WINE VS WATER - In the light of the Bible

WINE VS WATER - In the light of the Bible
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________


বাইবেলের ঈশ্বর মদ পছন্দ করেন। যেখানে কিনা মদ একটি ক্ষতিকর পানীয়। তারপরেও মদকে বাইবেলের ঈশ্বর পছন্দ করেন। এ ব্যাপারে আর্টিকেল পড়ুন,,, 


আজ আরেকটি বিষয় বলব সেটা হলো ঈশ্বর নিজেই দ্রাক্ষারস পান করতে বলেছেন। শুধু তাই নয় বাইবেলের ঈশ্বর বলেছেন "শুধু পানি না খেয়ে দ্রাক্ষারসও খাও"

Bible/1 Timothy

5:23 তীমথিয় শুধু জল খেও না, তার বদলে তুমি একটু দ্রাক্ষারস পান করো, কারণ তা তোমার পেটের জন্যে ভাল হবে ও তোমার বার বার অসুখ হবে না৷

5:23 Drink no longer water, but use a little wine for thy stomach's sake and thine often infirmities.

দেখুন বাইবেলের ঈশ্বর বলছে দ্রাক্ষারস খেতে এবং সেটা নাকি পেটের জন্য ভালো। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা বলছে আপনি যদি একটু পরিমাণও তা পান করেন তাহলে তা সাস্থ্যের ক্ষতি করবেই। 

বিবিসির জরিপ,,, 

এ্যালকোহল পান করলে মানুষের রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল বেড়ে যেতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে যে রক্তনালী - সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে স্মৃতি লোপ পেতে পারে।

এতে ডেমেনশিয়ার ঝুঁকি তিন গুণ বেড়ে যায় বলে ফ্রান্সের একটি সাম্প্রতিক জরিপে বলা হয়। আরেকটি জরিপে বলা হয়, প্রতি সপ্তাহে ১৮ ইউনিটের বেশি যারা পান করেন তাদের আয়ু চার থেকে পাঁচ বছর পর্যন্ত কমে যেতে পারে।

মদ্যপানের কোন 'নিরাপদ' সীমা আছে কিনা সেটাও অনেকের মতো একটা প্রশ্ন।

ব্রিটেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, যে কোন মাত্রার এ্যালকোহল পানের কিছু না কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে।


আপনি মাদক অল্প গ্রহণ করুন কিংবা বেশি। তার ক্ষতিকর দিক থাকবেই। যা কিনা আমাদের সাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ! 

কিন্তু বাইবেলের ঈশ্বর দাবী করছেন পানি শুধু খেলে চলবেনা সাথে দ্রাক্ষারস খেতে হবে। 

যেখানে কিনা পানির অপর নাম জীবন সেই পানিকে তুচ্ছ করে দ্রাক্ষারস পান করতে আদেশ দেওয়াটা কতটাই না ভুল। আবার সেটা নাকি পেটের জন্য উপকারী। কিন্তু বৈজ্ঞানিক জার্নাল তা বলছে না বরং তা যে ক্ষতিকর সেটা সুস্পষ্ট। 

মাদকমুক্ত পৃথিবী হবে কিভাবে? যেখানে সয়ং ঈশ্বরই মাদকাসক্ত!? 

যাইহোক, কেউ আঘাত পেলে ক্ষমা করবেন। আমি শুধু সত্যিটা তুলে ধরেছি মাত্র! 

Post a Comment

0 Comments