ত্রিপিটকের রস - অবৈজ্ঞানিক!

ত্রিপিটকের রস - অবৈজ্ঞানিক! 
🖋Author:- Aminur Rashid
===============================

.
বি:দ্র:- আমি কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু বলছি না বরং সত্যকে জানিয়ে দিচ্ছি। সময়ের তাগিদে করা হয়েছে।কেউ আঘাত পেলে আমি দুঃখিত।
.
ত্রিপিটকে বৈজ্ঞানিক ভুল! অনেকই বলবেন ত্রিপিটকে আবার বৈজ্ঞানিক ভুল আছে নাকি। আমি বলব আছে। ত্রিপিটক নিয়ে সব থেকে কম আলোচনা হয় বলতে গেলে একটুকুও আলোচনা হয় না ত্রিপিটক নিয়ে। বৌদ্ধ ধর্ম যেহেতু প্রধান চার ধর্মের একটি তাই বৌদ্ধ ধর্মের দিকে আলোকপাত করছি।আসুন আজ ত্রিপিটক এর একটা বৈজ্ঞানিক ভুল সম্পর্কে জানে নেই।
.
.
আসুন দেখে নেয়া যাক,,,
.
📗 বিনয় পিটক/মহাবর্গ/পৃষ্ঠা:- ৩৪১
ভগবান কহিলেন,,,
"হে ভিক্ষুগণ! আমি অনুজ্ঞা করিতেছি: ধান্যের রস ব্যাতীত সমস্ত ফলের রস পান করিতে পারিবে।"
"হে ভিক্ষুগণ! আমি অনুজ্ঞা করিতেছি: পক্বপাতার রস (পাক করা শাকের ঝোল) ব্যাতিত সমস্ত পাতার রস পান করিতে পারিবে।
.
[ প্রজ্ঞান্দ স্থবির ]
.
🔎এটা হলো বৈজ্ঞানিক ভাবে ভুল আজকে আমরা জানি অনেক গাছপালা আছে ও পাতা-ফল আছে যা পুরাপুরি ভাবে বিষাক্ত।
যেমন,,,
.
🌱 কলকে ফুল:- এই গাছের বাকল, বীজ ও কষ বিষাক্ত। বিষক্রিয়ার ধরন হচ্ছে ফল মারাত্মক অবসাদক, পঙ্গুত্ব আরোপক ও ঘাতক।
🍀ধুতুরা:- ধুতুরা গাছের সমস্ত অংশই বিষাক্ত। এতে আছে বিপজ্জনক মাত্রার Tropane Alkaloids নামক বিষ।
🌿আকন্দ:- গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ-রস। কষ ভীষণ রেচক, গর্ভপাতক, শিশু হন্তারক, পাতা মানুষ হন্তারক বিষ। আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ।
.
রেফারেন্স:- "ধুতুরা - উইকিপিডিয়া" https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE
"কলকে ফুল - উইকিপিডিয়া" https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87_%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2
"আকন্দ - উইকিপিডিয়া" https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%86%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6

📌অতএব কোনভাবেই বলা যায় না যে গৌতম বুদ্ধের "ভগবান" যা কহিলেন তা সত্য।গৌতম বুদ্ধের ভগবান জানতো না ক্ষতিকর গাছ-পাতা-ফল আছে।
তাহলে এতেই প্রমাণ হয় ত্রিপিটক ঈশ্বর প্রদত্ত নয় এবং ত্রিপিটক সত্য ধর্মীয়গ্রন্থ নয়।
বরং মানব রচিত।
.
[ কিছুকথা:- আমদের অনেকই জানি যে বৌদ্ধধর্মে ঈশ্বর নেই। কিন্তু যদি ত্রিপিটক পড়েন তাহলে বহু জায়গায় পাবেন ভিক্ষুগণ ভগবানকে তাদের সমস্যা বলে এবং ভগবান তাদের সমস্যার সমাধান দেন। ]
.
فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ
অতএব তাদের জন্যে আফসোস! যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ, তাদের উপার্জনের জন্যে।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ৭৯)
.
.
[ বিঃদ্রঃ রেফারেন্স চেক করতে এই ওয়েবসাইটের গ্রন্থাগার অপশনে যাওয়ার অনুরোধ করছি। সেখানে Pdf লিঙ্ক রয়েছে। যেখান থেকে এই রেফারেন্স দেওয়া হয়েছে ধন্যবাদ ]

Post a Comment

0 Comments