ঈশ্বর যখন মাদকাসক্তি!



🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
"মদ" চিনতেই তো পারছেন। যে মাদক আজ ক্ষতিকর একটি পানীয় বলে গণ্য হয়েছে। কোন ঈশ্বর কি সেই মদের গন্ধ সেই মদ কি কখনো ঈশ্বরকে খুশি করে?
.
সব বাদ দেন একটু Logic খাঁটয়ে দেখুন।
উত্তর কি হয়?
.
.
একজন ঈশ্বর কখনো এমন হতে পারে না। আসুন দেখি বাইবেলের তথ্যগুলি,,,
.
◾মদের গন্ধ ঈশ্বরকে খুশি করে!
.
15:5 প্রত্যেক সমযে হোমবলির জন্য একটি করে মেষশাবক নৈবেদ্য দেবে, এছাড়াও তুমি পেয় নৈবেদ্যর জন্য 1 কোযার্ট দ্রাক্ষারস উত্সর্গ করবে|
15:5 And the fourth part of an hin of wine for a drink offering shalt thou prepare with the burnt offering or sacrifice, for one lamb.
15:6 “তুমি যদি মেষ দাও তাহলে তুমি অবশ্যই শস্যের নৈবেদ্যও তৈরী করবে| এই শস্যের নৈবেদ্য হবে 1-1/4 কোযার্ট অলিভ তেলে মিশ্রিত 16 কাপ মিহি মযদা|
15:6 Or for a ram, thou shalt prepare for a meat offering two tenth deals of flour mingled with the third part of an hin of oil.
15:7 এবং তুমি অবশ্যই পেয় নৈবেদ্যর জন্য 1-1়/4 কোযার্ট দ্রাক্ষারস উত্সর্গ করবে| এর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
15:7 And for a drink offering thou shalt offer the third part of an hin of wine, for a sweet savour unto the LORD.
[ গণনা পুস্তক(Numbers) 15:7 ]

আরও,,

23:13 এছাড়া তোমরা অবশ্যই অলিভ তেল মেশানো 16কাপ মিহি ময়দা শস্য নৈবেদ্য হিসাবে দেবে| এর সাথে দেবে 1 কোযার্ট দ্রাক্ষারস| সেই নৈবেদ্যর গন্ধ প্রভুকে খুশী করবে|
23:13 And the meat offering thereof shall be two tenth deals of fine flour mingled with oil, an offering made by fire unto the LORD for a sweet savour: and the drink offering thereof shall be of wine, the fourth part of an hin.
[ লেবীয় পুস্তক (Leviticus) 23:13 ]

◾মদ ঈশ্বরকে উৎফুল্ল করে!

9:13 দ্রাক্ষালতা বলল, “সকলেই আমার রসের গুনে খুশি| সে মানুষই হোক অথবা ঈশ্বর| তোমরা কি চাও আমি রসের জোগান বন্ধ করে অন্য গাছদের শাসন করি?”
9:13 And the vine said unto them, Should I leave my wine, which cheereth God and man, and go to be promoted over the trees?
দ্রাক্ষালতা কথা বলতে পারে O MY ALLAH
[ বিচারকচরিত (Judges) 9:13 ]

◾মদ সম্পর্কে বলেন!


7:13 তিনি তোমাদের ভালোবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যায় বৃদ্ধি করবেন| তিনি তোমাদের সন্তানদের আশীর্বাদ করবেন এবং তোমাদের জমিগুলোকে উত্কৃষ্ট ফসলের দ্বারা সমৃদ্ধ করবেন| তিনি তোমাদের শস্য, নতুন দ্রাক্ষারস এবং তেল দেবেন| তিনি তাঁর আশীর্বাদের সাহায্যে তোমাদের গরুগুলোকে বাছুরে সমৃদ্ধ এবং তোমাদের মেষগুলোকে মেষশাবকে সমৃদ্ধ করবেন| তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে য়ে দেশ দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে তোমরা এই সমস্ত আশীর্বাদ ভোগ করবে|
7:13 And he will love thee, and bless thee, and multiply thee: he will also bless the fruit of thy womb, and the fruit of thy land, thy corn, and thy wine, and thine oil, the increase of thy kine, and the flocks of thy sheep, in the land which he sware unto thy fathers to give thee.
[ দ্বিতীয় বিবরণ(Deuteronomy) 7:13 ] 
◾মদ খেয়ে উপভোগ করো!
14:25 তোমাদের শস্যের সেই অংশটুকু বিক্রি করে য়ে টাকা পাবে তা সঙ্গে নাও এবং ঈশ্বর য়ে জায়গা মনোনীত করেছেন সেই বিশেষ জায়গায় যাও|
14:25 Then shalt thou turn it into money, and bind up the money in thine hand, and shalt go unto the place which the LORD thy God shall choose:
14:26 সেই টাকা দিয়ে তোমরা যা চাও তা কেনো - গরু, মেষ, দ্রাক্ষারস অথবা সুরা অথবা য়ে কোনো রকম খাদ্য| এর পর সেই জায়গায় প্রভু তোমাদের ঈশ্বরের সঙ্গে তোমরা এবং তোমাদের পরিবারের লোকরা অবশ্যই খাবে এবং আনন্দ উপভোগ করবে|
14:26 And thou shalt bestow that money for whatsoever thy soul lusteth after, for oxen, or for sheep, or for wine, or for strong drink, or for whatsoever thy soul desireth: and thou shalt eat there before the LORD thy God, and thou shalt rejoice, thou, and thine household,
[ দ্বিতীয় বিবরণ (Deuteronomy) 14:25-26 ]

_____________________

সবই বাদ দিলাম একজন ঈশ্বরের বৈশিষ্ট্য এটা হতেই পারে না। যে দ্রাক্ষারস কে ভালোবাসে আবার তার গন্ধও ভালোবাসে। এ কেমন ঈশ্বর?
ঈশ্বরের কাছেই যেহেতু দ্রাক্ষারস হলো প্রিয় এবং দ্রাক্ষারসের গন্ধ প্রিয় তাহলে তো বাইবেলের নবীদের এই অবস্থাই হবে।

এই কারণেই বাইবেলের নবীরা দ্রাক্ষারস খেতো!

◾নূহ — দ্রাক্ষারস/মদ পান!

9:21 সেই দ্রাক্ষা থেকে নোহ দ্রাক্ষারস বানালেন, তারপর সেই দ্রাক্ষারস পান করে নেশায চুর হয়ে তাঁবুর ভিতরে শুয়ে পড়লেন|নোহর গায়ে আবরণ থাকল না|
9:21 And he drank of the wine, and was drunken; and he was uncovered within his tent.
[ আদিপুস্তক (Genesis) 9:21 ]

◾ইসহাক — দ্রাক্ষারস/মদ পান!


27:25 তখন ইসহাক বললেন, “আমাকে আমার পুত্রের শিকার করা পশুগুলির থেকে খাবার এনে দাও| আমি সেটা খেয়ে তোমায় আশীর্বাদ করবো|” তখন যাকোব খাবারটা দিল এবং ইসহাক তা খেলেন| তারপর যাকোব কিছু দ্রাক্ষারস দিলে ইসহাক তা পান করলেন|
27:25 And he said, Bring it near to me, and I will eat of my son's venison, that my soul may bless thee. And he brought it near to him, and he did eat: and he brought him wine, and he drank.
[ আদিপুস্তক (Genesis) 27:25 ]

বাকি গুলি আর দিলাম না লূত সহ অনেক আছে প্রয়োজন নেই দেওয়া। কেনো বুঝলাম না ঈশ্বর নিজেই তার গন্ধ পছন্দ করেন নৈবেদ্য দিতে বলেন। কেনো? আর ইসলাম বিদ্বেষীরা তাদের লেখনীতে এসব বলে না কেনো? কেনো???

I Don't Know

Post a Comment

3 Comments

  1. আপনার থীম সাজানোটা অস্বাধারন, আমি পারতেছিনা 😰😰😰

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। coding শিখে নিন। তাহলে পারবেন। যাযাকআল্লাহ

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete