সকল নবী কি আরবে এসেছে!?


সকল নবী কি আরবে এসেছে!? 
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুম,,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি সৃষ্টিজগতের পালনকর্তা। নাস্তিকদের এটা খুবি কমন প্রশ্ন যার মূল হুতা হলো আরজ আলী।[১]
আর এই বিষয়টা নিয়ে অনেকেই কুরআনকে ভুল প্রমাণও করতে চায় কারণ কুরআন বলে সকল জাতির নিকট নবী-রাসুল প্রেরণ করা হয়েছে। তাহলে আসুন আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি এবং ভেঙ্গে দেই মিথ্যার দেয়াল।
.
.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
.
জবাব:- আল্লাহ তায়ালা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন এবং দিয়েছেন কিতাব। প্রতিটি জাতির নিকট নবী প্রেরণ করা হয়েছে।
.
قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
💕বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত। [২]
.
প্রত্যাক জাতির নিকট নবী প্রেরণ করা হয়েছে শুধু আরবে নয়।
.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
.
💕আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।[৩]
.
.
▪ এবার আসুন আমরা দেখি কয়েকজন নবীর জন্মস্থান ও তাদের দাওয়াত স্থান।
.
১) আদম (আ:) অবতরণ করেছে ভারতে। [৪]
২) হূদ (আ:) ইয়েমেনে জন্মগ্রহণ করেন। [৫]
৩) সালেহ (আ:) সামুদ গোত্রে জন্মগ্রহণ করেন। [৬]
৪) ইব্রাহিম (আ:) দামেস্কে জন্মগ্রহণ করেন। [৭]
৫) লূত নবী ও ইব্রাহিম মিশরেও ছিলেন। তারপরে তারা জর্দানে গিয়েছেন হিজরত করেছেন। [৮]
৬) ইয়াকুব (আ:) ফিলিস্তিনে বসবাস করতেন। [৯]
৭) ইউনুস (আ:) ইরানে জন্মগ্রহণ করেন। [১০]
৮) মূসা (আ:) মিসরে জন্মগ্রহণ করেছেন পরে হিজরত করে মাদানে চলে গিয়েছিলেন। [১১]
৯) ইউসা (আ:) সহ হারুন (আ:) ফিলিস্তিন দাওয়াত দিয়েছেন। [১২]
১০) সুলাইমান (আ:) দামেস্কে বসবাস করেছিলেন। [১৩]
১১) লোকমান্ (আ:) একজন আফ্রিকান আর সেখান থেকে তিনি আরবে গিয়েছেন। [১৪]
.
▪ মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। এবার বলুন
◾আফ্রিকা কি আরব দেশ??
◾জর্দান কি আরব দেশ প্রাচীন থেকে??
◾ফিলিস্তিন কি সেই সময় আরব দেশ ছিল??
◾ভারত কি আরব দেশ??
◾মিসর কি আরব দেশ??
.
উত্তর হচ্ছে না। তাই সকল নবী আরবে এসেছে দাবীটা একদম বানোয়াট।
.
🎲 এবার আসুন দেখি হিসাব 🎲
.
আমরা দেখলাম কুরআনে উল্লেখিত সকল নবী আরবে আসে নি। তাই আমরা জানি না যে বাকি যে অসংখ্য নবী-রাসুল এসেছে তারা কোথায় কোথায় এসেছে তাহলে পরিসংখ্যান আমাদের বলে দেয় যে সব জাতির মধ্যেই এসেছে নবী কারণ যাদের উল্লেখ করা হয়েছে তারা সকলে আরবে আসে নাই। এটাই প্রমাণ করে সকল নবী আরবে নয় সকল জাতির নিকট প্রেরণ হয়েছেন। সেটা হলো ২লক্ষ ২৪হাজার কিংবা ১লক্ষ ২৪হাজার এক কথায় অসংখ্য নবী রাসুল সকল জাতির  নিকট এসেছে। যা কুরআনের কিছু নবীর উল্লেখ থেকেই সুস্পষ্ট।
.
.
💕ALLAH KNOWS THE BEST💕
.
তথ্যসূত্র
[১] আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র-১, 'সত্যের সন্ধান', পৃষ্ঠা ৯৪
[২] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ৮৪
[৩] সুরা ইউনুস ১০:৪৭, সুরা রা’দ ১৩:৭, সুরা হিজর ১৫:১০, সুরা নাহল ১৬:৩৬
[৪] কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ৫৭
[৫] কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ১০৭
[৬] কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ১২০
[৭] কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ১৫৬
[৮] কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ২২১-২২২
[৯] কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা:- ৫৬৯
[ বাকি সকল তথ্য পাবেন কাসাসুল আম্বিয়াত নবীগণের জীবনী অধ্যায়ে ]

Post a Comment

0 Comments