যিশু কি মৃত্যুর পরে প্রথম পুনরুত্থান হন?




যিশু কি মৃত্যুর পরে প্রথম পুনরুত্থান হন?
Author:- Br. Rahul Hossain
__________________________________________________________________________________

জবাব : 

১) যীশুর মৃত্যু হয়েছে আমরা মুসলিমরা বিশ্বাস করিনা। (কুরআন সুরা ৪/১৫৭) এতএব তার পুনরুত্থানের গল্প সম্পূর্ণ ভিত্তিহীন। তবে খ্রীষ্টানদের বিশ্বাস তিনি মৃত্যু থেকে প্রথম পুরত্থান হয়েছেন। এই কারণে তিনি ঈশ্বর্। 

২) যিশুই যে প্রথম পুনরুত্থান/পুনরুজ্জীবিত হন। এটাও বাইবেল থেকে প্রমানিত নয়। বরং বাইবেল থেকে হাজার-হাজার মানুষের পুনরুত্থানের ঘটনা পাওয়া যায়। 

যে সমস্ত ব্যাক্তি বাইবেল থেকে প্রমানিত পুনরুত্থিত. হয়েছিল। 

(১) অধ্যক্ষ বা নেতার কন্যা, যার কথা শুধু প্রথম
তিন ইঞ্জিল মথি, মার্ক ও লুক উল্লেখ করেছে 



He said unto them, Give place: for the maid is not dead, but sleepeth. And they laughed him to scorn. But when the people were put forth, he went in, and took her by the hand, and the maid arose.



অর্থ :

যীশু বললেন, ‘তোমরা বাইরে যাও৷ মেয়েটি মরে নি, ও তো ঘুমিয়ে আছে৷’ লোকগুলো এইকথা শুনে তাঁকে নিয়ে হাসাহাসি করতে লাগল৷ লোকদের ঘর থেকে বের করে দেওয়া হলে, যীশু ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসল৷

(মথি ৯/২৪-২৫ ; মার্ক ৫/৪২ ; লূক ৮/৫৫ ) , 



(২) নায়িন নামক নগরের এক বিধবা মাতার একমাত্র সন্তান শুধু লুক তার কথা উল্লেখ করেছেন 



এর কিছু পরে ঈসা নায়িন্‌ নামে একটা গ্রামের দিকে চললেন। তাঁর সাহাবীরা এবং আরও অনেক লোক তাঁর সংগে সংগে যাচ্ছিলেন। যখন তিনি সেই গ্রামের দরজার কাছে পৌঁছালেন তখন লোকেরা একজন মৃত লোককে বাইরে নিয়ে যাচ্ছিল। যে লোকটি মারা গিয়েছিল সে ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর সেই মা-ও ছিল বিধবা গ্রামের অনেক লোক সেই বিধবার সংগে ছিল। সেই বিধবাকে দেখে ঈসা মমতায় পূর্ণ হয়ে বললেন, “আর কেঁদো না।”তারপর তিনি কাছে গিয়ে খাট ছুঁলেন। এতে যারা লাশ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। ঈসা বললেন, “যুবক, আমি তোমাকে বলছি, ওঠো।” তাতে যে মারা গিয়েছিল সেই লোকটি উঠে বসল এবং কথা বলতে লাগল। ঈসা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। (লূক ৭/১১-১৬ )



৩) লাসার নামক ব্যক্তি, যাকে জীবিত করার ঘটনা শুধুমাত্র যােহন উল্লেখ করেছেন (যােহন ১১/ ১-৪৪ ) 



পুরাতন নিয়ম থেকে আরাে হাজার হাজার মানুষের কথা জানা যায় যারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। 



৪) যিহিষ্কেল /ইহিস্কেল নবী হাজার হাজার মৃত মানুষকে জীবিত করেন (যিহিকেল ৩৭/১-১৪)



৫) এলিয়/ইলিয়াস (Elijah) একটি মৃত শিশুকে পুনর্জীবিত করেন (১- রাজাবলি ১৭/১৭-২৪) ইলীশায়/আল - ইয়াসা (Elisha) একজন মৃত বালককে পুনর্জীবিত করেন ( ২- রাজাবলি ৪/ ৮-৩৭)



নোট : 

ক) দুটো বিষয়ের মধ্যে বৈপরীত্য সুস্পষ্ট । ইঞ্জিলগুলাের ও পুরাতন নিয়মের বর্ণনাগুলাে সত্য বলে গ্রহণ করলে মৃতদের মধ্যে যীশুর প্রথম পুনরুত্থিত হওয়ার কথা মিথ্যা হতে বাধ্য ।



খ) দুটো পরস্পর বিরােধী কথাকে সত্য বলে গ্রহণ করার উপায় নেই । একটাকে মিথ্যা বা ভুল বলতেই হবে। 



গ) খ্রিষ্টান প্রচারকরা দাবি করবেন যে, যীশুই প্রথম পুনরুথিত- কথাটা মিথ্যা নয় । তবে কথাটার একটা প্রকৃত অর্থ আছে । সে প্রকৃত অর্থটা এ বাক্য থেকে বুঝা যায় না । এ বাক্যের সাথে দু - একটা শব্দ যােগ করলে সে অর্থ বুঝা যায় । যেমন যীশুই মৃতদের মধ্যে থেকে ‘ অনন্ত জীবনের জন্য প্রথম পুনরুত্থিত ।



জবাব : আমরা বলবো পবিত্র আত্মা কি এই ব্যাক্ষ্যা করেছেন। পবিত্র আত্মা এ শব্দগুলাে বলেননি । পবিত্র আত্মার না বলা ' বা ' বলতে ভুলে যাওয়া এ শব্দগুলাে যােগ করলেই এর প্রকৃত অর্থ পাওয়া যায় ! আমরা বলি এরূপ সকল ব্যাখ্যার একটাই অর্থ : বাইবেলে যা লেখা আছে তা মিথ্যা , তবে তার সাথে সংযােজন বা বিয়ােজন করে যে ব্যাক্ষ্যা দিচ্ছে সেটা সঠিক হতে পারে। 



কবরস্থ ব্যক্তি জীবিত হন অথবা হন না ।

Post a Comment

1 Comments

  1. JackpotCity Casino Review & Ratings 2021
    JackpotCity is a legit online 춘천 출장안마 casino. It has 강원도 출장마사지 no gaming license 용인 출장샵 in the 순천 출장안마 UK and 제주도 출장마사지 is also offering casino promotions in other countries. It is not

    ReplyDelete