বেদে সপ্তগ্রহ!


Author:- Aminur Rashid
================================
.
আজকের বিজ্ঞান বলে সূর্যের চার দিকে ঘোরে ৮ টি গ্রহ তাদের নাম : বুধ,শুক্র,পৃথিবী,মঙ্গল বৃহস্পতি,শনি, ইউরেনাস এবং নেপচুন।
.
কিন্তু বেদ বলে ৭টি কারণ সেই সময়ের জ্ঞান অনুযায়ী যা বলা যায় আরকি সুস্পষ্ট বলা আছে সাতটি গ্রহের কথা আসুন দেখে নেই,,,,,
.
বেদ বলে,,,
আনডবান দাধার পৃথিবীমুত দ্যামনডবান দাধারোর্বন্তরিক্ষম।আনডবান দাধার প্রদিশঃ ষড়ুর্বীরনডবান বিশ্বাং ভুবনমাবিবেশ।।
অর্থ: সূর্য এই‌ পৃথিবীকে ধারন করিয়াছে,‌এইরূপ দুল্যোক ও বিস্তির্ণ অন্তরিক্ষকে,‌দিক সমূহ ও অন্যান্য ছয় গ্রহকেও সূর্য ধারণ করিয়াছে। ( অথর্ববেদ ৪/১১/১ )

যেখানে আজকের বিজ্ঞান বলছে গ্রহ সাত নয় আটটি। এই সংখ্যা আরো বাঁড়তেও পারে যদি বিজ্ঞানীরা পান।
.
সাত গ্রহ নিয়ে ২ জনের রেফারেন্স দিলাম,,,
.
১) স্বামী আরুণানন্দ




২) দীনবন্ধু বেদশাস্ত্রী


.
দীনবন্ধু বেদশাস্ত্রী হলেন একজন আর্য।তারা বলেই দিয়েছে গ্রহ সাতটা যা স্পষ্ট বেদে।
.
এর জন্যই কুরআন কয়টি গ্রহ তা না বলে শুধু বলেছে,,,

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَতিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।(সূরাঃ আম্বিয়া, আয়াতঃ ৩৩)

Post a Comment

0 Comments