ইসলামে পৌল — শেষ পর্ব


🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

আসসালামু আলাইকুম,,
ইসলামে পৌল নিয়ে আমার ২ টি লেখা আছে। যেসকল খ্রিষ্টানরা পৌলকে নিয়ে অপ্রপচার করে তাদের নং লেখা পড়া অবশ্য পাঠ্য।

আজ একটু ভিন্নধর্মী আলোচনা করব। যারা মনে করে পৌল ইসলামের নবী ১০০% এবং সেই পৌল বাইবেলের পৌলই তাদের জন্য আজ Gift রয়েছে।

Gift দেওয়ার আগে কিছু খুচরা কথা বলে নেই...

🖇 খ্রিষ্টানদের দাবী হলো যদি পৌল বলে কেউ নাই থাকতো তাহলে কাসাসুল আম্বিয়া আর সূরা ইয়াসিনের আয়াতের তাফসীরে ইবনে কাসীর কেনো বললেন?

আসলে খ্রিষ্টানরা ইবনে কাসীর সম্পর্কে নূন্যতম জানে না তাই এই কথা বলেছে। ইবনে কাসীর ইস্রায়েল বর্ণনা করে থাকেন। যেসব মানুষ কুরআন হাদিস জানে ভালো তাদের জন্য ইবনে কাসীর বেস্ট আর যারা জানে না তারা মাযহারী-আহসানুল বয়ান পড়লেই ভালো।

যে ব্যক্তি জানে না ইবনে কাসীর ইস্রায়েল বর্ণনা করে থাকেন তার জীবনের চার আনাও বৃথা।

ইস্রায়েল বর্ণনা কি?

নিচের ফটোটির দিকে লক্ষ্য করুন। এটি হচ্ছে তাফসীর ইবনে কাসীর প্রথম খন্ড থেকে নেওয়া।

উপরে ৩ টি ভাগ দেওয়া হয়েছে। ইস্রায়েল বর্ণনা সম্পর্কে যথা,,,

১) যদি কুরআন ও সহীহ হাদীসের সাথে মিলে যায় তাহলে ইস্রায়েল বর্ণনা থাকলেও তা মানতে মতবিরোধ নেই।

২) যদি কুরআন হাদিসের উল্টো হয় অর্থাৎ কুরআন হাদিস বিরোধী হয়। যা কুরআন হাদিসে নেই সেইসব ইস্রায়েল বর্ণনা অসত্য।

৩) যদি কুরআন হাদিসে সেইসব বিষয়ে বলা না থাকে তাহলে সেই বর্ণনা না জানায় কোন লাভ বা ক্ষতি নেই ইহকাল বা পরকালে।

▫ আশা করি সংক্ষিপ্ত ভাবে আমি বুঝাতে পেরেছি। তো এই হলো ইস্রায়েল-ইস্রাঈলী বর্ণনার ভাগ। এবার আসুন একটা উদাহরণ দেই বা নমুনা দেখাই।

ইস্রায়েল বর্ণনার নমুনা!

তাফসীর কারক গণ সৃষ্টিতত্ত্ব সম্পর্কে একটি ভুল তথ্য দিয়ে থাকেন সেটা হলো পৃথিবী হচ্ছে মাছের উপর। কিন্তু কুরআন এর সরাসরি বিপক্ষে আল্লাহ বলেছেন,,,

وَ ہُوَ الَّذِیۡ خَلَقَ الَّیۡلَ وَ النَّہَارَ وَ الشَّمۡسَ وَ الۡقَمَرَ ؕ کُلٌّ فِیۡ  فَلَکٍ یَّسۡبَحُوۡنَ ﴿۳۳﴾
(আল্লাহই) সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ; প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।
And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating.

[ Quran 21:33 ]

তো সুস্পষ্ট ভাবে বুঝা গেলো যে সব কিছু নিজ কক্ষপথে বিচরণ করে। মাছের উপরে নয়। আর এটাও একটা ইস্রায়েল বর্ণনা।
নিচের ফটোতে দেখুন ইবনে কাসীর নিজেই বলেছেন বিষয়টি দূর্বল ও ইস্রায়েল বর্ণনা।



আশা করি একটি নমুনা পেয়েছেন। এমন অনেক ইস্রায়েল বর্ণনা আছে জ্ঞানীরা তার পার্থক্য করতে পারে। কারণ ইস্রায়েল বর্ণনা, জাল হাদিস, যঈফ হাদিস থাকে কারণ তা আমাদের শিক্ষা দেয়। কিন্তু আমরা সেসব মানি না।

পৌল বিষয়ে!

পৌল বিষয়ে যদি বলি কুরআনের একটা আয়াতেও পৌলের কথা বলা হয় নি। তাফসীরে ইবনে কাসীরে বলা হয়েছে সেটা অন্য কথা কিন্তু কুরআন বলা হয় নি। এবং হাদিসেও তার কোন অস্তিত্ব নেই।

সূরা ইয়াসিনের ১৪ নং আয়াতে যে নাম গুলি বলা হয়েছে তা কোন সহীহ সনদে নেই। সেটা আহসানুল বয়ান প্রমাণ করেছেন। এ বিষয়ে পূর্বের লেখা পড়া যেতে পারে।

কিন্তু, কুরআনের আয়াতে বলা হয় নি হাদিসেও না। তিনজন নবীর নাম উল্লেখ করা নাই। যা বলা হয় তার সহীহ সনদ নেই। তাহলে আমি বুঝি না তার পরেও কেনো যে খ্রিষ্টানরা মিথ্যাচার করে।

Gift এর পালা!

উপরে আমি বলে ছিলাম একটি উপহার আছে খ্রিষ্টানদের জন্য আর সেই উপহার কি তা এখন পরিস্কার হবে।

বাইবেলের পৌল কে?

পৌল যার আরেক নাম বা আসল নাম হলো শৌল। পৌল ছিলেন একজন ইহুদি।

3:5 জন্মের পর যখন আমার বয়স আট দিন তখন আমার সুন্নত হয়েছে; আমি ইস্রায়েলীয়, বিন্যামীন গোষ্ঠীর লোক৷ আমি একজন ইব্রীয়, আমার বাবা-মা ইব্রীয়৷ মোশির বিধি-ব্যবস্থা পালনে গোঁড়া হওয়ায় আমি ফরীশী হয়েছিলাম৷

3:5 Circumcised the eighth day, of the stock of Israel, of the tribe of Benjamin, an Hebrew of the Hebrews; as touching the law, a Pharisee;

[ ফিলিপ্পীয় (Philippians) 3 ]

অহ, আগে বলে রাখা উচিত Philippians, Romans,1 Corinthians,2 Corinthians,1 Thessalonians,Philemon ইত্যাদি পৌলের রচনা। উপরের রেফারেন্সটা তার রচনা গ্রন্থ থেকেই দেওয়া হয়েছে।

📜 পৌল একজন ইহুদি তা প্রমাণ হলো।

এবার আসুন দেখি কাসাসুল আম্বিয়াতে কি বলা হয়েছে,,,

"দামিশকে এক ব্যাক্তি ঈসা (আ:) এর উপর ঈমান আনেন, তার নাম যায়ন। তবে তিনি পোল নামক জনৈক ইহুদীর ভয়ে দামিশকের পূর্ব গেটে গীর্জার নিকটে একটি গুহায় আত্মগোপন করে থাকেন।"
[ কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ৭৮৯ ]

তার পরে বলা হয়েছে,,,

"পোল আন্তরিক ভাবে ঈসা মসীহ এর উপর ঈমান এনেছেন, তিনি তাকে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে বিশ্বাস করতো।"
[ কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ৭৯০ ]
.
🖇 দেখুন পোল ইহুদি ছিলো পরে ঈসার উপর ইমান আনলো এবং ঈসাকে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে মানলো।

যে আল্লাহ আর রাসুলকে মানে সেই তো মুসলিম। পোল কিন্তু ঈসাকে ঈশ্বর বলে নি বরং আল্লাহর বান্দা বলেছেন।

এখন Gift হলো এইটাই,,,

"খ্রিষ্টানরা শুনুন আপনাকেই বলছি। আপনাদের বাইবেলের ১১টি পুস্তক এর লেখক হলো পৌল। বাইবেলে আছে পৌলের বানী। ইবনে কাসীরের কথা যদি আপনারা মেনেই নেন বা আমি মেনেই নেই যে ইবনে কাসীরের পোল আর বাইবেলের পোল এক তর্কের খাতিরে তাহলে সমস্যা আছে সেটা হলো বাবাইবেলের একজন রচয়িতা যদি ঈসা (আঃ) কে আল্লাহর নবী মানে বান্দা মানে এবং ইসলামের দাওয়াত দেয়। তাহলে খ্রিষ্টানদের বলব মুসলিম হয়ে যেতে পৌলের মতন।
যদি না হোন তাহলে কোন ভাবেই আপনি পৌলের অনুসারী থাকবেন না"

📚 আশা করা যায় আর কোন খ্রিষ্টান ইস্রায়েল বর্ণনা নিয়ে লাফালাফি করবে না। যার কোন সহীহ সনদ নেই। ধন্যবাদ..........

Post a Comment

0 Comments