পৃথিবীর সকল মানুষ যেহেতু আদম (আঃ) এর সন্তান তাহলে কেনো একে অপরের DNA মিলে না!?
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুুম,,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। সালাম ও দুরূদ প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর উপর।
.
📎 জবাব:- আমরা মুসলিম আমাদের পূর্বপুরুষ কোন পশু নয় বরং মানুষ।
.
আল্লাহ বলেন,,,
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ ۚ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ اللَّهِ هُمْ يَكْفُرُونَ
💕আল্লাহ তোমাদের জন্যে তোমাদেরই শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পৌত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন। অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? [১]
.
.
আমরা আদম সন্তান আর আমরা মর্যাদাবান,,
.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
💕নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। [২]
.
.
প্রশ্নটার গোড়াতেই সমস্যা রয়েছে। আদম (আঃ) এর সন্তান হতে হলে যে সকল মানুষের DNA আদম (আঃ) এর মতনই থাকতে হবে একটুখানিও ব্যাবধান হবে না তা ভুল ধারণা। আমরা জানি আদম (আঃ) যখন জান্নাতে ছিলেন তখন তিনি ৬০ হাত লম্বা। আদম (আঃ) পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আর আদম (আঃ) আর আমাদের যে মিল থাকবে তা ভুল। অন্যদিকে প্রাণিদের সাথেও আমাদের DNA এর মিল। মানুষের জিন এনকোডিং প্রোটিনগুলো বাদুড়, ইঁদুর ও অন্যান্যে প্রাণিদের সাথেও মিল আছে। তাহলে কি প্রমাণ হয় আমরা সেই প্রাণিদের থেকে বিবর্তিত!? শিম্পাঞ্জির সাথেও মিল আছে মানুষের DNA এর।
.
◾তাই আদম (আঃ) এর সন্তান বলে যে DNA একই থাকতে হবে ব্যাবধান থাকবে না তা ভুল ধারণা। যদি তাই হতো তাহলে আমাদের মানতে হবে আমরা "ইঁদুর,বিড়াল, শিম্পাঞ্জি" থেকে বিবর্তিত। তাই বিজ্ঞানও আমাদের এই বিষয় স্পষ্ট করেছে।
.
"A 2005 study found that chimpanzees — our closest living evolutionary relatives — are 96 per cent genetically similar to humans.
Cats are more like us than you'd think. A 2007 study found that about 90 per cent of the genes in the Abyssinian domestic cat are similar to humans.
When it comes to protein-encoding genes, mice are 85 per cent similar to humans. For non-coding genes, it is only about 50 per cent. The National Human Genome Research Institute attributes this similarity to a shared ancestor about 80 million years ago." [৩]
.
.
◾তাহলে আমরা বুঝলাম DNA অন্যান্য দের সাথে মিললেই সেটা প্রমাণ করে না যে সে পূর্বপুরুষ। মানুষের DNA সাথে অনেক প্রাণির DNA এক। তাই প্রশ্নটি এমনিতেই ভুল হবে। অন্যদিকে আদম (আঃ) আর আমাদের সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে। আদম (আঃ) শুক্রাণু-ডিম্বাণু দিয়ে আসে নি বরং আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। ঈসা (আঃ) এর দৃষ্টান্ত আদম (আঃ) এর মতন,,,
.
.
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ ۖ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ
💕নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। [৪]
.
.
◾তাই DNA এর সাথে মিললেই যে সেটা পূর্বপুরুষ হবে তা একদম ভুল। যদি তাই হতো তাহলে বিড়াল এর সাথে আমাদের 90% মিল তার মানে আমরা বিড়ালের বংশধর হয়ে গেলাম!?
.
অতএব,, সকল মানুষ আদম (আঃ) এর সন্তান হয়েছে বলেছে যে আদম (আঃ) এর DNA অর্থাৎ সকল মানুষের এক DNA থাকবে তা ভুল ধারণা। একটি বিড়ালের সাথেও DNA এর মিল রয়েছে তাহলে কি আমি বলব আমরা বিড়ালে বংশধর!? আমার DNA এর সাথে আমার বাবার DNA মিলে আবার বিড়ালের-শিম্পাঞ্জি-ইঁদুর-বাদুড় ইত্যাদি পশুর ডিএনএ মিলে যায়। তাহলে কি এসব সব প্রাণির বংশধর আমরা তা প্রমাণ হয়!? উত্তর হচ্ছে "না"। তাই একে অপরের DNA মিল না হলে যে আদম (আঃ) এর সন্তান আমরা নই তা প্রমাণ হয় না।
.
.
◾তবে আরেকটা প্রশ্ন রয়ে যায়। সেটা হলো ইসলাম বিরোধীরা বলতে চায় আদম (আঃ) এর হাড় থেকে যেহেতু হাওয়া (আঃ) সৃষ্টি সেহেতু হাওয়া (আঃ) ক্রোমোজোমও আদম (আঃ) এর মতন হবে। কিন্তু আজ আমরা দেখছি একজনের সাথে অন্যের DNA তে অমিল রয়েছে। অর্থাৎ কুরআন ভুল। (নঊজুবিল্লাহ)
.
📎 জবাব:- এই হলো ইসলাম বিরোধীদের অবস্থা। যাইহোক,, উপর থেকে আমরা বুঝেছি আদম (আঃ) এবং হাওয়া (আঃ) এর সৃষ্টি আলাদা ছিলো। তারা কেউ পিতা মাতা থেকে আসে নি বরং আল্লাহ তাদের সৃষ্টি করেছেন পিতা মাতা ছাড়া। আর ঈসা (আঃ) ও পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে। ঈসা (আঃ) পিতা ছাড়া জন্ম নিয়েছেন এটা নিয়েও অনেক ইসলাম বিরোধীদের সমস্যা। কিন্তু আজ আমরা জানি যে এক ধরনের মৌমাছি আছে যারা পুরুষ ছাড়াই সন্তান জন্ম নেয়।
তাহলে ঈসা (আঃ) এর ক্ষেত্রে কেনো আল্লাহ পারেন না? আল্লাহ হলেন সর্বশক্তিমান তিনি তা পারেন।
.
◾মূল কথায় আসি। আমি উপরে দেখিয়েছি আদম (আঃ) আর হাওয়া (আঃ) এর সৃষ্টি আলাদা। আর আদম (আঃ) জান্নাতে ছিলেন তখন ৬০ হাত লম্বা ছিলেন। [৫]
আর প্রশ্নটাও অযথা। আপনি যদি বলেন আদম (আঃ) আর হাওয়া (আঃ) কি ফর্সা ছিলেন নাকি কালো। এই প্রশ্নটি যেমন অযথা ঠিক ক্রোমোজোম নিয়েও বিষয়টি অযথা ও ভুল প্রশ্ন।
.
আর আরেকটি বিষয় হলো আদম (আঃ) আর হাওয়া (আঃ) এর ক্রোমোজোম যে এক সেটাও বলা যায় না। এসব কথা অযথা তাই কুরআন-হাদিসে এমন বিষয় বলা হয় নি। তবে আমাদের মাথায় রাখতে হবে যে আদম আঃ আর হাওয়া আঃ এর ক্রোমোজোম কি তা আল্লাহই ভালো জানেন। এই বিষয়ে কুরআন-হাদিসে কোন আলোচনা নেই।
.
.
কিন্তু,, ইসলাম বিরোধীরা যুক্তি দিবে যেহেতু আদম (আঃ) পুরুষ সুতরাং আদম (আঃ) এর ক্রোমোজোম XY আর আদম (আঃ) এর হাড় থেকে যেহেতু হাওয়া (আঃ) সৃষ্টি সেহেতু হাওয়া (আঃ) এর ক্রোমোজোমও XY তাহলে পৃথিবীতে সবার DNA এক থাকতো।
.
এই যুক্তি যারা দেন তারা আসলে খুবি নিম্নমানের অজ্ঞ। কারণ হলো,,,
.
আদম (আঃ) এর হাড় ছিলো হাওয়া (আঃ) এর সৃষ্টি উপাদানের মাত্র "একটি অংশ"।
.
◾আমি আবারো বলছি আদম (আঃ) এর হাড় ছিলো হাওয়া (আঃ) এর সৃষ্টি " একটি অংশ" বাকি অংশ হাওয়ার নিজের। কারণ হাড় দিয়েই হাওয়াকে সৃষ্টি করা হয় নি সাথে মাটি-পানি দিয়েও সৃষ্টি করা হয়েছে। কারণ আল্লাহ বলেছেন,,,
.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ وَأَجَلٌ مُسَمًّى عِنْدَهُ ۖ ثُمَّ أَنْتُمْ تَمْتَرُونَ
💕তিনিই তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন। আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে। তথাপি তোমরা সন্দেহ কর। [৬]
.
وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا ۗ وَكَانَ رَبُّكَ قَدِيرًا
💕তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। [৭]
.
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنْسَانِ مِنْ طِينٍ
💕যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। [৮]
.
.
👁🗨 তাহলে আমরা বুঝলাম হাওয়া (আঃ) এর নিজেস্ব উপাদান ছিলো মাটি-পানি আর আদম (আঃ) এর হাড় ছিলো শুধু একটি অংশ অর্থাৎ শুধু হাড় থেকেই নয় বরং অন্যন্য উপদান ছিলো যা আদম (আঃ) এত কাছ থেকে নেওয়া হয় নি।
.
📌 তাহলে হাওয়া (আঃ) এর নিজেস্ব উপাদান ছিলো আর সাথে আদমেরও উপাদান ছিলো। তাই কখনোই নিশ্চিত ভাবে বলা যায় না যে আদম আর হওয়া (আঃ) এর ক্রোমোজোম এক ছিলো। সুতরাং,, সেটা আমারা জানি না জানেন আল্লাহ।
.
📝 আমরা দেখলাম যে কুরআন-হাদিস থেকে প্রমাণিত যে হাওয়া (আঃ) এর নিজেস্ব উপদান ছিলো সাথে ছিলো আদম (আঃ) এর হাড় আর সব মিলিয়েই হাওয়া (আঃ) সৃষ্টি হয়েছে। তাই ক্রোমোজোম কি ছিলো আল্লাহ জানেন তবে তাদের ক্রোমোজোম যে এক নয় তা প্রমাণিত।
.
এখন যদি যুক্তি দেই তাহলে সেটা হবে,,,
.
"আদম (আঃ) এর হাড় ছিলো হাওয়া (আঃ) সৃষ্টির একটি অংশ সুতরাং,, ক্রোমোজোম আসলো "X" আর হাওয়া (আঃ) এর নিজেস্ব উপদান ছিলো মাটি-পানি ইত্যাদি। তাহলে হাওয়া (আঃ) যেহেতু নারী সেহেতু হাওয়া (আঃ) এর থেকেও আসলো "X"
.
সুতরাং,, হাওয়া (আঃ) এর ক্রোমোজোম হলো "XX"
.
.
যুক্তি দিয়েও ইসলাম বিরোধীদের অভিযোগ নাকচ। তবে আমার দেওয়া যুক্তিটা just বুঝানোর জন্য। আসলে আদম (আঃ) আর হাওয়া (আঃ) এর ক্রোমোজোম কি ছিলো তার উল্লেখ নেই সুতরাং আল্লাহ তায়ালাই ভালো জানেন।
.
আমি প্রমাণ দিলাম যে যুক্তি দিয়েও তা নাকচ করা যায়। কারণ আদম (আঃ) এর হাড়টাই শুধুমাত্র হাওয়া (আঃ) এর সৃষ্টির উপাদান ছিলো না। বরং আদম (আঃ) এর হাড়ের সাথে হাওয়া (আঃ) এর নিজেস্ব উপাদান ছিলো যা আদমের নয়। তাই কখনোই আদম (আঃ) আর হাওয়া (আঃ) এর ক্রোমোজোম এক নয়।
.
.
যদি শুধু মাত্র "হাড়" থেকে হাওয়া (আঃ) কে সৃষ্টি করা হতো তাহলে নাস্তিকদের যুক্তি "ধোপে টিকতো" কিন্তু আমরা কুরআন-হাদিস থেকে দেখলাম হাওয়া (আঃ) এর সৃষ্টি নিজেস্ব উপাদান রয়েছে আর সাথে আদম (আঃ) এর উপাদান। সব মিলিয়ে রয়েছে। তাই নাস্তিকদের লজিক ধোপে আর টিকতে পারলো না।
.
আশা করি বুঝতে পেরেছেন।
.
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
💕যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। [৯]
.
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ নাহল, আয়াতঃ ৭২
[২] সূরাঃ বনী ইসরাঈল, আয়াতঃ ৭০
[৩] "Humans share almost all of our DNA with cats, cattle and mice | The Independent" https://www.independent.co.uk/news/science/human-dna-share-cats-cattle-mice-same-genetics-code-a8292111.html?amp
[৪] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ৫৯
[৫] সহীহ বুখারী, ৬২২৭ (ihadis.com)
(জান্নাতে ষাট হাত। পৃথিবীতে স্বাভাবিক। আর সকলে জান্নাতে গেলে ষাট হাত থাকবে)
[৬] সূরাঃ আল আনআম, আয়াতঃ ২
[৭] সূরাঃ আল-ফুরকান, আয়াতঃ ৫৪
[৮] সূরাঃ সেজদাহ, আয়াতঃ ৭
[৯] সূরাঃ আল ফাতিহা, আয়াতঃ ১

0 Comments