পূনর্জন্ম এর সত্যতা - ব্যবচ্ছেদ


পূনর্জন্ম এর সত্যতা - ব্যবচ্ছেদ
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুম,,,
সকল প্রশংসা আল্লাহর। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মধ্যে একটি ভ্রান্ত বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে """পূনর্জন্ম""" কিন্তু দুঃখের ব্যাপার হলো ধর্মের অনুসারীরা সেই বিষয়টি লুকিয়ে রাখে গোপন করে এবং সেটাকে মিথ্যাচার করে সত্য প্রমাণ করার চেষ্টা করে। অনেক হিন্দু ইসলামকে নিয়ে প্রশ্ন করে যে ইসলামে পূনর্জন্ম নেই কিন্তু অনেক লেখক তাদের গল্প কবিতায় পূমর্জন্মের কথা বলে থাকে। আসলে কোন কবিতা সেটা প্রমাণ করে না। কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই এই বিষয়ে কিন্তু তার পরেও তারা মিথ্যাচার করতেই থাকে।
.
আমি তূলনামূলক ধর্মতত্ত্বের উপর একজন ছাত্র বিশেষ করে প্রধান চার ধর্মের উপর। তো আজ আমরা দেখবো পূনর্জন্ম কতটা আজগুবি এবং ভুল।
.
◾হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে পূনর্জন্মের ধারণা পাওয়া যায়।
বেদে বলা হয়েছে,,,
.
📎"পরমাত্মা এই জগত বারবার রচনা করেন" [১]
.
📎"প্রকৃতির নিয়মে এই জগত পুণঃ পুণঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়।" [২]
.
📎 "মানুষ যেমন পুরান কাপড় ছেড়ে নতুন কাপড় পড়ে তেমনিভাবে মানবাত্মা একটা শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে।" [৩]
.
📎 "ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত কিট পতঙ্গের পুনর্জন্ম হয়।" [৪]
.
◾কিন্তু যারা পরমাত্মাকে লাভ করে তার পূনর্জন্ম হয় না,,,
.
📎 "যারা পরমাত্মাকে লাভ করতে পারে তাদের পুনর্জন্ম হয় না।" [৫]
.
.
◾অর্থাৎ,, পাপীদের পূনর্জন্ম হয়।
.
কিন্তু যারা পাপী তারা কোন রূপে জন্ম নিবে সেটা নিয়ে বিস্তারিত বলেছে মনুস্মৃতি।
আসুন দেখি,,,
.
📎"যে যে পাপকর্ম দ্বারা ইহলোকে যে যে যোনি প্রাপ্ত হয়, সে সকল তোমাদিগকে বলিতেছি, শ্রবণ করো" [৬]
.
📎"যে ব্রহ্মণ হত্যা করে সে পরে জন্মে 'কুকুর, শূকর,গো,গর্দভ,উষ্ট্র,অজ, পক্ষী' হয়ে জন্ম নিবে।" [৭]
.
◾ তারা মনে যে গরুকে হিন্দুরা মা মনে করে সে আগে ব্রহ্মণ হত্যা করেছিলো। হত্যাকারীকে মা বলে মানে আবার তার মূত্র সেবন করে। কারণ সেটাও তাদের শাস্ত্র শিক্ষা। হত্যাকারীর মূত্র সেবন করে। [৮]
.
📎"যে ধান চুরি করে সে ইঁদুর হয়ে জন্ম নিবে।" [৯]
.
📎"মাংস চুরি করলে পাখি, তেল চুরি করলে হবে তেলাপোকা, লবণ চুরি করলে কীট হয়" [১০]
.
.
◾প্রিয় পাঠক,, আমি বুঝতে পারছি এতক্ষণে আপনাদের হাল কি হয়েছে। হয়তো হেসে অজ্ঞান হয়ে গেছেন। তাই আর দিচ্ছি না মনুস্মৃতিতে বিস্তারিত এ ব্যাপারে পাবেন আরো অনেক অনেক কথা যা বললে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। মনুস্মৃতির ১২ নং অধ্যায় এর ৫৪ নং শ্লোক থেকে পড়তে থাকুন।
.
.
◾এবার আসুন দেখি বৌদ্ধ ধর্মে এ বিষয়ে কিছু কথা,,,
.
একটি লোক পরকীয়া করতো। তার পরের জন্মে সে বানর হয়ে জন্মগ্রহণ করেছে,,,
.
"৪৩৭. আমি এরককচ্ছ নগরে প্রভূত ধনশালী সুবর্ণকার ছিলাম; যৌবনমদে মত্ত হইয়া আমি পরস্ত্রীতে রত হইতাম।
৪৩৮. মরণান্তে বহুকাল নিরয়ে দগ্ধ হইয়াছিলাম। সেখানে কর্মক্ষয় করিয়া বানরীর গর্ভে জন্মলাভ করিয়াছিলাম।
৪৩৯. জন্মের সপ্ত দিবসের মধ্যে বানরযূথপতি আমার মুষ্কচ্ছেদ করিল। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪০. মরণান্তে সিন্ধুর অরণ্যে একচক্ষুবিশিষ্ট ও খঞ্জ ছাগীর গর্ভে জন্ম লাভ করিলাম।
৪৪১. মুষ্কচ্ছিন্ন ও কৃমি দষ্ট হইয়া দ্বাদশ বর্ষ তীব্র যন্ত্রণা ভোগ করিলাম; ওই সময় বালক-বালিকাগণকে পৃষ্ঠে বহন করা আমার দৈনিক কর্ম ছিল। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪২. মরণান্তে এক গো-ব্যবসায়ীর গাভীর গর্ভে লাক্ষা-রক্তবর্ণ বৎসরূপে জন্ম লাভ করিলাম। দ্বাদশ মাসে মুষ্কচ্ছিন্ন হইলাম।
৪৪৩. লাঙ্গল ও শকট বহনে নিযুক্ত হইয়া অন্ধ ও অকর্মণ্য হইলাম। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪৪. মরণান্তে গৃহহীনা ক্রীতদাসীর গর্ভে জন্মগ্রহণ করিলাম। আমি স্ত্রীও হইলাম না, পুরুষও হইলাম না। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪৫. ত্রিংশতি বৎসর বয়সে আমার মৃত্যু হইল। মৃত্যুর পর অতিশয় দরিদ্র বহু ঋণভারগ্রস্ত এক শকট চালকের কন্যারূপে জন্মগ্রহণ করিলাম।" [১১]
.
.
.
◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾
.
এবার আমি হিন্দু-বৌদ্ধদের কিছু প্রশ্ন করব,,
.
"দিন দিন অপরাধ বাড়ছে না কমছে!?
উত্তর হলো বাড়ছে। দিন দিন জনসংখ্যা বাড়ছে না কমছে? উত্তর হলো বাড়ছে।"
.
.
👁‍🗨 সুতরাং, হিন্দু ও বৌদ্ধ ধর্ম ভুল এবং পূণর্জন্ম এটি ভুল মতবাদ।
.
فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ
💕 অতএব তাদের জন্যে আফসোস! যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ, তাদের উপার্জনের জন্যে। [১২]
.
.
তথ্যসূত্রঃ
[১] যজুর্বেদ ৩১/৪
[২] গীতা ৯/১০
[৩] গীতা ২/২২
[৪] গীতা ৮/১৬
[৫] গীতা ৮/১৫
[৬] মনুস্মৃতি ১২:৫৪
[৭] মনুস্মৃতি ১২:৫৫
[৮] মনুস্মৃতি ১১:২১৩/মানুষের মূত্র ১১:১৫১
[৯] মনুস্মৃতি ১২:৬২
[১০] মনুস্মৃতি ১২:৬৩
[১১] ত্রিপিটক/- সূত্রপিটক/খুদ্দকনিকায়/থেরীগাথা/১৫. চত্বারিংশ নিপাত/১. ইসিদাসী থেরী/ ৪৩৮-৪৪৫
[১২] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ৭৯

Post a Comment

0 Comments