কুরআন কেনো আরবী ভাষায় আল্লাহ কি জানতেন না অন্যান্য ভাষা!?

কুরআন কেনো আরবী ভাষায় আল্লাহ কি জানতেন না অন্যান্য ভাষা!?
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

আসসালামু আলাইকুম,,, 
সকল প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহ তায়ালার। তিনিই বিশ্ব জগতের পালনকর্তা। আর তিনি আমাদের রব আর তিনি যথেষ্ট আমাদের জন্য। 
নাস্তিকদের একটি কমন প্রশ্ন হলো আল্লাহ কেনো আরবী ভাষায় কুরআন নাজিল করলো। আল্লাহ কি অন্যান্য ভাষা সম্পর্কে জানতেন না। কিন্তু তখনই দুঃখ লাগে যখন এই প্রশ্নটি করেন হিন্দুরা এবং খ্রিষ্টানরা। এই যেমন আর্য পন্ডিত মহর্ষি দয়ানন্দ। উনি উনার বইয়ে বলেছেন,,, 
"আরবী ভাষায় লিখিত হওয়ায় আরবদের পক্ষে কুরাণ পাঠ করা সহজ কিন্তু অপর ভাষাভাষীদের জন্য কঠিন। তাহাতে খুদা পক্ষপাতী হন।" [১]
এই হলো অবস্থা বেচারা মহর্ষি দয়ানন্দ নিজেও জানে যে বেদ এক ভাষায় যা হলো সংস্কৃত ভাষায়। আর আরবী ভাষায় কথা বলে গোটা আরব এবং সকল দেশেই আরবী প্রচলিত। কিন্তু সংস্কৃত ভাষা হাতে গোনা লোক আর পন্ডিত ছাড়া কেউ জানে না। তাহলে আমিও মহর্ষিকে বলব তার ভগবান কি পক্ষপাতী হন? নাকি তার ভগবান অন্য ভাষা জানেন না। আর খ্রিষ্টানদের বলব বাইবেল যা হিব্রু ও গ্রীক ভাষায় আসলো এই দুই ভাষা ছাড়া কি বাইবেলের লেখক অন্য ভাষা জানতো না??? 
◾এবার আসি কেনো কুরআন আরবী ভাষায় নাজিল হলো এবং আল্লাহ কি অন্য ভাষা জানতেন না নাকি? (নাঊজুবিল্লাহ) 
প্রথমে বলব ভাষা মানুষের সৃষ্টি। আর ধরুন কুরআন নাজিল হলো ইংরেজিতে তাহলেও প্রশ্ন করবেন "ইংরেজি ভাষা ছাড়া কি আল্লাহ অন্য ভাষা জানতেন না?" একই ভাবে যদি আসতো "জাপানি-তুর্কি-ফার্সি" যে কোন ভাষায় আসলেই এক প্রশ্নই আসতো। অতএব আল্লাহর যে ভাষায় ইচ্ছা হয়েছে সেই ভাষায় তিনি তা নাজিল করেছেন। এবার হয়তো অনেকেই বলবেন "একটি ভাষা থাকলেই তো হতো" আমি বলব ভাষা মানুষের তৈরি আর সেটাও আল্লাহ জানেন তাই তিনি প্রথমে বলছেন তিনি সকল জাতির নিকট নবী-রাসুল প্রেরণ করেছেন। 
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
💕আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে। [২]
আমরা এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ সকল জাতির নিকট নবী রাসুল প্রেরণ করেছে। এবং আল্লাহ বলেছেন নিজ নিজ ভাষাতেও,,, 
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
💕 আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা, পথঃভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। [৩]
◾দেখুন আল্লাহ একই সাথে বলেছেন সকল জাতির কাছে নবী রাসুল প্রেরণ করেছেন এবং নিজ নিজ ভাষায়। তাই আমরা বুঝলাম যে নবীরা যে জায়গায় আসতেন তার ভাষা তারা জানতেন। আর সকল জাতির নিকট এসেছেন নবী-রাসুল। 
তাই বলব আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন "আশরাফুল মাখলুকাত" আমরা ভাষা সম্পর্কে জ্ঞান রাখতে পারি। এবং জ্ঞান অর্জন করতে পারি। তাই আল্লাহ সর্বপ্রথম আয়াতেই আমাদের "পড়তে" বলেছেন। 
আল্লাহ বলেছেন,,, 
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
💕 পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। [৪]
আল্লাহ বলেই দিয়েছেন আমরা শ্রেষ্ঠ সৃষ্টি,,, 
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
💕 নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। [৫]
তাই আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি আমরা নিজ ভাষা জেনেও ইংরেজি জানি এবং আরবী জানতে পারব।আমাদের সেই জ্ঞান রয়েছে। আমরা নাস্তিকদের মতন পশু নই বা আমাদের পূর্বপুরুষও পশু নয় বরং মানুষ। পশু হয়তো পারবে না কারণ তার জ্ঞান নেই বুদ্ধি নেই। 
◾কিন্তু আমরা পারব কারণ আমরা মানুষ। নাস্তিকদের মতন পশু নই। আমাদের পূর্বপুরুষও মানুষ। আমরা সকলেই সৃষ্টির সেরা সারাজীবন যদি এতো বই এতো ইংরেজি-হিন্দি বুঝতে পারি কুরআন কেনো পারব না।আরবী তো অন্য ভাষায় অনুবাদো করা যায় তার পরেও কি আমরা পারব না, নাকি আমরা সৃষ্টির সেরা হয়েও অধম??? 
.
WHY WHY WHY ❓
إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ
💕 আমি একে আরবী ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার। [৬]
 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
💕 আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি? [৭]
.
তথ্যসূত্রঃ
[১] সত্যার্থ প্রকাশ, পৃষ্ঠা ৪৩১
[২] সুরা ইউনুস ১০:৪৭, সুরা রা’দ ১৩:৭, সুরা হিজর ১৫:১০, সুরা নাহল ১৬:৩৬
[৩] সূরাঃ ইব্রাহীম, আয়াতঃ ৪
[৪] সূরাঃ আলাক, আয়াতঃ ১
[৫] সূরাঃ বনী ইসরাঈল, আয়াতঃ ৭০
[৬] সূরাঃ ইউসূফ, আয়াতঃ ২
[৭] সূরাঃ আল ক্বামার, আয়াতঃ ১৭

Post a Comment

0 Comments