যম যমীর স্বরূপ উন্মোচন!



🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

ভূমিকা

আর্টিকেলের টাইটেল দেখেই অনেকে বলতে পারেন আমার কি সমস্যা!? কেনো আমি অপপ্রচার করছি? কেনো তাদের মত নিয়ে কথা বলছি! 

এসব আলোচনা করার একটাই কারণ প্রথমতঃ হলো সত্য জানানো। যেটা আমাদের কর্তব্য। নিশ্চয়ই তা শালীনতা ভাবেই। 

আর দ্বিতীয়টি হলো বিদ্বেষীদের জবাব। মানে যারা ইসলাম বিদ্বেষী তাদের অভিযোগের জবাবের সাথে পাল্টা প্রশ্নবিদ্ধ যাকে বলে। 

সে যাইহোক, এবার মূলকথায় আসি। পৃথিবীতে যত ইসলাম বিদ্বেষী নাস্তিক-অমুসলিম থাকুকনা কেনো কেউ কখনো নবী-রাসুল থেকে বা কুরআন-হাদিস থেকে যে ধর্ষণ! ব্যাভিচার! পারিবারিক ব্যাভিচার! (মা-ছেলে-ভাই-বোন-মেয়ে) ইত্যাদি। কখনোই পারবে না। এমন কি নবীর জীবনী থেকেও। 

অন্যদিকে অন্যান্য যেসব ধর্মগ্রন্থ রয়েছে সেগুলির অবস্থা দেখুন,,, 


তারপরেও হিন্দুদের অনেকেই অপপ্রচার করে। শুধু তাই নয়! তাদের ধর্মীয় গ্রন্থ বেদে যে ভাই বোনের অজাচারের বর্ণনা রয়েছে তাও অপপ্রচার করে অস্বীকার করে! 

সেই অপপ্রচারেরই খন্ডন করব এই লেখাতে ঋগ্বেদে যম যমীর বর্ণনা সম্পর্কে! 

যম যমী সম্পর্কে বেদ কি বলে!? 

ঋগ্বেদে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে,,, 

7) I, the night, feel stricken with desire to sharelife with you, Yama, in one house and one bed and wishI should surrender my body as a wife does to the husbandso that we may carry on the business of life like the two wheels of a chariot. [1] 

◾যমী যখন যমের সাথে দৈহিক মিলন করতে চাইলো তখন যমী বলল,,,  

11) Yami: What? then have you become as a brotherto me? And I, deprived of love and care, become a sister, bereft, going away elsewhere in search of another?Lovelorn, I am babbling so much, pray join me, body with body. (Are you just a complementary support and I just a complementary way farer, nothing more?) [2]

◾যম তার সাথে দৈহিক মিলন করতে অস্বীকার করল।  

12) Yama: No, I would never touch your body withmy body. The wise say that to go and meet a sister like that is a sin, to meet a corresponding way farer in orbitis a violation of the law of nature. O dear and fortunate one, go, be happy with another other than me and makeit possible if you can. Your brother way farer does not love this proposal, no he cannot. [3]

◾অস্বীকার করার কারণে যমী তাকে খারাপ বলল এবং বলল একদিন তো অন্যের সাথে ঠিকই মিলন হবে। (নাঊজুবিল্লাহ)  

13) Yami: Sorry Yama, O day, it is a pity I did notknow your mind and heart this way of nature. May besome one other than me too may join you like a girdleround your waist and embrace you like a creeperclinging by a tree. [4] [Tulsi Ram] 

◾এমন একটি সময় আসবে যখন ভাই বোনের অজাচার চালু হবে।

10) Sure there will come succeeding times when brothers and sisters will do acts unmeet for kinsfolk. [5]

[ এখানে Griffith এবং Tulsi ram এর অনুবাদ দেওয়া হয়েছে। যারা যাচাই করতে চান তারা ক্লিক করুন। ]

যম যমী সম্পর্কে মিথ্যার অবসান!

অনেক হিন্দু দাদা দিদিরা যারা ধর্ম সম্পর্কে অজ্ঞ তবে ইসলাম বিদ্বেষী করতে মাস্টার। যাগ-গে, এদের সেই মিথ্যার অবসান করা যাক। তাদের এক শ্রেণী যম যমীর এই অজাচার কে বা বেদের এই কালো অধ্যায়কে অস্বীকার করতে চায়। তারা দাবী করে যম যমী নাকি রাত দিন!!! 

কিন্তু তাদের দাবী মেনে নিলে বেদের ভার্সগুলি কখনোই মিলবে না। 

তো, যারা যম যমী কে ভাই বোন থেকে বাদ দিয়ে রাত দিন বা যে কোন কিছু দিতে চায় তারা সত্য ঢাকতে চায়। এবং তাদের দাবী মানলেও বেদের বাক্যগুলি মিলবে না। যারা এই দাবী করে থাকেন তাদের কাছে আমার প্রশ্ন,,,, 

১) রাত আবার দিনের সাথে এক ঘরে এক বিছানায় স্বামী স্ত্রীর মতন!??? খুবি অযৌক্তিক! 

২) রাত আর দিনের শরীর বা body কিভাবে আছে!? কখনোই কি হবে? না কখনোই না বরং মানুষের body আছে রাত দিনের নয়! 

৩) রাত দিন কি নিজেদের মধ্যে কথোপকথন করতে পারে!? 

৪) রাত দিনকে কিভাবে বলে একে অপরের শরীর স্পর্শ করা যাবে না!? রাত দিনের আবার শরীর আছে!? না কখনোই না। বরং পৃথিবীর আহ্নিক গতির কারণে রাত দিন হয়। তাহলে কি বলব ঈশ্বর রাত দিন সম্পর্কে অজ্ঞ ছিলেন!? 

সুতরাং কখনোই দাবী করা যাবেনা যম যমী হলো রাত দিন। বা অন্য কিছু মানুষ ব্যতীত। কেউ যদি বলে যম যমী ভাই বোন নয় তাহলে কেনো তারা নিজেকে ভাই বোন বলল!? 

জ্বালিয়াতীর অবসান

আজকাল এক শ্রেণীর হিন্দু রয়েছেন বিশেষকরে বাংলাদেশি কিছু ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী। তারা হরফ প্রকাশনীর বেদ মানতে চায় না। এটা খুবি হাস্যকর। অনুবাদক তো হিন্দু কিন্তু প্রকাশক মুসলিম বলে "বেদ" নাকি ভুল ভাবে অনুবাদ করেছে। এটা শুনলে মনে হয় এদের মতন অজ্ঞ আর নেই। প্রকাশনী আর অনুবাদক সম্পর্কে যাদের ধারণা নেই তাদের এই অবস্থাই হবে। 

গিরিশচন্দ্রকে বলা হয় কুরআনকে সর্বপ্রথম বাংলা অনুবাদকারী। আসলে তা ভুল বরং গিরিশচন্দ্র শুধু প্রকাশ করেছে অর্থাৎ প্রকাশনী ছিলেন আরকি। এ কারণে কি আমরা সেই কুরআন বাদ দিয়েছি!?? 

উত্তর হচ্ছে না! আসলে মিথ্যাবাদীদের অজুহাতের শেষ নেই বললেই চলে। 

যাইহোক, বিখ্যাত অনুবাদক রামেশ চন্দ্র দত্তের [ মুসলিম প্রকাশনীও নয় অনুবাদকও নয় ]
বেদে কি বলা হয়েছে দেখা যাক,,, 

৭) [ যমীর উক্তি ] তুমি যম, আমি যমী, তুমি আমার প্রতি অভিলাষযুক্ত হও, এসো এক স্থানে উভয়ে শয়ন করি। পত্নী যেমন পতির নিকট, তদ্রূপ আমি তোমার নিকট নিজ দেহ সমপর্ণ করিয়া দেই। রথ ধারণকারী চক্রদ্বয়ের ন্যায় এসো, আমরা এক কাজে প্রবৃত্ত হই। 
[ রামেশ চন্দ্র দত্ত - ঋগ্বেদ ১০/১০/৭ ]

এবার সকলেই বলুন রাত দিন কখনো হবে? কখনোই নয়। মানুষ বা দেবদেবী যে কোন একটা হবে। রাত দিন কখনোই নয়। রাত দিনের মতন আরো যতো কিছুই বলা হোক না কেনো বেদের মন্ত্র মিলবে না তাই। অপপ্রচার করা একদম অজ্ঞতা। 

সহবাসের কথাও বলা হয়েছে প্রথম মন্ত্রে। [6]

তারপরেও কি অস্বীকার করবেন!? 

ফলাফল

আসুন সংক্ষিপ্ত ভাবে দেখা যাক ঋগ্বেদের ১০ম মন্ডলের ১০ম সুক্তের সকল মন্ত্র,,, 

১) যমী:- সহবাসের আহ্বান এবং সন্তান জন্মানোর কথা! 

২) যম:- প্রত্যাখান করা হলো। 

৩) যমী:- সহবাসের ইচ্ছা পোষণ করার অনুরোধ। 

৪) যম:- আবারো প্রত্যাখ্যান করা। 

৫) যমী:- দেবতা আমাদের গর্ভের ভিতরেই স্বামীস্ত্রীর করিয়াছেন। 

৬) যম:- প্রত্যাখান। 

৭) যমী:- স্বামী স্ত্রীর মতন দেহ সমপর্ণ করো। 

এভাবে অনেক কথার পর একদম নিকৃষ্ট কথা দেখুন ১০ নং মন্ত্রে,,, 

১০) ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন ভ্রাতা ভগ্নির সহিত সহবাস করিবে। 

সকল পাঠকদের অনুরোধ করব ঋগ্বেদের ১০ মন্ডলের ১০ নং সুক্ত পুরোটা পড়ার জন্য।

যম যমীর অর্থ কি!? 

যম যমী শব্দের অর্থ অনেকে রাত দিন বলেছেন। আর এটাকেই কিছু অপপ্রচারকারী হিন্দুরা আক্ষরিক ভাবেই দিন রাত বলছে। 

আসলে যম শব্দ আর যমী শব্দের অর্থ দিন রাত বলা হয়। [7]

কিন্ত যম যমী জীব। তাদের নামের অর্থ রাত দিন। কিন্তু তারা রাত দিন নয়। নামের অর্থ রাত দিন মানে এই নয় যে তারাও রাত দিন যা উপরেই প্রমাণিত হয়েছে। যেমন অনেক মানুষের নাম আকাশ। এর মানে এই নয় যে সে আকাশ। 

উপসংহার

সকলেই বুঝতে পেরেছেন আশা করি। সুতরাং যম যমী দেবদেবী হোক বা মানুষ। সেটা খারাপই হবে। কিন্তু হিন্দুরা অপপ্রচার করে সেটাকে বাতিল করছে। যাইহোক আমার তখনই দুঃখ লাগে তারাই আবার নবীদের নিয়ে কুৎসিত মন্তব্য করে। যেখানে কিনা নবীদের জীবনী থেকে ভাই বোনের অজাচারের ঘটনা নেই। যম-যমী যদি দেবতা হয়ে থাকেন তাহলে দেখুন কি অবস্থা। আবার আকাঙ্ক্ষা করছে এমন যুগ আসবে যখন এমনই সহবাস শুরু হবে। সুতরাং এসব নাকচ করা পুরপুরি মিথ্যাচার। ধন্যবাদ

সূত্রঃ
[1] Rigveda 10/10/7
[2] Rigveda 10/10/11
[3] Rigveda 10/10/12
[4] Rigveda 10/10/13
[5] Rigveda 10/10/10
[6] রামেশচন্দ্র দত্ত, ঋগ্বেদের ১০/১০/১ 

[ বাংলা অনুবাদ রমেশচন্দ্র দত্তের এবং ইংরেজি Griffith এবং Tulsi ram ]

Post a Comment

0 Comments