ইসলামের কি সংস্কার প্রয়োজন!? সতীদাহ প্রথা সংক্রান্ত!


🖋Author:- Muhammad Nasir
__________________________________________________________________________________

দাদার সাথে আলাপ (কাল্পনিক আলাপ হলেও Facebook কমেন্টে এমন বিতর্ক করার অভিজ্ঞতা হয়েছে)

—দাদা আপনার ধর্ম সেকেলে! ১৪০০ বছর আগের। ভাবা যায়? এতোদিন আগের জীবন আর এখনকার জীবন যাপন একরকম হতে পারে?

—না দাদা একরকম না। কিন্তু মুসলিম হিসেবে চলতে আমাদের তো সমস্যা হচ্ছে না।

—কি বলন দাদা! আপনি না পারবেন খেলাধুলা করতে, না পারবেন নাচতে, না পারবেন আধুনিক যুগের মতো গাইতে। হইলো কিছু?

—এগুলো কোন কাজে আসে? এতো বিনোদন করেও দিন শেষে আপনাদের ভাগে আত্মহত্যার সংখ্যা বেশি। লাভ হইলো কি?

—ব্যাপারটি হইলো দাদা তবুও সংস্কার করা প্রয়োজন। 

—সংস্কারটা করবে কে দাদা? মানুষ?

—তা নয় তো কি? 

—সংস্কার কখন করে জানেন? যখন প্রচলিত বিধান মানুষের ক্ষতি করে বা কুসংস্কার হিসেবে বিবেচিত হয়। 

—জ্বী দাদা।

—কিন্তু বিধান তো স্রষ্টা দিবেন। স্রষ্টা কি কুসংস্কারের মতো কোন বিধান দিতে পারেন?

—না দাদা।

—কিন্তু আপনারা সংস্কার করেছেন। সতীদাহ প্রথা আপনারাই চালু করেছেন আবার আপনারাই সংস্কার করেছেন। মানুষ সংস্কার করে নিলে স্রষ্টার প্রয়োজন আছে কি?

—দাদা ভুল জানেন আপনি? সতীদাহ প্রথা মুসলিমরা এসে আমাদের ধর্মে ঢুকিয়ে দিয়েছে।

—জ্বী দাদা, কেউ কেউ এমন দাবি করে। কিন্তু আপনি ভাবুন তো দাদা আজ যদি আপনাদের মাঝে নামাজ পড়া ঢুকিয়ে দিতে চাই। মেনে নিবেন? মানবেন না। তাহলে সতীদাহ প্রথা মুসলিমরা ঢুকিয়ে দেবে এতো সহজ? এছাড়া যুদ্ধে শত্রুকেও আগুনে পোড়াতে নিষেধ আছে হাদিসে। এটা তো সাধারণ জ্ঞানের কথা বললাম। এবার বলুন তো মুসলিমরা কত শতাব্দীতে ভারতবর্ষে ইসলাম প্রচারে আসে?

—সাতশো শতাব্দিতে।

—কিন্তু সতীদাহ প্রথা ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের চেয়ে ৩০০-৪০০ বছর আগে থেকে চালু হয়েছিলো। তারও প্রায় এক হাজার বছর পর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও পরের শতাব্দিতে ইসলাম ভারতবর্ষে আসে।

দাদাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। এবার আরেকটু চিন্তায় ফেলে দেয়া যাক।

—দাদা আপনারা যেমন সংস্কারের নামে নিজেরা ইচ্ছামত পরিবর্তন করেন এভাবেই আল্লাহর বিধান থেকে থেকে ধীরে ধীরে মানুষ সরে গেছে। ইসলাম ১৪০০ বছর আগে নয় মানুষ সৃষ্টির শুরুতেই ছিলো। অনেক সময় নিজেদের ধর্মকে পুরোনো ধর্ম দাবি করেন আবার ইসলামকে সেকেলে বলেন! ব্যাপারটি কি দ্বিচারিতা নয়, দাদা?

শেষ কথা— দাদা সতীদাহ প্রথা যখন চালু হয় মানে যখন ৪০০ খ্রীস্টপূর্বতে ছিলো না তখন এই প্রথা চালু করার কোন যুক্তি ছিলো কি? মানে এখন এটা কুসংস্কার ধরে সংস্কার করা হয়েছে। কিন্তু তখন তো ওটা সংস্কার করা হয়েছিলো। ইসলাম তো প্রয়োজন বোঝে না ধরে নিলাম কিন্তু সতীদাহ কোন প্রয়োজনে বা মানুষের কোন উপকারে চালু হয়েছিলো বলতে পারেন?

—আমি বরং পুরুত (পুরোহিত) মশাইয়ের থেকে জেনে আপনাকে জানাবো। 

—জ্বী দাদা

Post a Comment

0 Comments