অপবিত্রতার - ব্যবচ্ছেদ


অপবিত্রতার - ব্যবচ্ছেদ
🖋Author:- Aminur Rashid
================================
.
ইসলাম বিরোধীরা একটি হাদিস দিয়ে প্রমাণ করতে চায় ইসলামে নাকি উটের মূত্র খাওয়া বৈধ।আসুন আজ বিভিন্ন ধর্মে দেখবো অপবিত্র খাদ্য নিয়ে।আর সাথে ইসলাম বিরোধীদের জবাব।
.
💟 দ্বীন ইসলাম 💟
.
হাদিসটা হলো,,,
কিছু লোক ইসলাম গ্রহণ করতে মদিনায় এসেছিলো। রাসূলুল্লাহ ﷺ তাকে মদিনায় থাকতে বলেছিলেন। কিন্তু তারা মদিনার পরিবেশে প্রচুর অসুস্থ হয়ে পড়ে। তখন তারা রাসূলুল্লাহ’র ﷺ কাছে এসে তাদের অসুস্থতার কথা জানায়। তখন রাসূলুল্লাহ ﷺ তাদের উটের দুধ এবং প্রস্রাব পান করতে বলেন।[১]
.
আসুন পয়েন্ট গুলি দেখে নেই,,,
.
📌 উকল এবং উরাইনা গোত্রের কিছু লোক রাসুল (সঃ) কাছ থেকে ইসলাম গ্রহণ করলো।এবং তারা আবহাওয়ার জন্য অসুস্থ হয়ে গেলো।
📌 অসুস্থ হওয়ার কারণে সেই ঔষধ শুধু মাত্রই উটের মূত্র। কারণ ইসলামে মূত্র হারাম শুধু তখন হালাল হবে যখন সেটা ছাড়া কোন ঔষধ থাকবে না।[২]
📌 শুধুমাত্র যদি কোন ঔষধ থাকে না তখন গিয়ে হারাম বস্তু খাওয়া যাবে নাহলে ইসলামে মূত্র হারাম।[৩]
📌 যেমন বর্তমানে গর্ভবতী ঘোটকীর প্রস্রাব থেকে ইস্ট্রোজেন পৃথক করা হয়। এবং সেটা ক্যান্সার, জন্মনিয়ন্ত্রণসহ আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং সেটা ট্যাবলেট হিসেবে খাই।[৪]
📌 রাসুল (সঃ) এর সময় চিকিৎসা এতো উন্নত ছিলো না তাই হারাম বস্তুও খেতে বলেছে শুধু মাত্র তখন অন্য আর কোন ঔষধ ছিলো না বিধায়।যার কারণে সেটা শুধু সেই সময়ের জন্যই আজকের মুসলিমদের জন্য নয়। আমরাও আজ ঔষধ হিসেবে নানা ঔষধ খাই।
📌 আর তা খেয়ে তারা আরগ্য লাভ করেছে উটের দুধ-মূত্রে সাইন্টিফিক ভাবে উপকারী রয়েছে যেমন কম্পোনেন্ট অ্যান্টি-ক্যান্সার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাংগাল, লিভার ডিজিজ ইত্যাদির ক্ষেত্রে উপকারী।[৫]
.
আশা করি উটের মূত্র নিয়ে আর কোন সমস্যা নেই।
.
✝ খ্রিষ্টান ধর্ম ✝
.
বাইবেল বলে "মল-মূত্র" খেতে।
.
🔖মানুষের মল
📓 Ezekiel 4:9-12
📌(৪:৯) ঈশ্বর আরও বললেন, “তুমি অবশ্যই কিছু শস্য নিয়ে এসে রুটি তৈরী কর। গম, বার্লি, বীন, মসুর, ভুট্টা ও কাজু এই সব কিছু কিছু পরিমাণ নাও। এই সমস্ত একটি পাত্রে নিয়ে মেশাও, তারপর তা গুঁড়ো করে তা দিয়ে আটা তৈরী করে রুটি বানাও। তুমি ৩৯০ দিন ধরে কেবল সেই রুটি খাবে।
📌(৪:১০) প্রতিদিন কেবল ১ পোয়া ময়দা নিয়ে রুটি বানাবে। সারা দিন ধরে মাঝে মাঝে সেই রুটি খেও।
📌(৪:১১) আর প্রত্যেকদিন কেবল ৩ পেয়ালা জল পান করো। সময় সময় সমস্ত দিন ধরেই তা খেতে পার।
📌(৪:১২) প্রতিদিন, নিজের রুটি তৈরী করবে। কিছু মানুষের মল নিয়ে তা আগুনে পুড়িও। তারপর সেটা যখন পুড়ছে তখন রুটিটা সেঁকো। যেখানে লোকরা তোমাকে দেখতে পাবে সেখানে রুটিটা খাবে।
.
🔖গোবর
📓 Ezekiel 4:15
(৪:১৫) তখন ঈশ্বর আমায় বললেন, “ঠিক আছে! রুটি পাক করার জন্য গোবরের ঘুঁটে ব্যবহার করো। মানুষের মল ব্যবহার করার দরকার নেই।
.
🔖মল-মূত্র
📓 2 Kings 18:27
(১৮:২৭) কিন্তু এই সেনাপতি রব্শাকি তখন বললেন, “আমাদের রাজা আমায় কেবলমাত্র তোমার বা তোমার রাজার সঙ্গে কথা বলতে পাঠান নি। আমি দেওয়ালের ওপরে বসে থাকা লোকদের সঙ্গেও কথা বলছি। কারণ তাদেরও তোমাদের মতো নিজেদের বিষ্ঠা খেতে হবে, আর নিজেদের মূত্র পান করতে হবে!"
.
🕉 হিন্দুধর্ম 🕉
.
হিন্দুধর্মে গো-মূত্র খেয়ে উপবাস করার আদেশ দেয়।
📔 Manusmriti 11/213

(Subsisting on) the urine of cows,cowdung, milk, sourmilk, clari ed butter, and a decoction of Kusa-grass, andfasting during one (day and) night, (that is) called aSamtapana Krikkhra.
[ Translated by G. Buhler ]
.
.
✡ বৌদ্ধধর্ম ✡
.
বিস্তারিত বলছি না। আপনারাই ডাউনলোড করে যাচাই করে নিন,,
লিঙ্ক:- https://uncovertrue.blogspot.com/2020/04/blog-post_63.html
.
.
📌 সাপের দংশন করলে:- বাহ্য,প্রস্রাব,ভস্ম,এবং মৃত্তিকা সেবন করতে হবে।
📌 বিষের চিকিৎসা:- মল ভক্ষণ করা।
📌 ঘরদিন্নক চিকিৎসা:- সীতার মাটি জলে মিশিয়ে সেবন করা।
📌 দুষ্টগ্রহ চিকিৎসা:- আমিষক্ষার জল পান করিবে।
📌 পান্ডুরোগ চিকিৎসা:- গোমূত্রে হরিতকী ভিজিয়ে পান করবে।
.
[ রেফারেন্স:- বিনয়-পিটক/মহাবর্গ/স্বেদ মোচন ও শাস্ত্র চিকিৎসা/পৃষ্ঠা:- ২৯২-২৯৪]
.
ত্রিপিটকের এই চিকিৎসা গুলি এক দিকে খুবি অপবিত্রতা-ঘৃণ্য অন্যদিকে অবৈজ্ঞানিক।এগুলি ইসলাম বিরোধীরা দেখে নে শুধু ইসলামকে নিয়েই তাদের সমস্যা।একদিন তাদের পতন হবে ইনশাআল্লাহ।
.
🔎 সিদ্ধান্ত:- ইসলাম বিরোধীরা এসব নিয়ে কখনো বলবে না।তাদের কাজ ইসলামকে নিয়ে মিথ্যাচার-অপ্রপচার করা।আসলেই তারা বধির-মূক-অন্ধ।এদের পতন হবে একদিন ইনশাআল্লাহ।
.
তথ্যসূত্রঃ
[১] সুনানে আন-নাসায়ী; পবিত্রতা অধ্যায়; হাদীস ৩০৫ (ihadis.com)/ সহিহ বুখারি; যাকাত অধ্যায়; হাদীস: ১৫০১ (ihadis.com)
[২] কিতাব আল-মাবসুত (ইমাম আবু বকর আল-সারাখশি); খণ্ড: ০১; অধ্যায়: ওজু এবং গোসল; পৃষ্ঠা: ৬০-৬১

দলিল বিশ্লেষণ জানতে: http://seekershub.org/ans-blog/2010/12/27/is-it-permissible-to-use-medicine-with-haram-ingredients
[৩] ফাতহুল বারী; খণ্ড: ০১; পৃষ্ঠা: ৪৪১
[৪] https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/23676225#section=Pharmacology-and-Biochemistry
[৫] https://www.sciencedirect.com/science/article/pii/S1658361216000238#bib7

http://www.sciencedomain.org/abstract/16550

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22922085

http://online.liebertpub.com/doi/abs/10.1089/acm.2010.0473

Post a Comment

2 Comments