আবারো ধ্বংস পূণর্জন্ম আক্বীদা বিশ্বাস! (Hindu and Buddhism)



মুহাম্মদ আলী সিরিজ - ১৯
বিষয়:- আবারো ধ্বংস পূণর্জন্ম আক্বীদা বিশ্বাস! (Hindu and Buddhism) 
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

ফেইসবুকে একটু ঘুরাঘুরি করছি। মা দেখলে সর্বনাশ হয়ে যায় মাঝে মাঝে। ইতিহাস হয়ে যায় সারাদিন ফেইসবুক!! 

যাইহোক হঠাৎ কল আসলো মেসেনজারে, কলটি কে দিলো বুঝা গেলো না। কলটি ধরলাম,,, 

অতঃপর ফোন-আলাপ,,, 

মুহাম্মদ আলী:- আসসালামু আলাইকুম কে বলছেন? 

অচেনা লোক:- জ্বী আমি বিনয় বলছি আজয়ের বন্ধু। 

মুহাম্মদ আলী:- ওও জ্বী বলুন কি বলতে চান। 

বিনয়:- কাল আপনি অজয় কে যেভাবে হেনস্তা করেছেন সেটা তো আমি দেখলাম। 

মুহাম্মদ আলী:- অজয়ই তো প্রথমে টপিক টেনেছে। আমি তো আর নিজ থেকে টপিক তুলি নি। 

বিনয়:- আচ্ছা আপনাকে কাল বলতে শুনেছি আপনি পূণর্জন্ম নিয়ে হিন্দু ও তার সাথে বৌদ্ধ ধর্মেও পড়েছেন। বৌদ্ধ ধর্মে কি পূণর্জন্ম আছে? 

মুহাম্মদ আলী:- আপনি কি Buddhism এর? 

বিনয়:- হুম। 

মুহাম্মদ আলী:- আসলে আপনাদের ত্রিপিটকেই পূণর্জন্ম বিষয়টা আছে,,, 

"৪৩৭. আমি এরককচ্ছ নগরে প্রভূত ধনশালী সুবর্ণকার ছিলাম; যৌবনমদে মত্ত হইয়া আমি পরস্ত্রীতে রত হইতাম।
৪৩৮. মরণান্তে বহুকাল নিরয়ে দগ্ধ হইয়াছিলাম। সেখানে কর্মক্ষয় করিয়া বানরীর গর্ভে জন্মলাভ করিয়াছিলাম।
৪৩৯. জন্মের সপ্ত দিবসের মধ্যে বানরযূথপতি আমার মুষ্কচ্ছেদ করিল। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪০. মরণান্তে সিন্ধুর অরণ্যে একচক্ষুবিশিষ্ট ও খঞ্জ ছাগীর গর্ভে জন্ম লাভ করিলাম।
৪৪১. মুষ্কচ্ছিন্ন ও কৃমি দষ্ট হইয়া দ্বাদশ বর্ষ তীব্র যন্ত্রণা ভোগ করিলাম; ওই সময় বালক-বালিকাগণকে পৃষ্ঠে বহন করা আমার দৈনিক কর্ম ছিল। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪২. মরণান্তে এক গো-ব্যবসায়ীর গাভীর গর্ভে লাক্ষা-রক্তবর্ণ বৎসরূপে জন্ম লাভ করিলাম। দ্বাদশ মাসে মুষ্কচ্ছিন্ন হইলাম।
৪৪৩. লাঙ্গল ও শকট বহনে নিযুক্ত হইয়া অন্ধ ও অকর্মণ্য হইলাম। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪৪. মরণান্তে গৃহহীনা ক্রীতদাসীর গর্ভে জন্মগ্রহণ করিলাম। আমি স্ত্রীও হইলাম না, পুরুষও হইলাম না। পরদার গমনের ওই ফল প্রাপ্ত হইলাম।
৪৪৫. ত্রিংশতি বৎসর বয়সে আমার মৃত্যু হইল। মৃত্যুর পর অতিশয় দরিদ্র বহু ঋণভারগ্রস্ত এক শকট চালকের কন্যারূপে জন্মগ্রহণ করিলাম।" [ ত্রিপিটক/- সূত্রপিটক/খুদ্দকনিকায়/থেরীগাথা/১৫. চত্বারিংশ নিপাত/১. ইসিদাসী থেরী/ ৪৩৮-৪৪৫ ]

পরকীয়া করলে বানরের গর্ভে জন্ম নেয়। অর্থাৎ পাপ করলে পশুপাখি হয়ে জন্ম হবে। এবার আপনিই বলুন দিন দিন অপরাধ বাড়ছে না কমছে? আর দিন দিন জনসংখ্যা বাড়ছে না কমছে? 

[ বিনয় কল কেঁটে দিলো ]

আবারো ফেইসবুকে ঘুরতে লাগলাম। আবারো কে যেনো কল দিলো,,,, 

অতঃপর ফোন-আলাপ

মুহাম্মদ আলী:- আসসালামু আলাইকুম, জ্বী কে বলছেন!? 

অচেনা লোক:- আমি বিপ্লব মন্ডল। তুমি পূণর্জন্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলছো কেনো? 

মুহাম্মদ আলী:- কোন কিছুই উল্টাপাল্টা বলিনি জনাব। 

বিপ্লব:- তাহলে কি? নিজেকে কি মনে করে আর্যদের জ্ঞান কি তোমার জ্ঞানে আসবে?? না জেনে কথাবার্তা বন্ধ করো। 

মুহাম্মদ আলী:- তাই নাকি? তাহলে আপনিই উত্তর দিন। পাপীরা পূণর্জন্মের সময় কি হয়ে জন্ম নিবে? 

বিপ্লব:- ইয়ে মানে। গরিব হয়ে জন্ম নিবে আমার মনে হয় আর পৃথিবীতে তো গরিব বেশি তাইনা? 

মুহাম্মদ আলী:- তাই নাকি!? আপনি তো দেখছি বড়ই গবেষক! যাইহোক, তর্কের খাতিরে মেনে নিলাম পাপ করলে পরের জন্মে গরিব হবে। তারপরেও হবে না। কারণ যদি পাপ করলে শুধু গরিব হওয়াই শাস্তি হয় তাহলে বর্তমানে যারা গরিব তারা ধর্ষণ, চুরি, ছিনতাই, খুন সহ যত বড় বড় অপরাধ আছে সব করতে পারবে। কারণ হলো যেহেতু তারা গরিব সেহেতু পাপ করলে কোন সমস্যা নেই আবারো গরিব হয়ে জন্ম হবে এতে তাদের কোন ক্ষতি নেই। বরং গরিবরা বেশি পাপকাজ করবে তাহলে। যেহেতু পাপ করলে পূণর্জন্ম গরিব হয়ে জন্মানো সেহেতু গরিবরা খারাপ কাজ করবে। কারণ এমনিতেই যেহেতু গরিব সেহেতু চুরি ডাকাতি করে এক জীবন শেষ করে আবার গরিব হয়ে জন্ম নিলে আবার চুরি ছিনতাই করে জীবনকে উপভোগ করবে। 

তাহলে তো বেশিরভাগ মানুষ পাপীই হয়ে যাবে। কারণ সর্বোচ্চ শাস্তি গরিব হওয়া!! আর ইসলামে কিন্তু এমন নয় যে যেমন করবে তার শাস্তি ভয়াবহ। আশা করি নতুন করে বলতে হবে না। Open Challenge দিলাম পূণর্জন্ম আক্বীদাকে সঠিক ও যৌক্তিক প্রমাণ করুন। 

[ বিপ্লব ফোন কেঁটে দিলো ]

মুহাম্মদ আলী মোবাইলটা চার্জে দিয়ে বাইরে হাঁটতে লাগলো। খোলা আকাশের নিচে শীতল বাতাসের ছোয়ায় হাঁটতে হাঁটতে বিকেল পেরিয়ে গেলো।........... 

Post a Comment

0 Comments