চাঁদ নিয়ে অপ্রপচার ও তার পাল্টা জবাব!


🖋Author:- Aminur Rashid
__________________________________________________________________________________
.
السَّلَامُ عَلَيْكُمْ
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। যুগে যুগে মানুষ ইসলামকে নিয়ে সমলোচনা করতেই আছে প্রত্যকটি নাস্তিক ইসলাম বিদ্বেষ করছে আর সব থেকে বেশি যে ধর্ম নিয়ে সমলোচনা করে থাকেন সেটাই হলো ইসলাম। শুধু নাস্তিক বললে কম হবে খ্রিষ্টান-হিন্দুরাও নাস্তিকদের সাথে হাত সাফাই করে নানান ভাবে অনলাইন-অফলাইনে ইসলামকে নিয়ে মিথ্যাচার অপ্রপচার করতে থাকে। তারা কুরআনের ভুল পায় কুরআনে বলা চাঁদের আকৃতি খেজুরের ডালের মতন কিন্তু তা অবৈজ্ঞানিক। (নাঊজুবিল্লাহ)
.
.
আল্লাহ বলেন,,,
.
وَ الۡقَمَرَ قَدَّرۡنٰہُ مَنَازِلَ حَتّٰی عَادَ کَالۡعُرۡجُوۡنِ الۡقَدِیۡمِ ﴿۳۹﴾
আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।
(Quran 36:39)
.
দেখুন আয়াতেই বলা হয়েছে "সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।" চাঁদ খেজুরের ডাল হয় না বরং খেজুরের ডালের মতন হয়ে যায়। আমরা নিজেরাই দেখি চাঁদ খেঁজুরের ডালের মতন দেখা যায়। এটা আক্ষরিক নয় এটা হলো উপমা। যেমন আমরা মানুষরা বলি "পৃথিবী কমলার মতো দেখতে" এখানেও কিন্তু পৃথিবীকে কমলা বলা হয় নি বরং সাথে ব্যাবহার হয়েছে "মতো" যা থেকে প্রমাণ হয় এটা রূপক। কুরআনের আরবী (ک) যার "যেনো" বা "মতো"। যা প্রমাণ করে আয়াতটি আক্ষরিক নয়।
.
সুকান্ত ভট্টাচার্য বলেছেন,,,
.
"চাঁদ যেনো একটি রুটি"
.
তিনিও কিন্তু "যেনো" শব্দটা ব্যাবহার করেছে। আর কুরআনেও যেনো-মতো ব্যাবহার ঝয়েছে। যা প্রমাণ করে এটা একটি উপমা।
.
.
আল্লাহ বলেন,,,
.
اَلَمۡ تَرَ کَیۡفَ ضَرَبَ اللّٰہُ مَثَلًا کَلِمَۃً طَیِّبَۃً کَشَجَرَۃٍ طَیِّبَۃٍ اَصۡلُہَا ثَابِتٌ وَّ فَرۡعُہَا فِی السَّمَآءِ ﴿ۙ۲۴﴾
তুমি কি দেখ না, আল্লাহ কীভাবে উপমা পেশ করেছেন? কালিমা তাইয়েবা, যা একটি ভাল বৃক্ষের ন্যায়, যার মূল সুস্থির আর শাখা-প্রশাখা আকাশে।
(Quran 14:24)
.
وَ لَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ کُلِّ مَثَلٍ ۫ فَاَبٰۤی اَکۡثَرُ النَّاسِ اِلَّا کُفُوۡرًا ﴿۸۹﴾
আর অবশ্যই মানুষের জন্য এ কুরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি; কিন্তু অধিকাংশ মানুষ কুফরী না করে থাকেনি।
(Quran 17:89)
.
.
◾আসুন এবার কথার মোড় ঘুরিয়ে ফেলি যেসকল ইসলাম বিরোধী হিন্দুরা কুরআনের এই আয়াতকে ভুল প্রমাণ করতে চান তাদের জবাব তো দিয়েই দিলাম। এখন আমায় বেদের এই ভাষ্য গুলি বুঝিয়ে দিন।
.
.
নিম্নরূপঃ
.
.
পবিত্র বেদ বলে,,,,,
.
১) চাঁদ হলো স্বর্ণের
২) চাঁদ স্বর্ণের ডানা এর সর্গীয় পাখি
৩) চাঁদের আছে স্বর্ণের রথ
৪) চাঁদের আছে স্বর্ণের কক্ষপথ

এই হলো বিজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান,,,

📢 Reference

১) চাঁদ হলো স্বর্ণের!
.
📕 RGVEDA 3/61/7
earth and the sun
as well as the golden moon
( Tulsi Ram )

দেখুন বলা হয়েছে The golden moon

২) চাঁদ স্বর্ণের ডানার সর্গীয় পাখি
.
📕 ATHARVAVD 18/4/89
The moon, celestial bird of golden wings, flies in the midst of spatial waters in the light of heaven, O lights and lightnings of heaven, O worlds of golden rings revolving in infinite Divinity, mortals reach not bounds of the boundless, let heaven and earth know of this, know this of me.
( Tulsi Ram )
-------------------
পুরাণে চাঁদ নিয়ে‌ নানান রূপকথা আছে আর বেদেও আছে।এই দেখুন এই‌বেদের শ্লোকে বলা আছে,,,

➡ The moon, celestial bird of golden wings.
অর্থ:চাঁদ সর্ণের ডানা এর স্বর্গীয় পাখি ।
.
এই হলো বিজ্ঞান।
এখানেই শেষ নয়
এই ‌শ্লোকে আরও বলা আছে,,,,

➡ flies in the midst of spatial waters in the light of heaven
অর্থ:চাঁদ সূর্যের আলোয় পানির মধ্যখানে ডুবে যায়।

৩) চাঁদের আছে স্বর্ণের রথ
.
📕 RGVEDA 4/48/4The goldenchariot of the moon( Tulsi Ram )📕 RGVEDA 4/48/1the golden chariot as gloriousas the moon( Tulsi Ram )📕 RGVEDA 4/48/2the golden chariotof the moon( Tulsi Ram )📕 RGVEDA 4/48/3Come by the chariot of the golden beauty of the moon( Tulsi Ram )📕 RGVEDA 4/48/4the goldenchariot of the moon( Tulsi Ram )

দেখুন স্পষ্ট বলা আছে চাঁদের সর্ণের রথ আছে।

৪) চাঁদের আছে স্বর্ণের কক্ষপথ

📕 RGVEDA 3/3/5

golden orb of the moon

বেদে আরো বলা আছে ,,,
সূর্য চাঁদ ঘুমায়

ঠাকুমার ঝুলিতে শুনেছি সূর্য ঘুমায় আর চাঁদ ঘুমায় চাঁদের বুড়ি সহ।
বেদকে যদি আপনারা আরো গবেষণা করেন অনেক অনেক নতুন নতুন ভুল পাবেন।
এখন এটা দেখি,,,

📕 RGVEDA 1/95/1
The sun sleeps at night
and the moon sleeps in the day.
.
[ বি:দ্র:- সকল রেফারেন্স আমি তুলসি রাম শর্মার বেদ গবেষণা করে বের করেছি। অনুবাদক তুলসি রাম শর্মা। যদি কারো বিশ্বাস না হয় এখনি ডাউনলোড করে যাচাই করে নিন। এখান থেকে ডাউনলোড করুন লিঙ্ক:- https://uncovertrue.blogspot.com/2020/04/blog-post_63.html ধন্যবাদ ]

Post a Comment

0 Comments