অনন্তকালের শাস্তি ও স্রষ্টার ন্যায়বিচার


গলদ সমাচার পর্ব-৩
বিষয়ঃ অনন্তকালের শাস্তি ও স্রষ্টার ন্যায়বিচার
Author:-SH Shakib
_______________

নাস্তিকঃ হুজুর,আপনার স্রষ্টা নাকি ন্যায়বিচার করে,কারও প্রতি জুলুম করে না?
হুজুরঃ হুম।
নাস্তিকঃ দুনিয়ায় ত মানুষ চিরকাল থাকে না।তাইলে সাময়িক সময়ের পাপের জন্য আপনার স্রষ্টা চিরকাল জাহান্নামে পোড়াবে কেন?এটা কি ন্যায়বিচার হলো?
হুজুরঃ আপনারা কি আল্লাহর আইন মানেন নাকি?😒

নাস্তিকঃ আপনারাই ত স্রষ্টাকে ন্যায়পরায়ণ বলে লেকচার দেন,তাই জিজ্ঞেস করলাম।আমরা সংবিধানের আইন মেনে চলি,কোনো কাল্পনিক চরিত্রের নয়।😐
হুজুরঃ ও আচ্ছা।ত সংবিধানে ধর্ষণের শাস্তি কী?

নাস্তিকঃ যাবজ্জীবন কারাদন্ড।সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডও দেয়।
হুজুরঃ এই শাস্তি কী আপনার কাছে অন্যায় মনে হয় না?
নাস্তিকঃ মানে? কেন অন্যায় হবে?
হুজুরঃ ধর্ষক কী সারাজীবন ধরে ধর্ষণ করে নাকি যে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেবে?কেউ যদি ১ ঘন্টা ধরে ধর্ষণ করে তাহলে তাকে ১ ঘন্টা কারাদন্ড দেয়া উচিত। যাবজ্জীবন কারাদন্ড কেন দেয়া হবে?এটা কি অন্যায় হয়ে যায় না?

নাস্তিকঃ কি সব আজেবোজে বকেন? ধর্ষণ জিনিসটা ওরকমই জঘন্য,তাই তার শাস্তি সংবিধানে এরকম কঠিন করা হয়েছে,এটাই ন্যায়বিচার।শাস্তি এরকম কঠিন হলেই ত মানুষ এসব অপকর্ম থেকে বিরত থাকবে।অপকর্মের সময় মেপে ত শাস্তি নির্ধারণ হয় না।

হুজুরঃ তেমনি আল্লাহও কিছু পাপের জন্য চিরকাল জাহান্নাম পোড়ানোর শাস্তি নির্ধারণ করেছে।যদিও সে সাময়িক পাপ করে, তাও সেটা আল্লাহর কাছে জঘন্য।ফলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে যাতে সে পাপ থেকে বিরত থাকে।কতক্ষণ ধরে অপকর্ম করল সেটা জরুরি না।তাই আপনার যুক্তি অনুসারে সংবিধানের মত এটাও ন্যায়বিচার।

নাস্তিকঃ অ😒
হুজুরঃ আমারও একটা প্রশ্ন ছিল।
নাস্তিকঃ জি বলুন।
হুজুরঃ আপনারা ত সংবিধান মানেন। তাই না?
নাস্তিকঃ হুম।
হুজুরঃ তাইলে সারাদিন ধর্ম অবমাননা করেন কেন?
নাস্তিকঃ ইয়ে... মানে...প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে মনে হচ্ছে।আসি হুজুর😓

Post a Comment

0 Comments