বিষয়:- পুরুষের জন্য নারী ফিতনা!
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
📎অভিযোগ:- নবী মুহাম্মদ বলেছে, আমার পরে নারীদের চেয়ে বড় ফিতনা নেই এটা কি ধরনের কথা!? (সহীহ বুখারী হাদিস নং:- ৫০৯৬)
.
◾জবাব:- আসুন সর্বপ্রথম আমরা হাদিসটি দেখে নেই....
.
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ.
উসামাহ ইব্নু যায়দ (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, পুরুষের জন্য স্ত্রীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিত্না আমি রেখে গেলাম না। [১]
.
.
তিরমিজিতেও হাদিসটি এসেছে। [২]
এই হাদিসটি আমরা না বুঝেই তর্ক করি। ihadis.com এও অধ্যায়ে লেখা হয়েছে এই হাদিসটা "খারাপ অশুভ নারীদের" বলা হয়েছে।
.
◾শুধু তাই নয় কুরআনে এ নিয়ে একটি আয়াত রয়েছে যেখানে স্ত্রী ও সন্তান ছেলে কিংবা মেয়ে উভয়কে বলা হয়েছে শত্রু।
.
আল্লাহ বলেন,,,
.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ ۚ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
💕 হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক। যদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়। [৩]
.
.
এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন এবং তিনি প্রমাণ দিয়েছে এই হাদিসটি আসলে খারাপ ছেলে মেয়েদের ও স্ত্রীদের কথা বলা হয়েছে। [৪]
.
◾উপরের হাদিসের ব্যাখ্যায় এই আয়াতটা দেওয়া হয়েছে। হাদিসটিকে সকল নারীকে ফিতনা বলা হয় নি বরং খারাপ নারীদের বলা হয়েছে। [৫]
.
.
◾এবার একটি করে রেফারেন্স দিব অন্য ধর্মের নারীর মর্যাদা নিয়ে।
.
🕉 হিন্দু ধর্ম 🕉
.
“স্বভাব এস নারীনাং নরাণামিহ দূষণম্/অতোহর্থান্ন প্রমাদ্যন্তি প্রমদাসু বিপশ্চিতঃ॥”
.
অনুবাদ:- ইহলোকে মানুষ্যদিগকে দূষিত করা স্ত্রীদিগের স্বভাব, এই জন্য পণ্ডিতেরা স্ত্রীলোক সমন্ধে কখনোই অনবধান হয়েন না। [৬]
.
দেখুন একই,, সকল নারীদের বলা হয়েছে বলেই "পণ্ডিতরা স্ত্রীলোক সমন্ধে কখনোই অনবধান হয়েন না" এটা তো খুবি কম আরো অনেক কথাই হিন্দু ধর্ম শাস্ত্রে বিদ্যমান। যা পরবর্তীতে আসবে....
.
উপরের মন্ত্রের ব্যাখ্যা দিবেন হিন্দু দাদারা আশা করি।
.
✝ খ্রিষ্টান ধর্ম ✝
.
And if a man sell his daughter to be a maidservant, she shall not go out as the menservants do.
.
অনুবাদ:- “কোন ব্যক্তি যদি তার কন্যাকে দাস হিসেবে বিক্রি করতে চায় তাহলে তার মুক্তি পাওয়ার নিয়ম পুরুষ দাসদের নিয়মের থেকে আলাদা হবে। [৭]
.
অর্থাৎ একজন বাবা চাইলে তার মেয়েকে বিক্রি করতে পারবে দাস হিসেবে। আর কিছু বলার নাই। পরবর্তীতে বলব নাহয়......
.
✡ বৌদ্ধ ধর্ম ✡
.
অনেক বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানেন না তবে আমি প্রধান ধর্মগুলির উপর একজন ছাত্র তাই বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছি,,,
.
◾দেখুন বৌদ্ধ ধর্মের ভিক্ষু কিভাবে নিজের মাতার সঙ্গে, কন্যার সঙ্গে, ভগিনীর সঙ্গে ব্যাভিচার করেছে যার শাস্তিও দেওয়া হয় নাই শুধু অপরাধ হয়েছে বলা হয়েছে। ধর্মের ভিক্ষুদের এই অবস্থা!
.
"সে সময়ে অন্যতর ভিক্ষু “এটি আমার অনাপত্তি হবে” এরূপ ভেবে মাতার সঙ্গে মৈথুনধর্ম (ব্যাভিচার) প্রতিসেবন করেছিল... কন্যার সঙ্গে মৈথুনধর্ম প্রতিসেবন করেছিল... ভগিনীর সঙ্গে মৈথুনধর্ম প্রতিসেবন করেছিল। এতে তার মনে এরূপ সংশয় উদয় হলো : “আমি কি ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদের মধ্যে ‘পারাজিকা’ দোষগ্রস্ত হয়েছি?” সেই ভিক্ষু ভগবানকে এটি নিবেদন করলে ভগবান বললেন, “হে ভিক্ষু, তুমি ‘পারাজিকা’ অপরাধগ্রস্ত হয়েছ।” [৮]
.
আমি আর কিছুই বলব না।......
.
.
حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَمَنَعَ وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ
মুগীরাহ ইবনু শু’বাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, আল্লাহ তা’আলা তোমাদের উপর হারাম করেছেন মায়ের নাফরমানী, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, কারো প্রাপ্য না দেয়া এবং অন্যায়ভাবে কিছু নেয়া আর অপছন্দ করেছেন অনর্থক বাক্য ব্যয়, অতিরিক্ত প্রশ্ন করা, আর মাল বিনষ্ট করা। [৯]
.
.
তথ্যসূত্রঃ
[১] সহীহ বুখারী, হাদিস নং ৫০৯৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[২] জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৭৮০
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৩] সূরাঃ আত-তাগাবুন, আয়াতঃ ১৪
[৪] তাফসীর ইবনে কাসীর, সূরা তাগাবুন আয়াত ১৪ এর ব্যাখ্যা
[৫] সহীহ বুখারী, (হামদিয়া লাইব্রেরি লিমিটেড) - শামসুল হক ফরিদপুরী (রহঃ) ৬ নং খন্ড, পৃষ্ঠা:- ১২৯-১৩০
[৬] মনুস্মৃতি ২/২১৩
যারা মনুস্মৃতি মানেন না তাদের জন্য:- https://youtu.be/ZLb51bz1XmE
[৭] যাত্রা পুস্তক ২১:৭
[৮] বিনয়পিটক/- পারাজিকা প্রথম অধ্যায়/বিনীত বত্থু - ৭০
(ত্রিপিটক পাবলিশিং সোসাইটি
বাংলাদেশ)
[৯] সহীহ বুখারী, হাদিস নং ২৪০৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
0 Comments