বাইবেল কি চাঁদের আলো নিয়ে সঠিক তথ্য দেয় !?
🖋️Author:- Aminur Rashid
__________________________________________________________________________________
.
বাইবেলে চাঁদের আলো নিয়ে যেসব মতবাদ দেয় তা একদম অবৈজ্ঞানিক মতবাদ। আবার তারই বলে কুরআনে নাকি চাঁদের আলো নিজেস্ব।
আসুন দেখে নেয়া যাক,,,
.
📕Genesis 1:16
"তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন।ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য।ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন।"
.
🔎 দেখুন এই ভার্সে বলা হয়েছে দুটি "মহাজ্যোতি" এখানে দেখার বিষয়টি হলো এই ভার্সে সূর্য ও চাঁদের আলো বুঝাতে মাত্র একটি শব্দ ব্যাবহার হয়েছে যা হলো "GREAT LIGHT" যা থেকে সুস্পষ্ট ভাবে বুঝা যায় বাইবেল অনুযায়ী চাঁদের আলো নিজেস্ব।যদি কেউ বলে এখনে প্রতিফলিত আলো হবে তাহলে ভুল হবে কারণ সূর্যের আলো প্রতিফলিত নয়।বাইবেলে চাঁদ ও সূর্যের আলো বুঝাতে মাত্র একটি শব্দ ব্যাবহার হয়েছে সেটা হলো "הַגָּדֹל֙ הַמָּא֤וֹר" এখানে বলা হয়েছে চাঁদ ও সূর্যের আলো যার হিব্রু [ মাওর = (הַמָּא֤וֹר) ] যার অর্থ কখনোই প্রতিফলিত আলো নয়।এই শব্দের অর্থ আলোর উৎস।
[ https://biblehub.com/hebrew/3974.htm ]
.
তাই הַמָּא֤וֹר দিয়ে প্রতিফলিত বুঝায় তা ভুল এবং আলো প্রদানকারী বুঝায় তাও ভুল বরং הַמָּא֤וֹר অর্থ শুধু আলোর উৎস যা আলো হিসেবে ব্যাবহার হয়।
.
.
বাইবেল সূর্য ও চাঁদের আলো বুঝাতে শুধু הַמָּא֤וֹר নয় বরং তার আগে হিব্রু הַגָּדֹל֙ ব্যাবহার হয়েছে যার অর্থ হলো "Great,Main,Major,Very,Bigger" ইত্যাদি।
[ https://biblehub.com/hebrew/1419.htm ]
.
.
সুতরাং বাইবেল অনুযায়ী সূর্য এবং চাঁদের আলো হলো "Great,Major,Main" আলো।আর সূর্য এবং চাঁদ উভয়কে বলা হয়েছে "মহাআলো" অতএব বাইবেল অনুযায়ী সূর্যের আলো এবং চাঁদের আলো সমান এবং চাঁদ ও সূর্য হলো আলোর উৎস।তাই এটা বড় মাপের বৈজ্ঞানিক ভুল।
.
শুধু তাই নয় বাইবেলে বলা হয়েছে চাঁদের আলো সূর্যের থেকেও উজ্জল হবে!
.
📕Isaiah 30:26
"সেই সময় চাঁদের আলো হবে সূর্যের চেয়েও উজ্জ্বল। সূর্যের আলো হবে এখনকার চেয়ে সাতগুণ বেশী উজ্জ্বলতর। সূর্যের একদিনের আলোই হবে গোটা সপ্তাহের সমান। এসব ঘটবে তখনই যখন প্রভু তাঁর আহত মানুষদের পট্টি বাঁধবেন এবং মারধোরের ফলে তাদের যে ক্ষত হয়েছে তা সারাবেন।"
.
🔎 দেখুন এই ভার্সে বলা যে চাঁদ নাকি সূর্যের থেকেও আলোকিত হবে ভুল ভুল ভুল ! অনেক আধুনিক খ্রিষ্টান আছে যারা বলে এটা নাকি কিয়ামতের সময় বুঝিয়েছে।এটা কখনোই কিয়ামতের সময় নয় আপনারা 30:23-26 পর্যন্ত পড়ুন।এখানে কিয়ামতের কথা বলা হয় নাই বরং কিয়ামতের দিন "চাঁদ,সূর্য,তারা" আলো হারাবে।
.
📕Isaiah 13:10
"সেই দিন আকাশে অন্ধকার ঘনিয়ে আসবে। সূর্য়, চাঁদ এবং তারারা কিরণ দেবে না।"
.
তাই বলছি চাঁদের আলো সূর্যের থেকে উজ্জল হবে সেটা মহাপ্রলয়ের সময়কার কথা নয়।আর এ থেকেই বুঝা যায় চাঁদের আলো নিজেস্ব বাইবেল অনুযায়ী।
.
◾অতএব বাইবেল যে প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে তা প্রমাণিত।আশা করি বুঝতে পেরেছেন,,,,,,

0 Comments