চাঁদ ডুবে যায় আকাশের আলোয়,,,

চাঁদ ডুবে যায় আকাশের আলোয়,,,
🖋Author:- Aminur Rashid
__________________________________________________________________________________
.

আজ আলোচনা করব বেদের একটি মন্ত্র নিয়ে এবং ভক্তদের ভন্ডামী নিয়ে।
আসুন দেখে নেওয়া যাক,,,
.
.
📕 ATHARVAVD 18/4/89
The moon, celestial bird of golden wings, flies in the midst of spatial waters in the light of heaven, O lights and lightnings of heaven, O worlds of golden rings revolving in infinite Divinity, mortals reach not bounds of the boundless, let heaven and earth know of this, know this of me.
( Tulsi Ram )

এটা হচ্ছে তুলসি রাম শর্মার অনুবাদ।উনি চাঁদকে ডানাওয়ালা পাখি বললেন যা জলে গমণ করে আকাশের আলোয়।এই হলো অবস্থা।যাইহোক সব অনুবাদে নাই কিন্তু অনবাদে আছে "চাঁদ জলে গমণ করে আকাশের আলোয়" এটা কিন্তু একদম অবৈজ্ঞনিক।তুলসি রামের অনুবাদ পাবেন অগ্নিবীর,বেক টু দা বেদাস ওয়েবসাইটে আর সেই অনুবাদের এই হলো অবস্থা।
.
আরেকটি ইংরেজি অনুবাদ,,,
89.The moon among the waters runs, an eagle in the sky (dív); they find not your track, O golden-rimmed lightnings: know me as such, O firmaments (ródasī).
[ "Atharva-Veda Samhita/Book XVIII/Hymn 4 - Wikisource, the free online library" https://en.m.wikisource.org/wiki/Atharva-Veda_Samhita/Book_XVIII/Hymn_4 ]

🔎 বিশ্লেষণ,,,

১) চাঁদ পানিতে গমন করে।
২) আকাশের আলোয়।

অর্থাৎ, "চাঁদ পানিতে গমন করে আকাশের আলোয়"।
চাঁদ পানিতে গমন তো দূরে থাক আকাশের আলোয় তো আরো বড় ভুল।

🔎 ভুল,,,

১) চাঁদ পানিতে গমন করে না।
২) আকাশের কোন আলো নেই যদি সূর্যের কথা বলা থাকে তাহলেও ভুল সূর্যের আলো থাকুক কিংবা না থাকুক চাঁদ পানি কিংবা কোথাও গমন করবে না।

🔎 ভক্তদের ভন্ডামী,,,

"হিন্দুদের অনেকেই বলেন এখানে নাকি হবে বায়ুমন্ডল আবার কেউ বলে মহাশূন্য"

জবাব:- তর্কের খাতিরে যদি মেনেও নেই তাহলেও ভুল হবে কারণ "চাঁদ আকাশের আলোয় কখনো মহাশূন্যে গমন করে না" তাই এটা একদম বৈজ্ঞানিক ভুল।

ধন্যবাদ,,,

Post a Comment

0 Comments