____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুম,,,
.
সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এবং সকল জীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের বানিয়েছেন "আশরাফুল মাখলুকাত"।
.
আল্লাহ বলেন,,,
.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
💞নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। [১]
.
.
আজ আলোচনা করব বহুকাল থেকে আসা একটি মিথ্যাচার নিয়ে। আগেও আলোচনা করেছি। আজ বিস্তারিত ভাবে জবাব দিব যাতে করে কারো আর এই বিষয়ে কোন রকমের সংশয় না থাকে। আসলে কুরআন হাদিসের জবাব আপনারা খূঁজে পাবেন কুরআন হাদিসের মধ্যেই। আমিও কোন কিছু নিয়ে জানতে চাইলে কোন জায়গায় সার্চ না করে আমি অথেনটিক বইগুলি পাঠ করি সেই বিষয়ের উপরে। যেমন সীরাত (স:) ইবনে হিশাম/আসাদুল্লাহ আল-গালিব তার পরে রয়েছে তাফসীর গ্রন্থ এবং হাদিস সেসবের মধ্যেই সকল উত্তর পেয়ে যাবেন নতুন করে কোথাও সার্চ করতে হবে না। পড়ার ইচ্ছাশক্তি থাকলে সকল বিষয়ে আমরা জানতে পারব।
.
▪ তো এবার মূল কথায় আসি,,,
ইসলাম বিরোধীদের একটি অভিযোগ হলো কুরআন অনুযায়ী পুরুষের বীর্য বক্ষপাঁজড় ও মেরুদন্ড থেকে বের হয় যা অবৈজ্ঞানিক বিজ্ঞান বলে অন্ডকোষ থেকে নির্গত হয়।
.
আসুন দেখে নেয়া যাক,,,,
.
▪ জবাব:- প্রথমে আমরা আয়াত গুলি দেখে নেই,,,
.
فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَ ؕ﴿۵﴾
.
💕অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
.
خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍ ۙ﴿۶﴾
.
💕সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
.
یَّخۡرُجُ مِنۡۢ بَیۡنِ الصُّلۡبِ وَ التَّرَآئِبِ ؕ﴿۷﴾
.
💕এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। [২]
.
.
▪ আল্লাহ আমাদের বলছেন আমাদের দেখা উচিত আমরা কি থেকে সৃজিত হয়েছি!
.
আমরা এসেছি সবেগে স্খলিত (مَّآءٍ) থেকে। যা নির্গত হয় (الصُّلۡبِ) ও (التَّرَآئِبِ) এ মধ্যখান থেকে।
.
আয়াতে কিন্তু বীর্যের কথাই বলা হয় নি বরং আরবী মায়ুন শব্দ ব্যাবহার হয়েছে যার অর্থ হচ্ছে পানি বা তরল কিছু (مَّآءٍ)। [৩] আর (دَافِقٍ) দাফিক দিয়ে বুঝায় প্রবাহিত পানি বা স্খলিত পানি।
এখন আমরা যদি এখানে বীর্য কেই ধরি তাহলে কখনোও আয়াত ভুল হবে না।
.
▪ আয়াতে বলা হয়েছে সুলব ও তারাইব এর মধ্যখান থেকে মায়ুন বের হয়। আর ইসলামবিরোধীদের দাবী অন্ডকোষ থেকে বের হয়। ইসলাম জানতো না যে বীর্য কোথা থেকে নির্গত হয়। যা অবৈজ্ঞানিক। (নাউজুবিল্লাহ)
.
কুরআন হলো আরবী এর মূল টেক্সেট হচ্ছে আরবী তাই আমাদের মূল text বুঝতে হবে। তাফসীরের মধ্যে সমস্যা থাকতে পারে কারণ বিজ্ঞানের দৃষ্টিকোণে কেউ তাফসীর করেন না কারণ সকলে বিজ্ঞান বিষয়ে পারদর্শী নন। তো এখানে যে সুলব শব্দ ব্যাবহার হয়েছে তার অর্থ মেরুদণ্ড হলে সমস্যা নেই। এখন তারাইব অর্থ কি আমরা আগে জেনে নেই।
.
আরবী (التَّرَآئِبِ) শব্দের অর্থ শুধু বক্ষপাঁজর নয় বরং দুই চোখের মধ্যবর্তী স্থান, দুই কাঁধের মধ্যবর্তী স্থান, দুই পায়ের মধ্যবর্তী স্থান, বুকের মধ্যবর্তী স্থান। এটা আমরা পাই ডিকশোনারী থেকে। [৪]
.
কিন্তু এটা শুধু ডিকশোনারীতেই নয় ইবনে কাসীরের মতন বড় স্কলার তার তাহকীক তাফসীর ইবনু কাসীর গ্রন্থে সুস্পষ্ট বলেছেন,,,
.
- "তারাইব হলো দুই পায়ের মধ্যবর্তী স্থান, দুই চোখের মধ্যবর্তী স্থান, দুই কাঁধের মধ্যবর্তী স্থান, বক্ষপাঁজরের মধ্যবর্তী স্থান" [৫]
.
.
তার পরেও কি অস্বীকার করবেন???
.
▪ তাই এখনে সঠিক অর্থ হবে দুই পায়ের মধ্যবর্তী স্থান। আর আমরা সকলেই জানি মেরুদণ্ড ও দুই পায়ের মধ্যবর্তী স্থান থেকে বীর্য নির্গত হয়। আর শুধু তাই নয় বরং জাইগোটও ফেলোপিয়ান টিউবের মধ্যে প্রবাহিত হয়।
.
.
▪ আলহামদুলিল্লাহ,,,,
এর পরেও বলবেন এটা ভুল???
অথেনটিক রেফারেন্স দেওয়া হয়েছে তার পরেও আপনারা এটাকে ভুল বলে নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হচ্ছেন। তাই আমি বলব কুরআন হাদিসের জবাব কুরআন হাদিসেই রয়েছে। যদি আমরা তা উপলব্ধি করতে পারতাম।
.
ধন্যবাদ,,,,
.
اِنَّہٗ عَلٰی رَجۡعِہٖ لَقَادِرٌ ؕ﴿۸﴾
.
💕নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। [৬]
.
💕কৃতজ্ঞতা স্বীকার:- আশরাফুল আলম - অ্যান্টিডোট।
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ বনী ইসরাঈল, আয়াতঃ ৭০
[২] সূরাঃ তারিক, আয়াতঃ ৫-৭
[৩] Al-Mawrid; By Dr. Rohi Baalbaki; Dar As-Salam Publication; Page: 933
[৪] Arabic-English lexicon by Edward William Lane; Volume: 01; Page: 301
[৫] তাহকীক তাফসীর ইবনে কাসীর (তাওহিদ পাবলিকেশন্স) সূরা তারিক আয়াত ৫-৭, পৃষ্ঠা নং:- ১৩১
[৬] সূরাঃ তারিক, আয়াতঃ ৮

0 Comments