বাইবেলে আসলেই কি নবী মুহাম্মদ (ﷺ) ভবিষ্যতবাণী আছে??



🖋Author:- Aminur Rashid
❤ Sukria:- Dr. Zakir Naik
____________________________________________________________________________
.
বাইবেল বিকৃত হওয়া সত্ত্বেও নবী মুহাম্মদ (স:)  এর ভবিষ্যতবাণী এখনো বাইবেলে পাওয়া যায়। বাইবেলে নবী মুহাম্মদ (স:) নিয়ে অনেক আলোচনা-সমলোচনা হয়েই থাকে। তবে আমরা বাইবেল পড়লে দেখবো স্পষ্ট নবী মুহাম্মদ (স:) কে মেনসন করা হয়েছে। আসুন দেখে নেয়া যাক,,,
.
▪ বাইবেলে সুস্পষ্ট মুহাম্মদ (স:) কে মেনসন করা হয়েছে।
.
חִכּוֹ֙ מַֽמְתַקִּ֔ים וְכֻלּ֖וֹ זֶ֤ה מַחֲּמַדִּ֑ים‪‬‪‬ דוֹדִי֙ וְזֶ֣ה
רֵעִ֔י בְּנ֖וֹת יְרוּשָׁלִָֽם׃
.
'His mouth is most sweet: yea, he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem."
[  KJV/ Song of Solomon 5:16 ]
.
বঙ্গানুবাদ:- জেরুশালেমের যুবতী রমণীরা, তার মুখই মিষ্টস্বাদস্বরূপ। সে সবকিছু নিয়েই মনোরম। এই আমার প্রেমিক। এই আমার প্রিয়।
.
এই আয়াতের উচ্চারণ যদি দেখেন সেখানে বলা হয়েছে,,,
.
"ḥik-kōw mam-ṯaq-qîm wə-ḵul-lōw kol ma-ḥă-mad-dîm zeh ḏō-w-ḏî wə-zeh rê-‘î bə-nō-wṯ yə-rū-šā-lim"
.
দেখুন মূল verse এ Hebrew ("מַחֲּמַדִּ֑ים‪‬‪‬") বা ma-ḥă-mad-dîm  দেখুন এখানে মুহাম্মদিম ব্যাবহার করা হয়েছে সরাসরি মুহাম্মদ (স:) এর ভবিষ্যতবাণী। কিন্তু বাংলা বাইবেলে "প্রিয়পাত্র" নামে অভিহিত করা হয়েছে। কিন্তু এখানে îm ব্যবহার হয়েছে "ইম" সম্মাণিত ভাবে উল্লেখ করা হয় যেমন "এলো" বা ঈশ্বর শব্দের সাথে ইম ব্যাবহার করে "এলোহিম" বলা হয়। ঠিক তদ্রূপ মহাম্মদিম ব্যাবহার হয়েছে। আর এই মুহাম্মদ (স:) কে আমরা দুরুদ শরীফেও এভাবে উল্লেখ করি। তাই এখান থেকে সুস্পষ্ট যে বাইবেলে নবী মুহাম্মদ (স:) এর কথা বলা হয়েছে নাম সহ। এতে কোন সন্দেহ নেই।
.
.
▪ বাইবেলে নবী মুহাম্মদ (স:) এর নবুয়তের প্রথম দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
.
וְנִתַּ֣ן הַסֵּ֗פֶר עַל֩ אֲשֶׁ֨ר לֹֽא־ יָדַ֥ע סֵ֛פֶר לֵאמֹ֖ר
קְרָ֣א נָא־ זֶ֑ה וְאָמַ֕ר לֹ֥א יָדַ֖עְתִּי סֵֽפֶר׃ ס
.
"And the book is delivered to him that is not learned, saying, Read this, I pray thee: and he saith, I am not learned."
[ Book of Isaiah 29:12 ]
.
বঙ্গানুবাদ:- "সে লোকটিকে যখন কিতাবটি পড়তে দেয়া হবে, তখন বলবে 'পড়'। কিন্তু সে বলবে, 'আমি তো পড়তে জানি না'।"
.
দেখুন বলা হয়েছে পড়তে বলা হবে। আর আমরা যদি নবী মুহাম্মদ (স:) এর নবুয়তের দিকে তাঁকাই তাহলে একই বিষয় দেখতে পারব। নবী মুহাম্মদ (স:) এর উপর প্রথম আয়াতটি হল,,
.
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
💕"'পড়' তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।"
(সূরাঃ আলাক, আয়াতঃ ১)
.
আর যখন জিব্রাইল (আ:) এটা বলল তখন নবী মুহাম্মদ (স:) বলেছেন আমি তো পড়তে জানি না।
[ সহিহ বুখারী, হাদিস নম্বরঃ ৪৯৫৩ (ihadis.com) / তাফসীর ইবনে কাসীর সূরা আলাক্ব আয়াত এক ]
.
সুস্পষ্ট মিল আমরা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ।
.
.
▪ বাইবেল নবী মুহাম্মদ (স:) আসবে তার উল্লেখ।
.
Κἀγὼ ἐρωτήσω τὸν Πατέρα καὶ ἄλλον Παράκλητον δώσει ὑμῖν ἵνα ᾖ
.
"And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever."
[ KJV/ Book of John 14:16 ]
.
বঙ্গানুবাদ:- "আমি স্রষ্টার কাছে প্রার্থনা করবো, তিনি সাহায্যকারী পাঠাবেন। সে সব সময় তোমাদের সাথে থাকবেন।"
.
তাহলে এখান থেকে স্পষ্ট যে একজনকে পাঠানো হবে আর তিনি সব সময় থাকবেন। আমরা জানি নবী মুহাম্মদ (স:) সকল মানুষের জন্য সর্বকালের জন্য এসেছেন। নবী মুহাম্মদ (স:) পুরো বিশ্ব জাহানের রহমত সরূপ প্রেরণ করা হয়েছে।
.
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
💕আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি।
(সূরাঃ আম্বিয়া, আয়াতঃ ১০৭)
.
.
▪ বাইবেলে নবী মুহাম্মদ (স:) যা বলবেন তা সঠিক বলবেন।
.
נָבִ֨יא אָקִ֥ים לָהֶ֛ם מִקֶּ֥רֶב אֲחֵיהֶ֖ם כָּמ֑וֹךָ וְנָתַתִּ֤י דְבָרַי֙ בְּפִ֔יו וְדִבֶּ֣ר אֲלֵיהֶ֔ם אֵ֖ת כָּל־ אֲשֶׁ֥ר אֲצַוֶּֽנּוּ׃
.
I will raise them up a Prophet from among their brethren, like unto thee, and will put my words in his mouth; and he shall speak unto them all that I shall command him.
[ KJV/ Book of Deuteronomy 18:18 ]
.
বঙ্গানুবাদ:- "আমি তাদের কাছে তোমার মতোই একজন নবী পাঠাব। এই নবী তাদের লোকদের মধ্যেই একজন হবে। সে যে কথা অবশ্যই বলবে সেটা আমি তাকে বলে দেব। আমি যা আদেশ করি তার সমস্ত কিছু সে লোকদের বলবে।"
.
এখানে হিব্রু নাবী ব্যাবহার হয়েছে (נָבִ֨יא) আমরা জানি সকল নবীর তাওহীদের বানী একটাই লা ইলাহা ইল্লাল্লাহু। There Is No God But Allah তার পরেও কি আপনারা মানবেন না???
.
.
▪ শেষ কথা ▪
.
যেখানে নবীর নবুয়ত নিয়ে বলা হয়েছে যেখানে নবীর নাম ধরে উল্লেখ করা হয়েছে নাম ধরে উল্লেখ করা হয়েছে। তার পরেও আপনারা অস্বীকার করবেন???
.
অনেক হিন্দু-খ্রিষ্টান বলে যে তাদের গ্রন্থে নবীর কথা তাহলে বেদ-বাইবেল আমরা মানতে হবে। তাদের বলব মুহাম্মদ (স:) এর কথা উল্লেখ করা হয়েছে আর সেই মুহম্মদ (স:) আমাদের সকলের জন্য কুরআনকে করছে সর্বশেষ ও চুরান্ত কিতাব তাই আমরা কুরআন মানবো। সব গোত্রীয় কিতাব সেই গোত্র পর্যন্তই সীমাবদ্ধ।
.
আমরা মানি বাইবেল বিকৃত। তার পরে আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ (স:) এর ভবিষ্যতবানী রয়েছে। তাহলে আপনারাই সিদ্ধান্ত নিন নবীর নাম ধরে উল্লেখ করার পরেও কি আপনারা মানবেন না?? দেখেও দেখবেন না???
.
.
διὰ τοῦτο ἐν παραβολαῖς αὐτοῖς λαλῶ Ὅτι βλέποντες οὐ βλέπουσιν Καὶ ἀκούοντες οὐκ ἀκούουσιν οὐδὲ συνίουσιν
💕"তারা দেখেও দেখে না, শুনেও শোনে না আর তারা বোঝেও না৷" [ মথি ১৩:১৩ ]
.
.
صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُون
💕 তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৮)

Post a Comment

0 Comments