সকল প্রশংসা কিভাবে আল্লাহর? (সূরা ফাতিহা-১)


গলদ সমাচার পর্ব-২
Author:- SH Shakib
বিষয়ঃ সকল প্রশংসা কিভাবে আল্লাহর? 
(সূরা ফাতিহা-১)
__________________________________________________________________________________

নাস্তিকঃ হুজুর,আপনারা কি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কিছুর প্রশংসা করেন না?

হুজুরঃ হ্যা করি,তাতে কি হয়েছে?

নাস্তিকঃ তাইলে সকল প্রশংসা আল্লাহর কিভাবে হয়?আল্লাহ কী তার আয়াতের বাস্তবায়ন করতে ব্যার্থ নাকি?😃
আমরা যদি অন্য কারও একটু প্রশংসাও করি তাহলেই ত এ আয়াত মিথ্যা হয়ে যায়।😃

হুজুরঃ আচ্ছা,তার আগে এটা বলেন যে আপনারা সারাদিন "বিজ্ঞান বিজ্ঞান" বলে যিকির করেন কেন?

নাস্তিকঃ বিজ্ঞানের কারণেই ত আজ আমরা আরামে বাচতে পারছি।সকালে দাত পরিষ্কার করা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সব কাজই সহজ করে দিয়েছে বিজ্ঞান।
আপনার ধর্ম ত কিছুই করতে পারে না,উল্টো জীবনটারে আরও জটিল করে দেয়😤

হুজুরঃ সব ক্রেডিট ত শুধু বিজ্ঞানকেই দিয়ে দিলেন।বিজ্ঞানীদের কি কোনো ক্রেডিট নেই?

নাস্তিকঃ কী প্যাচাল পাড়েন মিয়া!বিজ্ঞান ত বিজ্ঞানীদেরই চিন্তার ফসল।তাই বিজ্ঞানকে ক্রেডিট দিলে পরোক্ষভাবে বিজ্ঞানীরই প্রশংসা করা হয়।যেমনঃ আপনি কারও রান্নার প্রশংসা করলে পরোক্ষভাবে তারই প্রশংসা করছেন।কারণ রান্নাটা সে করেছে।

হুজুরঃ তেমনি কোনো মানুষ বা অন্য কিছুর প্রশংসা করলে পরোক্ষভাবে আল্লাহরই প্রশংসা করা হয় ,যেহেতু তিনি সবকিছুর সৃষ্টিকর্তা।তাই কারও প্রশংসা করলেও আল্লাহর আয়াত মিথ্যা হয়ে যায় না।😌
নাস্তিকঃ পরোক্ষভাবে শুধু প্রশংসাই বর্তাবে?নিন্দা বর্তাবে না কেন? ডাবল স্ট্যান্ডার্ড!😄

হুজুরঃ বিজ্ঞান এর আবিষ্কারও ত আমাদের কত ক্ষতি হচ্ছে।যেমনঃ মোবাইল ফোন বেশি ব্যবহারে চোখের ক্ষতি হয়,পারমাণবিক বোমার ব্যবহার...
আপনি ত বিজ্ঞানের শুধু প্রশংসাই করলেন।তাহলে এসব ক্ষতির দায় বিজ্ঞান নেবে না কেন?

নাস্তিকঃকেউ অপব্যবহার করলে সেটা ঐ মানুষের দোষ,বিজ্ঞানের নয়।দোষ আপনি করলে বিজ্ঞান দায় নেবে কেন?বিজ্ঞান ত মানুষকে অপব্যবহার করতে বলেনি!
হুজুরঃ আল্লাহও ত মানুষকে খারাপ কাজের জন্য হাত,পা,মগজ এগুলো দেয়নি,ভালো কাজের জন্য দিয়েছে।মানুষ দোষ করলে তার নিন্দা আল্লাহর ওপর বর্তাবে কেন?তিনি ত মানুষকে খারাপ কাজ করতে বলেনি!

নাস্তিকঃ অ😒

হুজুরঃ আমার মনে কয়দিন ধরে একটা প্রশ্ন ঘুরছে।বলব ভাই?
নাস্তিকঃ বলেন।
হুজুরঃ আপনারা ত বলেন যে বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করেই সিদ্ধান্ত দেয়।তাই না?
নাস্তিকঃ হুম।
হুজুরঃ কিন্ত বিজ্ঞানীরা যে পরীক্ষা-নিরীক্ষা করেই সব সিদ্ধান্ত দেয় তা কি আপনি পরীক্ষা করে দেখেছেন?নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন?

নাস্তিকঃ ইয়ে মানে...😓...মনে হচ্চে প্রকৃতি ডাকছে😅...একটু ছোট ঘরে যেতে হবে😓..আসি হুজুর

Post a Comment

0 Comments