কুরবানী নিয়ে যত সমস্যা! - সমাধান


মুহাম্মদ আলী, সিরিজ - ৩
বিষয়:- কুরবানী নিয়ে যত সমস্যা! 
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

কুরবানীর ঈদ খুব ভালো ভাবেই কেঁটে গেলো। আর মজাদার খাওয়াও হলো। খেয়ে-দেয়ে মুহাম্মদ আলী একটা বই পড়ছে বইটির নাম সত্যার্থ প্রকাশ। পড়ছে আর হাসছে। হঠাৎ দেখতে পেলো আরজ আলী আর সুরুইজ্জা সাথে আরো একটা ছেলে। 

মুহাম্মদ আলী:- আসসালামু আলাইকুম। 

সুরুইজ্জা:- শুনো তোমার সাথে আলোচনা করতে আমার একজন স্যার এসেছে। তার নাম আসিফ। তার হাত ধরেই আমি মুক্তচিন্তা শিখেছি। 

[ মুহাম্মদ আলী আর আসিফ একটু কথাবার্তা করলো। এমন সময় আসিফ বলল ]

আসিফ:- শুনো মুহাম্মদ আলী। তুমি যত কিছুই বলো না কেনো। কুরবানী একটি বর্বর ও নিষ্ঠুর কাজ। তা মানুষকে নিষ্ঠুরতা শিখায়। 

[ আরজ আলী আর সুরুইজ্জা নিশ্চুপ হয়ে শ্রবণ করতে লাগলো ]

মুহাম্মদ আলী:- কিভাবে জনাব? 

আসিফ:- প্রকাশ্য দিবালোকে একটি নিরীহ পশুকে কয়েকজন মিলে‌ বেঁধে গলায় ছুরি চালিয়া হত্যা‌ কি মানুষকে হিংস্রতা,নিষ্ঠুরতা ছাড়া কিছু শেখায় ? এভাবে যারা আল্লাহর নামে পশু হত্যা করতে দ্বিধাবোধ করে না, তারা তো মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। বিভিন্ন দেশে জঙ্গিরা তো‌‌ এমনভাবেই আল্লাহর নামে নিরীহ মানুষকে জবাই ‌করছে।

মুহাম্মদ আলী:- ওও তাই? আচ্ছা। আপনি কিছু মনে করবেন না। একটা প্রশ্ন করতে চাই। করবো? 

আসিফ:- (বিরক্ত সূরে) করো। 

মুহাম্মদ আলী:- আপনি কি বিয়ে করেছেন? 

আসিফ:- হ্যাঁ আমি বিয়ে করেছি। আমার একটি ছেলেও আছে নাম সিদ্ধার্থ। 

মুহাম্মদ আলী:- ভালো। 

আসিফ:- এবার আমার উত্তর দেও। নাকি সব হাওয়া চলে গেছে। হা হা হা

[ আসিফের হাসি দেখে সুরুইজ্জা আর আরজ আলী হাসছে ]

মুহাম্মদ আলী:- আসিফ দাদা আপনি তাহলে‌ সবথেকে বড় নিষ্ঠুর এবং হিংস্র। আপনি বাঁজার থেকে মাছ কিনে মাছকে পাঁচ টুকরা করেন কত‌ হিংস্র আপনি আর যারা খায় সকলে! মাছকে পাঁচ টুকরা করেন আপনার ছেলে‌ এসব দেখে হিংস্রতা আর নিষ্ঠুরতা শিখছে !?

[ আসিফের মূখ হাস্যজ্জল থেকে ফ্যাকাশে হয়ে গেলো ]

আসিফ:- মানে। 

মুহাম্মদ আলী:- আর, আপনি রেস্টুরেন্টে গিয়ে চিকেন কাবাব চিকেন রোল চিকেন বার্গার খেয়ে আপনার সন্তানকে নিষ্ঠুরতা শিখাচ্ছেন হিংস্রতা শিখাচ্ছেন। কারণ গরুর থেকে মুরগী আরোও নিরীহ।ছি ছি আসিফ দাদা এতো নিষ্ঠুর‌ কেমনে হলেন ? সন্তানকে নিষ্ঠুরতা শিখাচ্ছেন ! আবার বাসায় মুরগী‌ এনে টকরো টুকরো করেন আর বাচ্চারা দেখে শিখে নিষ্ঠুরতা এবং হিংস্রতা। আসিফ দাদা তাহলে‌ তো আপনিও মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করবেন না। 
বিভিন্ন দেশের সন্ত্রাসরা আপনার মতই‌ মুরগী,মাছ মেরে মানুষকেও ‌মেরে ফেলে! 

[ সুরুইজ্জা আর আরজ দুইজনই আসিফের দিকে হা করে তাকিয়ে আছে ]

আসিফ:- (নিশ্চুপ) 

মুহাম্মদ আলী:- কিছু বলেন? 

আসিফ:- ইয়ে মানে আমার ছেলেটা খুবি অসুস্থ ঔষধ নিয়ে যেতে হবে। 

মুহাম্মদ আলী:- কেলেংকারী ব্যাপার দেখছি, আপনার ছেলেকে ঔষধ দিয়ে আপনি ভাইরাস/ব্যাকটেরিয়া/পরজীবী হত্যা করবেন কেনো?? এদের কি জীবন নেই?? 

[ আসিফকে আর ধরে কে সে এক লাফ দিয়ে ভাগলো। ছোটদের কাছে এমন ধরা খাবে সে কখনো ভাবে নি ]

মুহাম্মদ আলী:- কিরে সুরুইজ্জা আর আরইজ্জা? কিছু বলবেন? নাকি চলে যাবেন? 

সুরুইজ্জা:- আমার কিছু কথা বলার আছে। তার আগে মশা মারার কোন স্প্রে দিয়ে মশা ভাগাও। 

[ সুরুইজ্জার হাতে একটা মশা বসলো মশাটাকে সুরুইজ্জা থাবা দিয়ে মেরে ফেলল ]

মুহাম্মদ আলী:- হায় হায় হায়। একই করলে সুরুইজ্জা? তুমি মশা হত্যা করলে? 

সুরুইজ্জা:- হুম করলাম। তেলাপোকা, ইঁদুর এসবো তো আমরা মারি প্রয়োজনে। সাপ কেও তো মারা লাগে। 

মুহাম্মদ আলী:- এদের কি জীবন নেই এর কি নিরীহ নয়?? এদের হত্যা করা বর্বর নয়?? 

[ সুরুইজ্জা একদম নিশ্চুপ হয়ে চলে গেলো ]

আরইজ্জা (ওরফে আরজ আলী) :- আচ্ছা, আমিও তাহলে আসি। 

মুহাম্মদ আলী:- কেনো? আলোচনা করবেন না? 

আরইজ্জা:- না। তবে একটা কথা বলতে চাই। কুরবানী দিয়ে কি লাভ শুধু অহংকার। কে কত টাকা দিয়ে গরু কিনল অহংকার আর অহংকার।

মুহাম্মদ আলী:- আমি আপনার সাথে একমত যে অনেক লোক গরু কুরবানী দিয়ে হজ করে অহংকার দেখায়। কিন্তু সেটা ইসলাম সাপোর্ট করে না। যেহেতু ইসলাম সাপোর্ট করে না সেহেতু আপনার "যুক্তি" একদম 000 কারণ ইসলামকে সমলোচনা করতে গিয়ে আপনি কে কি করে সেটা নিয়ে বিচার করছেন। আপনি কি জানেন অহংকার সম্পর্কে ইসলাম কি বলে !?

لَا جَرَمَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না।
(সূরাঃ নাহল, আয়াতঃ ২৩)

তাহলে আমরা বুঝলাম "অহংকার করা ইসলাম সাপোর্ট করে না" সেহেতু আপনি কোন আক্কেলে যারা খারাপ কাজ করে তাদের সাথে ইসলামকে গুলিয়ে ফেললেন !? যারা খারাপ করে তারা শাস্তি পাবে আপনি‌ খারাপ লোকদের অবস্থা দেখে ইসলামকে কাটক্ষ করেন কোন যুক্তিতে !?

আরইজ্জা:- ইয়ে,, ইসলাম কি সকলে মানে ? কুরবানীর মাংস গরিবদের কি তিনভাগের একভাগ দেয়?

জবাব:- আমি একটা বিষয় লক্ষ্য করলাম আপনি প্রতিটি কথায় এক গান গাচ্ছেন সেটা হলো " লোকে কি ভাবে" "লোকে কি করে" লোকে কি বলে" আসলেই আপনার তারিফ করা উচিত। সরকার বলে ধর্ষণ না করতে এখন কেউ‌ধর্ষন করলে কি আপনি কি বলবেন "সরকার বানানো বন্ধ করুন লোকে তো আর নিয়ম কানুন মানে না"!? কে কি মানলো না তাতে ইসলাম কিছুই আসে যায় না। যত্যসব অযৈক্তিক কথাবার্তা।

আরইজ্জা:- যে বিধান কেউ মানে না সে বিধান অকার্যকর, ভুল বিধান। সে বিধান তো আল্লাহর হতে পারে না।

মুহাম্মদ আলী:- হা হা হা এতো নিচু মানের যুক্তি। শুনুন ইসলাম অনুযায়ী‌ মদ হারাম। আইন অনুযায়ীও মাদক খারাপ। যেহেতু অনেকে মদ খায় সেহেতু কি আইনের নিয়ম ও ইসলামের কথা অকার্যকর ??
তার মানে যারা "মদ না খাওয়ার নিয়ম দেয়" তারা ভুল নিয়ম দেয় ??? যার কারণে কেউ‌ মানে না। !?

আরজ আলী:- আমি যাই তাহলে। পরে কথা হবে। আমার খুবি জরুরি কাজ আছে। 

[ আরজ আলীর প্রস্থান ]

Post a Comment

0 Comments