ডায়েরি পর্ব - এক


মুহাম্মদ আলী, সিরিজ - ৮
বিষয়:- ডায়েরি পর্ব - এক! 
____________________________________________________________________________

মুহাম্মদ আলীর একটি ডায়েরি আছে খুব পুরনো। বড় একটা ডায়েরি, মুহাম্মদ আলী তার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই সেই ডায়েরিতে লিখে রাখে! সাথে কিছু প্রয়োজনীয় বিষয় লিখে রাখে। শুধু লিখেই রাখে না মোবাইল থেকে সে বিষয়ে কোন ফটো থাকলে তা ছাপিয়ে সেই ডায়েরিতে লাগিয়ে রাখে! 

মুহাম্মদ আলী আজ তার ডায়েরিতে যা লিখলো! নিম্নরূপ,,, 

*ডায়েরির লেখা*

তারিখ:- ৩০/৮/২০২০

আলহামদুলিল্লাহ, 
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। 

অনেক হিন্দুরা কুরআনকে ব্যাকারণগত ভুল দাবী করার চেষ্টা করে। তারা বলে সূরা ফাতিহা নাকি ভুল বা আল্লাহর বাণী নয়। যেখানে কিনা সূরা ফাতিহা আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে। এ কারণেই সূরা ফাতিহা কে বলা হয় "হামদ"। কুরআন ব্যাকারণগত ভুল আছে সেটা শুধু হিন্দুরাই নয় সাথে খ্রিষ্টান-নাস্তিকরাও এমন দাবী করে। আমরা জানি কুরআন আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ আমাদের কুরআনের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন অনেক উপদেশ দিয়েছেন আবার আমাদের শিখানোর মতন করে কথা বলেছেন। কিন্তু হিন্দুরা তারপরেও দাবী করে কুরআন নাকি অন্যের লেখা!

সেই সকল হিন্দু দাদের নিকট আমার প্রশ্ন,,, 

[১]

পয়েন্ট:- "সেই আনন্দ স্বরূপ পরমাত্মাকে আমরা মনের দ্বারা উপাসনা করি" (যজুর্বেদ ২৩/৩) 

প্রশ্ন:- যদি বেদ ঈশ্বরের বাণী হয়ে থাকে তাহলে উপরের মন্ত্রে ঈশ্বর আবার কোন ঈশ্বরের উপাসনা করছে? তাহলে কি বহু ঈশ্বর রয়েছে? নাকি বেদ মানব রচিত? 

[২]

পয়েন্ট:- "আমরা সেই আনন্দ স্বরূপ পরমাত্মাকে ভক্তির সাথে উপাসনা করি" (যজুর্বেদ ৩২/৬) 

প্রশ্ন:- উপাসনা! পরমাত্মা আবার কাকে উপসনা করছে! আবার বলা "আমরা" অর্থাৎ কোন মানব লিখেছে "আমরা উপসনা করি" তাহলে কি ধরে নিবো? যে বেদে ঈশ্বরের কথা ও সাথে ঋষিদের কথা সংযুক্ত!? 

[৩]

পয়েন্ট:- "আমরা তোমাকে অধিক হইতে অধিকতর ভক্তি করিতে থাকবো। হে প্রকাশ স্বরূপ পরমাত্মা" (যজুর্বেদ ৪০/১৬) 

প্রশ্ন:- তাহলে কি বেদ মানব লিখিত? যার কারণে মানবরা বলছে "তোমাকে ভক্তি করব হে প্রকাশ স্বরূপ পরমাত্মা"? 

[৪]

পয়েন্ট:- "হে পরমাত্মন! তুমি তেজস্বী আমাতে তেজ স্থাপন কর। তুমি বীর্যবান আমাতে বীর্য স্থাপন কর।"... (যজুর্বেদ ১৯/৯) 

প্রশ্ন:- বেদের ঈশ্বর আবার কার কছে তেজ-বীর্য চাচ্ছে? 

[৫]

পয়েন্ট:- "হে পরমাত্মন! বিদ্বানেরা ও রক্ষকেরা যে মেধাকে সেবা করিয়া থাকেন। সেই মেধা দ্বারা আজ আমায় মেধাবী করো।" (যজুর্বেদ ৩২/১৪) 

প্রশ্ন:- ঈশ্বর আবার কোন ঈশ্বরের কাছে মেধা চাচ্ছে!? 

[৬]

পয়েন্ট:- বনস্পতি আমাদের জন্য মধুময় হোক!!.... (ঋগ্বেদ ১/৯০/৮) 

প্রশ্ন:- ঈশ্বর আবার কোন ঈশ্বরকে বলছে বনস্পতি মধুময় হোক আমাদের জন্য!? 

এমন হাজার হাজার মন্ত্র বেদে আছে। কিন্তু আমরা তা নিয়ে সমলোচনা করি না। কিন্তু তখন আফসোস হয় যখন "বিসমিল্লাতে" ভুল পায় এবং সেটা আল্লাহর বাণী নয় দাবী করে হিন্দু "মহর্ষি দয়ানন্দ স্বরস্বতী" তার সত্যার্থ প্রকাশে! 

বড়ই আফসোস এসব লেখকদের প্রতি!"

______

এই লেখাটি মুহাম্মদ আলী তার ফেইসবুকের টাইমলাইনে পোষ্ট করলো! কিছুক্ষণ বাদে দয়ানন্দ একটি কমেন্ট করলো! শুধু Angry স্টিকার! মুহাম্মদ আলী তার কমেন্টের রিপ্লাইয়ে লিখলো,,,, 

"রেগে গেলেন তো হেরে গেলেন"

বাকিটা ইতিহাস!........ 

Post a Comment

0 Comments