মৌমাছি কি ফল থেকে আহার করে!?



🖋Author:- Aminur Rashid
💕 ধন্যবাদান্তে:- আরিফ আজাদ
____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুম,,, 
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। আজ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আগেও অনেক আলোচনা হয়েছে আবারো আলোচনা করছি বিস্তারিত ভাবে যেনো আপনাদের সংশয় নিরসন হয়। 
আল্লাহ বলেন,,,
 ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
💕অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার কর এবং তুমি তোমার রবের সহজ পথে চল। তার পেট থেকে এমন পানীয় বের হয়, যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে। [১]
.
.
এই আয়াত থেকে ইসলাম বিরোধীরা বলে যে মৌমাছি তো আর ফল থেকে মধু (রস) সংগ্রহ করে না। ফুল থেকে করে তাহলে এটা বৈজ্ঞানিক ভুল। 
.
আসুন দেখি আসলেই কি এটা অবৈজ্ঞানিক নাকি,,,
জবাব:- কুরআন এমন একটি গ্রন্থ যেটি হলো গবেষণার গ্রন্থ। [২] পবিত্র কুরআন একেক জায়গায় একদম গভীর থেকে গভীরের তথ্য বলে দেয় আবার গবেষণার জন্য ইঙ্গিত দেয়। যেমন সূরা তারিকের ৭ নং আয়াতে বলা মেরুদণ্ড ও দুই পায়ের মধ্যবর্তী স্থান। এখানে কিন্তু লজ্জাস্থান বললেই হতো কিন্তু কুরআন এমন একটি গ্রন্থ যা মানুষের একঘেয়ে থেকে সজীব দান করে। আর সূরা নাহলের ৬৯ নং আয়াত বলে দিয়েছে মৌমাছি নেকটার গ্রহণ করার একদম মূল স্থানটি। 
বলা হয়েছে ফল থেকে আহার করে। কিন্তু একজন মানুষ যে পড়ালেখাও জানে না সে মনে করবে ফুল থেকে যা আমরা নিজেরাই চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু উদ্ভিদবিদ্যা থেকে আমরা জানি যে ফুলের ভিতরের বীজ Ovari wall থেকে নেকটার গ্রহণ করে। আর এই বীজটাকেই কুরআনে ফল বলা হয়েছে। 
অনেকে এবার বলবেন বীজ কিভাবে ফল। আসলে বীজ কেই ফল বলা যায়। যেমন মা বাবসর বীজ এখানে এই বীজ দিয়ে কিন্তু সেই বীজকে বুঝানো হয় নি। এটাও ঠিক তদ্রূপ। আর সেই বীজ অক্সিন নামক হরমোন নিঃসরণ করে থাকে যার মাধ্যমে বীজটি ফলে পরিণত হয়। এককথায় এখানে ফল বলতে সেই ফুলের overi wall এর বীজ কেই বুঝানো হয়েছে। 
এবার আসুন এ ব্যাপারে তাফসীর কারকগণ কি বলে দেখে নেই,,,, 
◾ইবনে কাসীর
"মহান আল্লাহ মৌমাছিদেরকে হিদায়াত করেন যে, ওরা যেনো ফল, ফুল, এবং ঘাসপাতা হতে রস আহরণ করে" [৩]
◾আহসানুল বয়ান
"মৌমাছি প্রথমে পাহাড়ে, গাছে, মানুষের ঘরের উঁচু ছাদে এমনভাবে মৌচাক তৈরী করে যে, মাঝে কোথাও ফাঁক থাকে না। তারপর বাগান, জঙ্গল, পাহাড় ও উপত্যকায় (অনুরূপ ফুলে ভরা শস্যক্ষেতে) ঘুরে বেড়ায় এবং প্রত্যেক ফুল-ফলের মধু ও রস আহরণ করে পেটে জমা করে।" [৪]
তাফসীরে মাযহারী তে খুবি সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে যে কুল শব্দ দিয়ে প্রত্যেক বুঝানো হয় নি। 
◾তাফসীরে মাযহারী
"এখানে কুল (প্রত্যেক) শব্দটি সমষ্টিবাচক নয়। অর্থাৎ সকল বৃক্ষের সকল ফল ভক্ষণ করতে হবে এমন নয়। বরং ভক্ষণ করতে হবে ওই সকল ফল, যা চিত্তাকর্ষক, সহজলভ্য ও মধু তৈরির উপযোগী।" [৫]
▪ তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে (كُلِّ) শব্দ দিয়ে কি বুঝানো হয়েছে অর্থাৎ কিছু, নিদিষ্ট ইত্যাদি। আর Dictionary তাই বলে। [৬]
আর আমরা জানি মৌমাছি সহজলভ্য ফল থেকে রস গ্রহণ করে। [৭]
তার পরে বলা হয়েছে নানান রঙের পানীয় আর মধু লাল মাঝে মাঝে হালকা রঙের থাকে এবং আয়াতে বলা আর যা রোগ নিরাময় করে। মধু যে কত উপকার করে সেটা আর বলার প্রয়োজন নেই। 
তাহলে এই আয়াত কখনোই অবৈজ্ঞানিক নয় বরং একটি নিদর্শন।
▪ তার আগের আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন,,, 
وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
💕আপনার পালনকর্তা মৌমাছিদের আদেশ দিলেনঃ পর্বতগাহ্রে, বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরী কর, [৮]
◾এই আয়াতে মৌমাছিদের বলা হয়েছে আর এখানে ব্যাবহার হয়েছে আরবী (اتَّخِذِي) ইত্তাখিজি আর এই ইত্তাখিজি হচ্ছে স্ত্রীলিঙ্গ। আল্লাহ "ইত্তাখিজ" ব্যাবহার করেন নি কারণ তা পুংলিঙ্গ কিন্তু ব্যাবহার করা হয়েছে "ইত্তাখিজি" যা দিয়ে স্ত্রী মৌমাছিকে বুঝানো হয়। আর আজ আমাদের বিজ্ঞান বলছে মধু সংগ্রহ করে কর্মী মৌমাছি যারা সন্তান স্ত্রী মৌমাছি থেকে ভিন্ন তারা সন্তান জন্ম দেয়না কিন্তু তারাও স্ত্রী জাতীয়, পুরুষ মৌমাছি না।
সুবহানাল্লাহ,,,
কুরআন আমাদের এ বিষয়ে বলেছে আজ থেকে ১৪০০ বছর আগে। 
সবশেষে একটি আয়াত দিয়ে আলোচনা শেষ করব,,, 
وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ
💕আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। [৯]
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ নাহল, আয়াতঃ ৬৯
[২] সূরা কামার, ১৭/২২/৩২/৪০ এবং সূরা মুহম্মদ আয়াত ২৪
[৩] তাফসীর ইবনে কাসীর সূরা নাহল আয়াত ৬৯ পৃষ্ঠা:- ৪৯৪
[৪] তাফসীরে আহসানুল বয়ান সূরা নাহল আয়াত ৬৯ এর তাফসীর
[৫] তাফসীরে মাযহারী সূরা নাহল আয়াত ৬৯ পৃষ্ঠা:- ৫৪৫
[৬] উইকিসোর্স এবং লিসান আল আরব খন্ডঃ ০৭ পৃষ্ঠাঃ ৭১৮
[৭]
Do honey bees eat fruit?
The short answer is yes. Honey bees, especially in a nectar dearth, find ripe fruit very much to their liking. They have been known to feast on plums, peaches, grapes, apples, figs, and pears. 
"Do honey bees eat fruit? - Honey Bee Suite" https://www.honeybeesuite.com/do-honey-bees-eat-fruit/
. https://www.youtube.com/watch?v=_Ryx9TL3C4E
[৮] সূরাঃ নাহল, আয়াতঃ ৬৮
[৯] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ৯৯

Post a Comment

0 Comments