ইবুক সত্যার্থ প্রকাশ - (বাস্তবতা:- মিথ্যার্থ প্রকাশ)



ইবুক সত্যার্থ প্রকাশ - (বাস্তবতা:- মিথ্যার্থ প্রকাশ)
____________________________________________________________________________________

বইটি ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন। 




বইটা রিভিউ দেওয়ার কোন ইচ্ছা নেই। আর নেই সেটা শেয়ার করার ইচ্ছা। তারপরেও দেওয়ার কারণ হচ্ছে সত্যার্থ প্রকাশের অনেক ইবুক আছে। এবং সেখানে পৃষ্ঠা সংখ্যায় তারতম্য আছে। আর আমি এই বইয়ের জবাব ও মিথ্যাচার ধরিয়ে দিলে অনেক হিন্দুদাদারা পৃষ্ঠা খুঁজে পান না। অন্য ইবুক হওয়ার কারণে। সুতরাং পৃষ্ঠার তারতম্য হওয়া স্বাভাবিক। তাই উপরে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে সকলে ডাউনলোড করুন। আর এই ওয়েবসাইটে সত্যার্থ প্রকাশের যত রেফারেন্স দেওয়া হয় সব এই বই থেকেই। এ কারণেই বইটি শেয়ার করা হলো। 

বইটি সম্পর্কে! 

এই বইটিতে স্বামী দয়ানন্দ স্বরস্বতী ইসলামকে নিয়ে প্রচুর অপপ্রচার করেছে। তার বইয়ে ত্রুটির শেষ নেই। প্রতিটি লাইনে লাইনে অপপ্রচার। 

আর এই সকল প্রশ্ন ও অভিযোগের খন্ডন আমরা করছি। এবং সাথে পাল্টা প্রশ্নও ছুড়ে দিচ্ছি। 

আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

[ বি:দ্র: এই বইটি আমাদের তৈরি নয় বরং আর্য সমাজের তৈরি ধন্যবাদ এ বইটির জবাব নিয়ে মুহাম্মদ আলী সিরিজের লেখা গুলি পড়া যেতে পারে। ]

পড়ে আসুন... 

Post a Comment

0 Comments