কুরআনের অলৌকিকতা পিরামিডের নির্মান আল্লাহর অস্তিত্ব প্রমাণিত!



লেখকঃ- আফিফ আলী সাদাফ
__________________________________________________________________________________

পুর্ববর্তী ইজিপটোলজিস্ট এবং জিওলজিস্ট দের ধারণা ছিল পিরামিড লাইমস্টোন ব্লক দ্বারা তৈরী। আনুমানিক একেকটি ৭০ টন এর উপরে। ধারণা এও ছিল যে এত ওজনদার বস্তু তোলা কোন সুপারম্যান কিংবা সুপারহিউম্যান দ্বারাই সম্ভব। কিন্তু বর্তমানে ইলেক্ট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হবার কারণে। জিওলজিস্ট, ইজিপটোলজিস্ট রা আবিষ্কার করেছেন যে, পিরামিডের শির্ষে যেসকল ইট রয়েছে সেগুলো আসলে পক্ব /bake করে ছাচে ঢেলে তৈরী করা হয়। অনেকটা বর্তমান সময়ের সিমেন্টের মত বলা যেতে পারে। আসুন কিছু গবেষণা দেখা যাক।

Professor Michel Barsoum, Distinguished Professor in the Department of Materials Science and Engineering at Drexel University, and colleagues [১]

এর গবেষণায় ফুটে উঠেছে, 

- গিজার পিরামিড গুলো লাইমস্টোন ব্লক দ্বারা তৈরী।

তবে ইলেক্ট্রন মাইক্রোস্কোপ থেকে প্রমাণিত হয় যে, সেগুলো প্রাকৃতিক লাইমস্টোন ব্লক নয় বরং সেগুলোতে কিছু মডিফিকেশন করা হয়েছে,

তারা সেখানে পেয়েছে অতিক্ষুদ্র গঠনের ভেতরের এবং বাহিরের পাথরের আবরণ প্রকৃতপক্ষে মডিফাইড বা পুনগর্ঠিত লাইমস্টোন এর সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। সহজ ভাষায় বললে প্রাকৃতিক লাইমস্টোন কে প্রকৃতপক্ষে মডিফাই বা বদলে দেয়া হয়েছে। এবং সেই পাথর গুলোতে পানির পরিমাণও অনেক বেশি [২]।

এছাড়া CRAIG FREUDENRICH, PH.D. এর তথ্য অনুযায়ী পিরামিড তৈরী হয়েছে লাইমস্টোন, গ্রেনাইট,বাসাল্ট,জিপসাম এবং পক্ব বা baked মাটি দ্বারা [৩]।

এমনকি সেইসকল লাইমস্টোন পাথরে অধিক মাত্রায় পানি থাকায় সেটা স্বাভাবিকভাবে শুকোনো সম্ভব না। Giza plateau তে প্রাকৃতিক লাইমস্টোন পাওয়া গেছে এবং সেখান থেকে জানা যায় সেইসকল স্টোন এর Inner এবং Outter casing নিরাকার। সহজভাবে বলতে গেলে সেগুলোর এটম পর্যায়ক্রমে নাই। এবং Barsoum এবং তার ছাত্র Aaron Sakulich এর গবেষণা অনুযায়ী পিরামিড এ যে লাইমস্টোন ব্লক রয়েছে তা প্রকৃতিতে পাওয়া যায়না। এরকারণ হল প্রাকৃতিক লাইমস্টোন এ পানির মাত্রা বেশি হওয়ায় ইজিপশিয়ান শাসকেরা সেগুলো Bake করে ছাচে ঢেলে এবং সেটা দ্বারা পিরামিড তৈরী করে যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায়না [৪]

কুরআনে বলা হয়েছে,

وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَا هَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَل لِّي صَرْحًا لَّعَلِّي أَطَّلِعُ إِلَىٰ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ - 28:38

And Pharaoh said, "O eminent ones, I have not known you to have a god other than me. Then ignite for me, O Haman, [a fire] upon the clay and make for me a tower that I may look at the God of Moses. And indeed, I do think he is among the liars."

আর ফির‘আউন বলল, ‘হে পরিষদবর্গ ! আমি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ আছে বলে জানি না ! অতএব হে হামান! তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরী কর; হয়ত আমি সেটাতে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। আর আমি তো মনে করি, সে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’

এখানে স্পষ্ট বলে দেয়া হয়েছে যেখানে ফারাও হামান কে ইট পোড়াতে বলছে যাতে সে সুউচ্চ ইমারতে উঠে মূসা আঃ এর রবকে দেখতে পায়।
অথচ এগুলো সম্প্রতি আবিষ্কার যে পিরামিডের পাথরগুলো পক্ব বা baked পাথর দিয়ে তৈরী। যা ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দ্বারা প্রমাণ সম্ভব হয়েছে। এছাড়া মুহাম্মাদ সাঃ এর আসার ৩০০০ বছর আগেই ইজিপশিয়ান ভাষা বিলুপ্ত হয়ে যায় [৫]  তখন তো ইজিপশিয়ান ইতিহাস জানা সুদূর স্বপ্নের ব্যাপার কেননা কিছুকাল আগের ইজিপ্টোলজিস্ট আর জিওলজিস্ট রা মনে করতো পিরামিড কোন সুপারম্যান কিংবা সুপারহিউম্যান দ্বারা তৈরী। অথচ রাসুলুল্লাহ সাঃ কিভাবে এত যুক্তিপূর্ণ কথা কিভাবে বললেন ১৪০০ বছর আগে? আর হ্যা বাইবেলেও হামান বা এই রকম কোন ঘটনা নাই তাই নাস্তিকরা এতে।কোন এক্সকিউজ দিতে পারবেনা।

তথ্যসূত্রঃ

১. Drexel University College of Engineering, Solving the Mysteries of the Pyramids, 2006 -
https://drexel.edu/engineering/news-events/news/archive/2006/December/solving-the-mysteries-of-the-pyramids/

২. Live Science, The Surprising Truth About How the Great Pyramids Were Built, 2007. -
https://www.livescience.com/1554-surprising-truth-great-pyramids-built.html

৩. How Pyramids Works by CRAIG FREUDENRICH, PH.D. - https://science.howstuffworks.com/engineering/structural/pyramid4.htm

৪. পূর্বের সূত্রগুলো দেখুন।

৫. Egyptian language - https://en.m.wikipedia.org/wiki/Egyptian_language

Post a Comment

0 Comments