালিকার সঙ্গে সহবাস করার ক্ষেত্রে, শুধুমাত্র বিবাহের চুক্তির দ্বারাই এটি বৈধ হয়ে যায় না। স্বামী তার সঙ্গে সহবাস করবে না। যতক্ষণ না সে সঙ্গমের জন্য উপযুক্ত হয়। [শরহে মুসলিম, ৯/২০৬]

ইমাম মালেক, সাফি সহ ৩ ইমাম বলছে ছোট বালিকার সাথে সহবাস করার ক্ষেত্রে শুধু চুক্তি হবে না। সহবাস ততক্ষণ করা যাবে না যতক্ষণ না সহবাস করার উপযুক্ত  হবে। 

বিয়ে বাবা দিয়ে দিতে পারে তবে সহবাস উপযুক্ত না হলে সহবাস করা যাবে না। 

আর আমরা দেখছি, আয়েশা ৬ বছরে নয় বরং ৯ বছরে সংসার করেছেন। 

৩য় কন্ডিশন

সাবালিকা হয়ে বিয়ে বাতিল করতে পারবে

"যখন তিনি অকুমারী ছিলেন তখন তাকে তার পিতা বিয়ে দেয়। এ বিয়ে তিনি অপছন্দ করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বিবাহ বাতিল করলেন" [সহীহ বুখারী হা/৫১৩৪, ৫১৩৯,৬৯৪৫,৬৯৬৯]


কোন পিতা অল্প বয়সে বিবাহ দিতে পারবে কিন্তু সহবাস করবে না যতক্ষণ না সাবালিকা হয়। আর সাবালিকা হলেও হবে না বরং তার অনুমতি লাগবে। মেয়ে যদি বসরের আগে স্বামীকে অপছন্দ করে তার বিয়ে বাতিল হবে। 

আল্লাহর রাসুল (সাঃ) তার বিয়ে বাতিল করে দিয়েছেন। যে বিয়ে নাবালিক অবস্থায় হয় এবং সাবালিকা হলে বাসর/সঙ্গমের আগে তার অনুমতি থাকতে হবে। তখন যদি সে নিজবুঝ অনুযায়ী অপছন্দ করে তার স্বামীকে তাহলে বিবাহ বাতিল হবে এবং রাসুল (সাঃ) নিজেই বাতিল করেছেন। 
_

এবার আগের টপিকে ফিরে আসি। উত্তম বিবাহের যে ৪ টি কন্ডিশন রয়েছে সেগুলি আয়েশা (রাঃ) কি সম্পূর্ণ করেছিলেন? 

উত্তর একদম হ্যাঁ। 

আসুন দেখি,, 

[১ম কন্ডিশন] আয়েশা (রাঃ) বয়ঃসন্ধিতে পৌছেছিলেন

ঘরে উঠার আগে আয়েশা (রাঃ) এর মাসিক হয়েছিলো। (অর্থাৎ আমার মাসিক ঋতু হয়েছে) [সুনান আবু দাউদ হা/৪৯৩৩]


১০) আয়েশা (রাঃ) এর মাসিক শুরু হয়েছিল যার প্রমাণ দেওয়া শেষ। নাস্তিক্যবাদ ও ইসলাম বিদ্বেষীরা একটি স্পষ্ট প্রমাণ উপস্থাপন করুন যেখানে আয়েশা (রাঃ) এর মাসিক শুরু হয় নি। 

[২য় কন্ডিশন] আয়েশা (রাঃ) প্রাপ্তবয়স্কা ছিলেন




যাকে নিয়ে লেখা হচ্ছে সেই সয়ং
আয়েশা (রাঃ) নিজেই বলেছেন,, 

আয়েশা (রাঃ) বলছেন, কোন বালিকা নয় বছরে পদার্পণ করলে সে মহিলা হিসেবে গণ্য হবে। [ (সুনান তিরমিযী হা/১১০৯, ২/৪০১, পৃষ্ঠা) (মাসাইলু হারব কিতাবুত তাহারাহ ওয়াস সালাহ হা/১২৮৯ ]

ইমাম আহমাদ, ইবন কুদামাহ, ইবন-আবি উমার, ইবনুন-নাজ্জার, আয-যারকাশী, আল-বুহুতী, আর-রুহাইবানী ও উসমান ইবন জামি হাদিসটিকে সহীহ বা হাসান হিসেবে বিবেচিত করেছেন। [ ইবন আব্দিল-হাদি, তানক্বিহুত তাহক্বিক, ৪/৩২৪ ]

আয়েশা (রাঃ) নিজেই বলছেন সে প্রাপ্তবয়স্ক হয়েছেন মেচিউর হয়েছেন। নিজেই বলছেন আর কি লাগে বলুন? 

১১) আয়েশা (রাঃ) প্রাপ্তবয়স্ক ছিলেন তা প্রমাণিত। এখন আয়েশা (রাঃ) প্রাপ্তবয়স্ক ছিলেন না তার একটি স্পষ্ট প্রমাণ উপস্থাপন করুন? 

[৩য়-কন্ডিশন] শারীরিক ভাবে প্রস্তুত হওয়া

আয়েশা (রাঃ) নিজেই বলছিলেন আমার মা যখন সংসারে পাঠাতে চাচ্ছিলেন তখন আমার সাস্থ্য দূর্বল ছিলো তখন চিকিৎসা করিয়েছেন। আর আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তমরূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। [সুনানে ইবনে মাজাহ (হা/৩৩২৪), সুনান আবি দাউদ (হা/৩৯০৩]



সুতরাং সবদিক দিয়েই পারফেক্ট তো হয়েছেন সাথে দূর্বলতাও থেকে দৈহিক পরপুষ্টি নিয়েই সংসার করেতে গেছেন। 

[ সমলোচকদের জবাবঃ অনেক নাস্তিকরা এই অংশ নিয়ে অপপ্রচার করছে তা হলো শসা-খেজুর খেলে নাকি সহবাসের উপযুক্ত বলা হয়েছে। কত বড় মিথ্যাচার, আয়েশা (রাঃ) থেকে তো উপরেই প্রমাণ দেয়া হলো তার মাসিক সম্পণ্য হয়েছে এবং আয়েশা (রাঃ) নিজেই বলেছেন তিনি প্রাপ্তবয়স্ক mature এমন কি এটাও বলেছেন যে ৯ বছরে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সুতরাং এই শসা খেজুরের সাথে কখনোই আমরা বলি নি এটিই প্রমাণ। এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে আয়েশা (রাঃ) সাস্থ ও দৈহিক দূর্বলতা কাটানোর আগেও সংসারে যান নি। সেখানে সঙ্গমের উপযুক্ত না হয়ে যাওয়ার তো কথাই আসে না। আর এটা শসা খেজুর নয় বরং আয়েশার নিজের বক্তব্য, মাসিক নিজের উপযুক্ত সব কিছু থেকেই প্রমাণিত। সুতরাং কোন কিছুতে না পেরে শসা খেজুর নিয়ে মিথ্যা কাটসাট কথা বানিয়ে প্রচার আসলেই হাস্যকর। (আর শসা, খেজুর আসলেই দেহের জন্য উপকারী) ] - আমিনুর রশীদ

সব দিক দিয়ে যেখানে আয়েশা উপযুক্ত সেখানে শিশু শিশু বলা হলো বিনা মেঘে বজ্রপাতের মত! 

১২) আয়েশা (রাঃ) শারিরীক ভাবে উপযুক্ত ছিলেন না এমন একটি প্রমাণ পেশ করতে পারবেন? 

[৪র্থ- কন্ডিশন] আয়েশা (রাঃ) এর সম্মতি ছিলো

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা (রাঃ) এর কাছে এসে বলেছেন "হে আয়েশাহ, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করবো। তুমি তোমার পিতা-মাতার সাথে পরামর্শ না করে সে সম্পর্কে তাড়াহুড়া করে কিছু বলবে না। 
------- তখন আমি বললাম, এ সম্পর্কে আমার পিতা-মাতার সাথে আমি আর কী পরামর্শ করবো। আমি আল্লাহ ও তার রাসূলকেই গ্রহণ করলাম। [সুনানে ইবনে মাজাহ হা/২০৫৩, বুখারী হা/৪৭৮৬, ৫২৬২]


আয়েশা (রাঃ) নিজেই সম্মতি দিয়েছেন বিবাহের। আয়েশা (রাঃ) এর নিজের সম্মতির মাধ্যমেই বিবাহ সম্পন্ন হয়েছে। 

১৩) আয়েশা (রাঃ) এর সম্মতি ছিলো না বা জোর করে বিবাহ করানো হয়েছে এমন একটি প্রমাণ পেশ করুন! 

নাস্তিকদের মানদণ্ডে


স্বামী স্ত্রী সুখে থাকলে নৈতিক

"যদি কোন পুরুষ একাধিক নারীর সাথে বিবাহিত বা অবিবাহিত জীবন যাপন করতে চায়, তারা সবাই যদি তাতে সুখী হয়, তাতে কারো আপত্তি থাকা উচিত নয়; ----------- তাদের ওই জীবনযাপন অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করে না, সুখী করে তাদের; তাই তা অনৈতিক নয়। [ আমার অবিশ্বাস, ১৪২ পৃষ্ঠা- হুমায়ুন আজাদ ]


তাহলে কি বুঝলেন? স্বামী স্ত্রী সুখি থাকলে নৈতিক। তাহলে আয়েশা (রাঃ) কোন অভিযোগ করে নি। কোন ধরনের অভিযোগ করে নি। এটাও বলে নি ছোট বেলায় আমার বাবা আপনার সাথে বিবাহ দিয়েছেন আমার আপনাকে পছন্দ হয় নি। বরং উল্টো আয়েশা (রাঃ) নবীজীকে স্বামী হিসেবে পেয়ে গর্ব করতেন। 

১৪) আয়েশা (রাঃ) সুখী ছিল সাক্ষী দিচ্ছেন এই বিয়ে কেন নৈতিক নয়? নাস্তিকদের মতে যদি স্বামী স্ত্রী সুখি থাকলে নৈতিক তাহলে আয়েশা (রাঃ) সুখি থাকলেও কেন অনৈতিক হবে? 

ইমাম শাফেঈ (র.) ১৫০ হিজরী সাক্ষী




ইমাম শাফেঈ (র.) থেকে বর্ণিত

তিনি বলেছেন, আমি ইয়েমেনে নয় বছর বয়সী মেয়েদের দেখেছি যাদের অধিকাংশই ঋতুবতী হয়েছিল। [সিয়ারু আ'লামিন -নুবালা' ১০/৯, পৃষ্ঠা]

দেখেন তিনি অনেক মেয়েকে দেখেছেন নয় বছর বয়সে অধিকাংশ মেয়ে ঋতুবতী হয়েছে যা ঐতিহাসিক প্রমাণ। 




আব্বাদ ইবনে আব্বাদ আল-মুহলবি বলেছেন, 

একজন মহিলাকে দেখেছি যিনি ১৮ বছর বয়সে নানি হয়েছেন। তিনি তার নয় বছর বয়সে জন্মদান করেছেন (তার মেয়েকে) এবং তার মেয়ে তার সন্তানকে জন্ম দিয়েছে নয় বছর বয়সে। এভাবেই সেই মহিলা ১৮ বছরে নানি হয়ে গিয়েছেন। [ তাহক্বীক ফি হাদিদ আল-খলিফ ২/২৬৭-২৬৮ ]

১৪০০ বছর আগের প্রমাণ। 

১৫) ১৪০০ বছর আগের চাক্ষুষ স্বাক্ষী দেয়া হয়েছে। ১৪০০ বছর আগের একটি প্রমাণ উপস্থাপন করুন ৯ বছর বয়সে মাসিক হতো না। 

আজকের সময়ে বয়ঃসন্ধির বয়স


৮-১৩ বছরে মাসিক বয়স


ইন্ডিয়াতে বয়ঃসন্ধির বয়স ৮-৯


৭ বছরে শুরু হয়ঃ StudentHealth - হংকং- এর সরকারি সাইট



মাসিকের বয়স



১৬) ৭-৯ বছরের মেয়েদের মাসিক হয়না এমন দাবি করলে একটি প্রমাণ করুন। যে ৭-৯ বছরে মাসিক হয় না অসম্ভব!? 

আমরা কথা বলছি ১৪০০ বছর আগের মানুষদের নিয়ে। চলুন আমরা Age of consent History-1880 তে যাই। দেখে নেই Age বিয়ের বয়স কত ছিলো। 



১৪০০ বছর নয় বরং ১৪০ বছর আগে বিয়ের বয়স ছিলো ১০,১২,১৪ বছর বয়স। 

আমেরিকার ডেলোওয়্যার রাজ্যে ১৮৮০,Age of Consent ছিলো মাত্র ৭ বছর বয়স। ১৪০ বছর আগে। 






ইন্ডিয়াতে ১৮৬০-২০২৩ Age of Consent Laws



10 বছর বয়স মেয়েদের বিয়ের বয়স! 

এবার বলুন এই যতজন লিস্টে দেখানো হলো তারা সবাই কি ধর্ষক ছিলেন? তাদের সবাইকে ধর্ষক বলবেন? আমেরিকার মানুষ ভারতবর্ষের মানুষদের ধর্ষক বলবেন? 

১৭) আজকের দিনের আইন দিয়ে। পূর্বের সব দেশের মানুষকে ধর্ষক অভিযোগ করবেন? 

ভারতের ধর্মীয় ইতিহাস

প্রথমেই ক্ষমা চাচ্ছি, এটা হিন্দুধর্মের সমলোচনা করার জন্য নয় বরং ভারতের ইতিহাস কালচার দেখানোর জন্য। 

"তিনবার ঋতু দর্শন, হইয়া গেলে কন্যা আপনার উপর প্রভুত্বসম্পন্ন হয়।"

দেখা যাচ্ছে ঋতুস্রাব হলেই বিয়ের উপযুক্ত হয়ে যায়। 



ঋতুকালের পূর্বে কন্যাদান

"ঋতুকালের পূর্ব্বে যে ব্যাক্তি কন্যাদান না করে, সে পতিত হয়"


অর্থাৎ ঋতুকালের পূর্বে বিয়ে দিতে হবে। 

মহা-পুরুষদের ধর্ষক বলবেন? 

শ্রীকৃষ্ণ বিয়ে করেছে ৮ বছর বয়স্ক রুক্মিণীকে। [স্কন্দপুরাণ আবন্ত্যখণ্ড(৫) ; রেবাখণ্ড(৩):১৪২:৮-২]


১৮) আজকের আইন দিয়ে শ্রীকৃষ্ণ কে ধর্ষক বলবেন? 



শ্রীরাম বিয়ে করেন ৬ বছর বয়স্ক সীতাকে

"Rama married the six year old beautiful daughter of the king of mithila sita" [বাল্মীকি রামায়ন, অরণ্য খণ্ড, ৪৭/৩-১০]

১৯) শ্রীরামকে ধর্ষক বলবেন? 



শিব বিয়ে করেছে ৮ বছর বয়স পার্বতীকে। 

"was brought up in the place of Himacala when she was right years old" [শিবপুরাণ, রুদ্রসংহিত, পার্বতীখন্ড, ১১/১-২]

২০) আজকের আইন দিয়ে শিবকে কি ধর্ষক বলবেন? 




পদার্থবিজ্ঞানী উষ্ণ-বাটী ঘোষ

ভারতের গর্ব, পদার্থবিজ্ঞানী Scientist ১১ বছর বয়সের মেয়েকে বিবাহ করেছেন। 

ভারতের সংবিধান রচনাকারী 



Br, Amberdkar
Ramabai age 8 years তাকে আপনারা ধর্ষক বলবেন? বলে দেখেন। 

৩ বছরের রেণুকে বিয়ে করেন ১২ বছরের শেখ মুজিবুর রহমান 



"আমি যখন তাকে বিয়ে করেছি, রেণুর বয়স তখন বোধয় ৩ বছর হবে" [শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃ ৭, মূদ্রণ ২০১৫, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড]



শেখ হাসিনাও বলেছেন আমার মায়ের বয়স ৩ বছর ছিল। 

রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনীর বয়স ছিলো ১০ বছর। [চিঠিপত্র (প্রথম খণ্ড) - রবীন্দ্রনাথ ঠাকুর, ২১৯ পৃষ্ঠা]



২১) এদের আপনি ধর্ষক বলবেন? 

সর্বমোট ২১ টা প্রশ্ন আপনাদের বলা হলো। এরা যেহেতু কম বয়সের মেয়েকে বিবাহ করেছেন তাহলে এরাও কি ধর্ষক!? 

আজকের আলোকে কি তারাও ধর্ষক? কারণ আইন সবার জন্য সমান। নবী মুহাম্মদ (সাঃ) শিশু ধর্ষক (নাঊজুবিল্লাহ) বললে তারাও কি হবে শিশু ধর্ষক? 

সুতরাং বাচ্চা বাচ্চা বলবেন না। আয়েশা (রাঃ) mature ছিলো। সাবালিকা ছিলেন। মোট ২১ টা প্রশ্ন করা হলো এবং ৬৭ টা প্রমাণ পেশ করা হলো।

মার থেকে মাসির দরদ বেশি হলে তো হবে না। আবেগ দিয়ে নয়, তথ্য প্রমাণ দিয়ে চলুন। 

ব্রাদার রাহুলের লাইভ থেকে নেওয়া। 
লিখিত ভার্সন: Aminur Rashid

Post a Comment

2 Comments

  1. অসাধারণ হয়েছে।

    ReplyDelete
    Replies
    1. শুকরিয়া। last part: https://uncovertrue.blogspot.com/2023/09/blog-post_5.html

      Delete