ইসলাম কি দলে দলে বিভিক্ত!?



ইসলাম কি দলে দলে বিভিক্ত!?
🖋Author:- Aminur Rashid

____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুম,,,
সকল প্রশংসা বিশ্ব জাহানের পালনকর্তার। ইসলাম নিয়ে অনেক গুলি ভুল ধারণার একটি হলো ইসলাম বহু ভাগে বিভক্ত! অনেকে মনে করেন শিয়া-সুন্নি হলো ইসলামের ভাগ। আসুন আমরা দেখে নেই।
.
কুরআন আমাদের বলে ইসলাম বহু ভাগে নয় বরং সকল মুসলিম এক। কোন দল নেই ইসলামে।
আল্লাহ বলেন,,,,
.
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
💕 আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার। [১]
.
.
আল্লাহ আমাদেরকে একসাথে মিলে থাকতে বলেছেন,,,
.
قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
💕 তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তাঁরই আনুগত্যকারী। [২]
.
.
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ۚ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
বাংলা অনুবাদঃ বলুনঃ ‘হে আহলে-কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস-যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান-যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো অনুগত। [৩]
.
.
◾অতএব আমাদের পরিচয় আমরা মুসলিম। ইসলাম হচ্ছে আমাদের দ্বীন যার অনুসারী হলো মুসলিম।
.
এবার অনেকে বলবেন ইসলামে তো মাযহাব রয়েছে চার মাযহাব। যেটাই হোক মাযহাবের কেউ ইসলামের বাহিরে নন। সকলেই হাদিস থেকেই দিয়ে থাকেন। আর সাহাবারা ও রাসুল যেসব নিয়ে নানান পথ বা অপশন দিয়েছে সেটা ইখতিলাফ। এটা ভাগ নয়, একটি বিষয়ে নানান কিছু থাকতে পারে নানান কম্পানি থাকতে পারে কিন্তু কাজ একটাই। ঔষধেও নানান কম্পানি রয়েছে কিন্তু কাজ একটাই। ইসলামেও এমন ইখতিলাফ রয়েছে। তাকে Option বলা যায়। মাযহাবের কেউ ইসলামের বাহির নন। বরং তারাও বলেছেন কোন কথা যদি কুরআন ও সহীহ হাদীসের বিপক্ষে হয় তা ছুড়ে ফেলতে।
.
প্রসিদ্ধ চার ইমাম নিজেরাই বলেছেন,,,
.
যদি আমি এমন কথা বলি যা আল্লাহর কিতাব ও রাসুলের (সা) হাদীসের পরিপন্থি, তাহলে আমার কথাকে বর্জন করো। (দেওয়ালে ছুড়ে মারো)। [৪]
.
অতএব কুরআন ও সহীহ হাদীসের বিরুদ্ধে কিছু মানতে ইমামগণও বলেন নি। তাই মাযহাব ভাগ ভাগ নয় বরং আমরা সকলেই মুসলিম।
.
.
◾কিন্তু এই যে শিয়ারা ও খারেজীরা কি প্রকৃত মুসলিম উত্তর হচ্ছে "না" তারা মুসলিম নয় তাদের আক্বিদা কুফরী আক্বিদা।
.
১) শিয়ারা আক্বিদা অনুযায়ী,,
দুনিয়া ও আখেরাত ইমামের মালিকানায়, যেখানে ইচ্ছা তিনি তা রাখেন এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারস্বরূপ যার কাছে ইচ্ছা তা হস্তান্তর করেন। [৫]
.
◾অথচ আল্লাহ বলেছেন আসমান যমীন সব কিছুর মালিক তিনিই। [৬]
.
২) শিয়াদের আক্বিদা অনুযায়ী,,
“আলী বলেন: ... আমিই প্রথম, আমিই শেষ,
আমিই ব্যক্ত, আমিই উপরে আর আমিই নিকটে এবং আমিই যমিনের উত্তরাধিকারী”। [৭]
.
◾অথচ উপরের দাবীর মতন এটাও মিথ্যা কারণ আল্লাহ হলেন আদি এবং অন্ত তিনি বিশ্ব জাহানের মালিক। [৮]
.
৩) শিয়ারা কুরআনকে বিকৃত ভাবে উপস্থাপন করে বলেছেন,,,
"যদি তোমরা আলী’র বেলায়াতের (একচ্ছত্র কর্তৃত্ব বা অভিভাবকত্বের) সাথে কাউকে শরিক কর, তবে তার ফলে তোমার আমল নিষ্ফল হবে। তোমরা আনুগত্যসহ নবীর ইবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর; কারণ, আমরা আপনার ভাই এবং চাচার ছেলেকে আপনার বাহুবলে পরিণত করেছি।" [৯]
.
.
মাত্র তিনটি দিলাম এমন বহু ভ্রান্ত ও কুফরী ধারণা রয়েছে। রয়েছে হিযবুত তাওহীদদের মতন কুফরী মতবাদ। [১০] এমন আরো নানান কুফরী আক্বিদা বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়তে পারেন ইসলামী আক্বিদা বই লেখক খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। [১১]
.
◾সুতরাং, ইসলামে কোন দল নেই। ইসলামে সকলেই মুসলিম। যারা বিভিন্ন কুফরী মতবাদকে ইসলাম বলে তারা ভুল করে। কারণ সেই সব মতবাদ "কুরআন ও সহীহ হাদিসের" বিরুদ্ধে। তাই সেগুলি কুফরী মতবাদ। একজন মুসলিমের জন্য সঠিক দলিল কুরআন ও সহীহ হাদীস। কুরআন হাদীসের বিরোধী কোন কিছুই "ইসলাম" নয়। নবী মুহাম্মদ (স:) তাই আমাদের বলেছে।
"তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে গেলাম একটু কুরআন আরেকটি সহীহ হাদীস তোমরা তা আঁকড়ে থাকো" [১২]
.
◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾
.
এবার চলুন আলোচনার মোড় ঘুরিয়ে ফেলি। ইসলাম বিরোধীদের অনেকেই বলে থাকে ইসলামে দল রয়েছে তাই ইসলাম সত্য দ্বীন নয়। আমরা উপর থেকে দেখলাম দাবীটি মিথ্যা। এবার দেখি খ্রিষ্টান ও হিন্দুধর্ম কি বলে।
.
✝ খ্রিষ্টান ধর্ম ✝
.
খ্রিষ্টান ধর্মে নিজেদের মধ্যেও ভাগ রয়েছে এবং তাদের মূল গ্রন্থ বাইবেলো দলের সাথে ভাগ এবং পৃথক পৃথক।
.
"Different religious groups include different books in their biblical canons, in varying orders, and sometimes divide or combine books. The Jewish Tanakh(sometimes called the Hebrew Bible) contains 24 books divided into three parts: the five books of the Torah("teaching"); the eight books of the Nevi'im ("prophets"); and the eleven books of Ketuvim ("writings"). It is composed mainly in Biblical Hebrew, and its Septuagint is the main textual source for the Christian Greek Old Testament.
Christian Bibles range from the 73 books of the Catholic Church canon, the 66 books of the canon of some denominations or the 80 books of the canon of other denominations of the Protestant Church, to the 81 books of the Ethiopian Orthodox Tewahedo Church canon. The first part of Christian Bibles is the Greek Old Testament, which contains, at minimum, the above 24 books of the Tanakh but divided into 39 books and ordered differently. The second part is the Greek New Testament, containing 27 books; the four canonical gospels, Acts of the Apostles, 21 Epistles or letters and the Book of Revelation.
The Catholic Church and Eastern Christian churches hold that certain deuterocanonical books and passagesare part of the Old Testament canon. The Eastern Orthodox, Oriental Orthodox, and Assyrian Christianchurches may have minor differences in their lists of accepted books. The list given here for these churches is the most inclusive: if at least one Eastern church accepts the book it is included here. The King James Bible—which has been called "the most influential versionof the most influential book in the world, in what is now its most influential language" and which in the United States is the most used translation, being still considered a standard among Protestant churches and being used liturgically in the Orthodox Church in America—contains 80 books: 39 in its Old Testament, 14 in its Apocrypha, and 27 in its New Testament."
[১৩]
.
একদিকে তাদের ধর্মে বিভেদ সাথে বাইবেলো। আর এই কারণেই এর ৩০০০০ সংশোধন করা হয়েছে। এবং অনেক পদ মুছে ফেলাও হয়েছে,,
.
"introducing alterations only if they were deemed necessary to be more accurate and faithful to the Original Greek and Hebrew texts. In the New Testament alone more than 30,000 changes were made, over 5,000 on the basis of what were considered better Greek manuscripts. The work was begun in 1879, with the entire work completed in 1885." [১৪]
.
◾ আমার মনে হয় আর কিছু বলা লাগবে না।
.
◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾
.
🕉 হিন্দু ধর্ম 🕉
.
হিন্দু ধর্মের ঈশ্বর নিজের অঙ্গ দিয়েই বর্ণভেদ তৈরি করেছেন।
.
"সেই ভগবান ব্রহ্মার মুখ হইতে ব্রাহ্মাণ, বাহুদ্বয় হইতে ক্ষত্রিয়, উরুদ্বয় হইতে বৈশ্য এবং পাদদ্বয় হইতে শূদ্র উৎপন্ন হইল" [১৫]
.
ঈশ্বর বর্ণভেদ সৃষ্টি করেছেন,,
.
"প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি। আমিই এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে।" [১৬]
.
শুধু তাই নয় সেই চারটি বর্ণের মধ্যে নিম্নবর্ণের বর্ণ রয়েছে,,,
.
"হে পার্থ, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র প্রভৃতি নিম্নবর্ণের মানুষেরা আমার অনন্য ভক্তিকে বিশেষ ভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে।" [১৭]
.
◾আমি কিছুই বলব না। মনুস্মৃতি থেকে দিলে আরো লম্বা হবে পোষ্ট। আর বৈষ্ণব-আর্য এসব দল তো বাদই দিলাম। তারা আবার দাবী করে সকলে নাকি সমান হিন্দু ধর্মে। [১৮]
.
.
.
❣ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর। ইসলামে কোন বিভিক্ত নেই। ইসলামে সকলেই সমান। মুসলিমদের মধ্যে কোন ভাগ নেই। ❣
.
يَحْيٰى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ الأَعْرَجِ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ يَأْثُرُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلاَ تَجَسَّسُوا وَلاَ تَحَسَّسُوا وَلاَ تَبَاغَضُوا وَكُونُوا عبادَ الله إِخْوَانًا.
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
💗 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তোমরা কারো প্রতি খারাপ ধারনা পোষণ করো না। কেননা, খারাপ ধারনা সবচেয়ে বড় মিথ্যা। একে অপরের দোষ-ত্রুটি খুঁজিও না, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না এবং একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো না; বরং ভাই ভাই হয়ে যাও। [১৯]
.
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ১০৩
[২] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৩৬
[৩] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ৬৪
[৪] জানেউ বায়ানিল ইলম ২/৩২, উসুলুল আহকাম ৬/১৪৯, ঈক্কাবুল হিমাম পৃষ্ঠা ৫০, তারীখু দিমাশ্‌ক; ইলামুল মুওয়াক্কিঈন ২/৩৬৬,৩৬৪, ইবনুল জাওযী ১৮২ পৃষ্ঠা
[৫] উসুলুল কাফী (أصول الكافي), পৃ. ২৫৯; (ভারত প্রকাশনা)
[৬] আল কুরআন, আরাফ ৭:১২৮/ আল কুরআন, আলি ইমরান ৩:১৮৯
[৭] ‘রিজালু কাশী’ (رجال كشي), পৃ. ১৩৮ (ভারতীয় ছাপা)
[৮] আল কুরআন, হাদিদ ৫৭:১০/ আল কুরআন, হাদিদ ৫৭:৩
[৯] তরজমাতু মকবুল আহমদ, পৃ. ৯৩২
[১০] সকল ধর্ম নাকি সত্য পড়ুন বই-সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতাঃপৃষ্ঠা- ৩-৪ কিন্তু কুরআন কি বলে তা দেখুন:- সূরা আল ইমরান-১৯ সূরা আল ইমরান-৮৫
[১১] https://xeroxtree.com/pdf/islami_akida_jahangir.pdf
[১২] বিস্তারিত:- https://uncovertrue.blogspot.com/2020/04/blog-post_49.html
[১৩] Wikipedia /- Books of the Bible
[১৪] https://uncovertrue.blogspot.com/2020/03/blog-post_70.html
[১৫] RIGVEDA 10/90/12
[১৬] GITA 4/13
[১৭] GITA 9/32
[১৮] https://uncovertrue.blogspot.com/2020/04/hinduism.html
[১৯] সহিহ বুখারী, হাদিস নং ৫১৪৩
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com

Post a Comment

0 Comments