আদম (আ:) কে কেনো পৃথিবীতে পাঠানো হলো!?

আদম (আ:) কে কেনো পৃথিবীতে পাঠানো হলো!? 
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.

আসসালামু আলাইকুম,,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। আদম (আ:) কেনো পৃথিবীতে পাঠানো হলো? এই প্রশ্নটি নিয়ে নাস্তিক-ইসলাম বিরোধীরা তো অভিযোগ করেই একই সাথে মুসলিম ভাই বোনদের মধ্যেও সংশয় সৃষ্টি হয়।
.
◾আসুন আলোচনা করি,,,
.
আদম (আ:) কে পৃথিবীতে পাঠানোর জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিনিধি করে পাঠানোর জন্যই সৃষ্টি করা হয়েছে আদমকে।
.
আল্লাহ বলেন,,,
.
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
💕 আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেনঃ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না। [১]
.
.
তাহলে আমরা বুঝলাম আদম (আ:) কে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা এবং তা নির্ধারণ ছিলো পূর্ব থেকেই। আল্লাহ পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন আদম (আ:) কে পৃথিবীতে পাঠানো হবে।
.
অনেকের এই বিষয়ে ভুল ধারণা রয়েছে। আজকাল অনেক মুসলিম থেকেও শুনা যায় আদম (আ:) পাপের কারণে পৃথিবীতে এসেছেন নাহলে সকল মানুষ জান্নাতে থাকতো। এই বিষয়টা একদম ভুল ও ভ্রান্ত কথা। আদম (আ:) কে ছোট একটা পরীক্ষার জন্য জান্নাতে রাখা হয়েছিলো ঠিক কিন্তু আদম (আ:) যখন নিষিদ্ধ গাছের ফল খেলো তখন আদম (আ:) আল্লাহর কাছে ক্ষমা চাইলো যেটা আমরাও সালাতের পরে পাঠ করে থাকি সেটা হলো,,,
.
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
💕 তারা উভয়ে বললঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব। [২]
.
.
সুতরাং,, আমরা বুঝালাম আল্লাহ আদম (আ:) ও হাওয়া (আ:) কে তিরস্কার করে পৃথিবীতে পাঠান নি বরং প্রতিনিধি করে পাঠিয়েছে যা ছিলো আল্লাহর পূর্বের পরিকল্পনা পূর্বের নির্ধারণ।
.
আল্লাহ বলেছেন,,,
.
هُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ ۚ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا
💕 তিনিই তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করেছেন। অতএব যে কুফরী করবে তার কুফরী তার উপরই বর্তাবে। কাফেরদের কুফর কেবল তাদের পালনকর্তার ক্রোধই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফর কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করে। [৩]
.
.
আদম (আ:) ও তার স্ত্রীকে শাস্তি সরূপ নয় বরং প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।
.
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
💕 আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর না কোন ভয় আসবে, না (কোন কারণে) তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। [৪]
.
.
◾আর ইবলিশ ক্ষমা চায় নি তাই আল্লাহ তাকে বলেছেন,,,
.
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَدْحُورًا ۖ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكُمْ أَجْمَعِينَ
বাংলা অনুবাদঃ আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথেচলবে, নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দিব। [৫]
.
.
.
📝 সুতরাং,, আদম (আ:) ও তার স্ত্রীকে শাস্তি হিসেবে নয় বরং ক্ষমা চাওয়ার পরে প্রতিনিধি হিসেবে জান্নাতে প্রেরণ করা হয়েছে, এটাই সত্য। [৬] ইবনে কাসীরও এ বিষয়ে বিস্তারিত বলেছেন। [৭]
.
.
তাই এখানে বিভ্রান্তিকর কিছু নেই.....
.
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ৩০
[২] সূরাঃ আল আ'রাফ, আয়াতঃ ২৩
[৩] সূরাঃ ফাতির, আয়াতঃ ৩৯
[৪] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ৩৮
[৫] সূরাঃ আল আ'রাফ, আয়াতঃ ১৮
[৬] নবীদের কাহিনী - ১ আসাদুল্লাহ আলা গালিব, পৃষ্ঠা:- ২০-২১ এবং সহীহ বুখারী ৪র্থ খন্ড (হামদিয়া লাইব্রেরি লিমিটেড) - মাওলানা শামসুল হক ফরিদপুরী (র:)/ পৃষ্ঠা:- ১৯-২০
[৭] আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামিক ফাউন্ডেশন) পৃষ্ঠা:- ১৭৬ এবং কাসাসুল আম্বিয়া (বাংলা) পৃষ্ঠা:- ৫৪

Post a Comment

0 Comments