আল্লাহ কেনো মানুষকে খারাপ কাজ ধর্ষণ-চুরি করতে বাঁধা দেয় না। তাহলে কি আল্লাহ অক্ষম !?


আল্লাহ কেনো মানুষকে খারাপ কাজ ধর্ষণ-চুরি করতে বাঁধা দেয় না। তাহলে কি আল্লাহ অক্ষম !?
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
আল্লাহ হচ্ছেন দয়ালু এবং তিনি একজন ন্যায়বিচারক।আর ধর্ষণ-চুরি কিংবা যে কোন পাপ কাজ করা ইসলামে নিষিদ্ধ।এখন আল্লাহ ধর্ষিত হওয়ার সময় রক্ষা করেন না কারণ এই পৃথিবী পরীক্ষার স্থান আর যদি আল্লাহ তাকে রক্ষা করেন তাহলে সকলেই মুসলিম হয়ে যেতো।যার কারণে আর পরীক্ষা করা হবে না।
যেমন ধরুন,,,,
.
"একটি বিদ্যালয়ে পরীক্ষা চলছে আর ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে।এমন সময় শিক্ষিক দেখলো এক ছাত্র পরীক্ষার খাতায় লিখেছে "2+2=1" এবং শিক্ষিক সেই ছাত্রকে কিছু বলল না।"
.
এখন যদি আমি বলি,,,
.
শিক্ষিক জানতো যে ছাত্রটি ভুল লেখেছে তারপরেও কেনো শিক্ষক সঠিক উত্তর বলে দিলো না ? শিক্ষক কি তাহলে জানে না যে 2+2=4 ? নাকি শিক্ষক ছাত্রের শত্রু ? নাকি শিক্ষক অক্ষম ? নাকি শিক্ষক নিষ্ঠুর,নির্দয় ?
.
আশা করি সকলেই বুঝেছেন যে শিক্ষক কখনো উত্তর বলে দেয় না কিংবা সেটা যে ভুল তাও বলে দেয় না এবং ছাত্রকে সাথে সাথে শাস্তি দিয়ে সঠিকটা বলে না কারন সেটা হলো পরীক্ষার স্থান।তাই সেখানে কখনোই শিক্ষক নির্দয় কিংবা নিষ্ঠুর নন এবং কখনোই শিক্ষক অক্ষম নন।
.
ঠিক তদরূপ এই পৃথিবী হলো পরীক্ষার স্থান আর আল্লাহ তাই ধর্ষককে সাথে সাথে শাস্তি দেন না বা সাথে সাথে ধর্ষিতাকে রক্ষা করে না।আবার মানুষের খারাপ কাজেও বাঁধা দেয় না। কারন এই দুনিয়া হলো পরীক্ষার স্থান।তাই আল্লাহ সেই ধর্ষককে শাস্তি দিবেন আখিরাতে আর দুনিয়াতে তার শাস্তি রজম।আর আল্লাহ ধর্ষিতাকে রক্ষা করতে পারবেন তবে তিনি করবেন না কারণ দুনিয়া পরীক্ষার জন্য তাই আল্লাহ বলেই দিয়েছেন,,,,
.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
💕এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৫৫)
.
আমাদের সাহস নেই আল্লাহর পরীক্ষাকে বাতিল করি।আর আল্লাহ তো আর ধর্ষণ এর পক্ষে নন।যদি আল্লাহ ধর্ষিতাকে রক্ষা করতেন তাহলে সকলেই ঈশ্বরে বিশ্বাসী হতো সকলে হতো মুসলিম।আর যদি সকলে মুসলিম হয়ে যায় তাহলে আর পরীক্ষাটাই হবে না।
.
আল্লাহ সকল পাপের শাস্তি দিবেন বরাবর,,,
.

إِنَّ ٱللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍۖ وَإِن تَكُ حَسَنَةً يُضَٰعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا

নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও যুলুম করেন না এবং তা পুণ্যকার্য হলে, আল্লাহ তাকে বহুগুণে বর্ধিত করেন এবং আল্লাহ তাঁর নিকট হতে মহাপুরস্কার প্রদান করেন। (আন নিসা ৪:৪০)
.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ

💕সুতরাং কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে, সে তা দেখতে পাবে। (আয-যিলযাল ৯৯:৭)
.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ

💕এবং কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে, তাও সে দেখতে পাবে। (আয-যিলযাল ৯৯:৮)
.
.
যেমন আজকের হিটলার যিনি এতো লোককে মেরেছেন তাকে কিন্তু শাস্তি দেওয়া যাবে মাত্র একবার মৃত্যুদণ্ড দেওয়া যাবে মাত্র একবার কিন্তু আল্লাহ তায়ালা দিবেন সমান সমান। আল্লাহ আখিরাতে সকল খারাপ কাজ করা মানুষদের শাস্তি দিবেন।
.
.
তাদের পেইন রিসেপ্টরে আঘাত করবেন,,,
.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَٰهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا۟ ٱلْعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا

💕নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব।যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই ওর স্থলে নূতন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে।নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (আন নিসা ৪:৫৬)

Post a Comment

0 Comments