মুসলিমরা কি কালো পাথরের উপাসনা করে!?
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
ইসলাম বিরোধীদের আরেকটি অভিযোগ হলো মুসলিমরা কলো পথরের অর্থাৎ কাবার পূজা করে উপাসনা করা হাজরে আসওয়াদে চুম্বন করে। আসলে এই অভিযোগ পুরণো খুবি পুরণো কিন্তু ইসলাম বিদ্বেষীরা একই প্রশ্ন বার বার করতে থাকে। হিন্দু-খ্রিষ্টানরাও এই অভিযোগ করে থাকে।
.
.
📎 আসলেই কি তাই!?
.
◾জবাব:- ইসলামে শুধুমাত্র আল্লাহর উপসনা করা হয়। আর আল্লাহ ছাড়া কেউ উপসনার যোগ্য নয়। যে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করে সে শিরিক করলো।
.
আল্লাহ বলেন,,,
.
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
💕আর উপাসনা কর আল্লাহর, শরীক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয়, এতীম-মিসকীন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক-গর্বিতজনকে। [১]
.
সুতরাং,, আল্লাহর সাথে কোন কিছুর শরীক করা যাবে না যদি কেউ কাবাকে উপাসনা করে সে শিরক করলো। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না।
.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَنْ يَشَاءُ ۚ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا
💕নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল। [২]
.
.
◾আমরা কখনো কাবাকে পূজা কিংবা উপাসনা করি না। আমরা কাবার রবের উপসনা করি। নবী মুহাম্মদ (সঃ) কাবার রবের শপথ বলতে কাবার রব আল্লাহ।
.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ أَبَا بَكْرٍ لَعَنَ بَعْضَ رَقِيقِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ، اللَّعَّانِينَ وَالصِّدِّيقِينَ؟ كَلَّا وَرَبِّ الْكَعْبَةِ» ، مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَأَعْتَقَ أَبُو بَكْرٍ يَوْمَئِذٍ بَعْضَ رَقِيقِهِ، ثُمَّ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَا أَعُودُ
আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:
আবু বাকর (রাঃ) তার কোন গোলামকে অভিসম্পাত করেন। নবী (সাঃ) বলেনঃ হে আবু বাকর! কাবার প্রভুর শপথ! একই ব্যক্তি একই সাথে পরম সত্যবাদী ও অভিসম্পাতকারী হতে পারে না। তিনি দুই বা তিনবার একথা বলেন। আবু বাকর (র) সেদিনই ঐগোলামকে আযাদ করে দেন এবং নবী (সাঃ)-এর নিকট এসে বলেন, আমি আর কখনো এরূপ আচরণ করবো না (বাযযার)। [৩]
.
.
◾কাবার হাজরে আসওয়াদে আমরা চুম্বন করি কিন্তু সেই কাবা এমন কিছু না শুধু মাত্র মামুলি পাথর তার কোন ক্ষমতা নেই।
.
.
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ إِنِّي أُقَبِّلُكَ وَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ لَمْ أُقَبِّلْكَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবিস ইবনু রবীআ (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে আমি হাজরে আসওয়াদে চুমা দিতে দেখেছি এবং তিনি তখন বলছিলেনঃ আমি তোমাকে চুমা দিচ্ছি অথচ আমি জানি তুমি শুধুই একটি পাথর। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে যদি তোমাকে চুমা দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমা দিতাম না। [৪]
.
দেখুন উমার বলছেন যদি রাসুল (সাঃ) চুম্বন না করতেন উমার কখনোই করতো না। এই পাথরের কোন ক্ষমতা নেই তাই বলা হয়েছে।
.
"আমি জানি তুমি শুধুই একটি পাথর"
.
আর কোন কিছুকে চুম্বন করলে সেটা কখনো ঈশ্বর হয় না। আমরা যখন খেলায় ট্রফি পাই তখন সেটাতেও চুম্বন করি। কারণ আমি খুশি আর কাবার আসওয়াদে আমরা চুম্বন করি শুধু মাত্র সেটা আল্লাহর ঘড় বলে। নাহয় করতাম না। যদি চুম্বন করলেই কোন কিছু ঈশ্বর হয়ে যায় তাহলে ট্রফিও কি "ঈশ্বর"?
.
.
◾কাবার উপরে নামাজ পড়া হয় কাবার ভিতরে প্রবেশ করে নামাজ পড়া হয়। কখনো কোন হিন্দু তার ভগবান মূর্তির মাথার উপর দাঁড়ায় না। কিন্তু আমরা দাঁড়িয়ে আজান দেই কারণ কাবা কখনো প্রভু নয় বরং আল্লাহর ঘর। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। কাবা শুধু একটি মামুলি পাথর যা রেফারেন্স সহ আপনাদের কাছে উপস্থান করেছি।
.
.
কাবার ভিতরেও নামাজ পড়া হয়।
.
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ بِلاَلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي جَوْفِ الْكَعْبَةِ . قَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ يُصَلِّ وَلَكِنَّهُ كَبَّرَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَعُثْمَانَ بْنِ طَلْحَةَ وَشَيْبَةَ بْنِ عُثْمَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بِلاَلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِالصَّلاَةِ فِي الْكَعْبَةِ بَأْسًا . وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ لاَ بَأْسَ بِالصَّلاَةِ النَّافِلَةِ فِي الْكَعْبَةِ . وَكَرِهَ أَنْ تُصَلَّى الْمَكْتُوبَةُ فِي الْكَعْبَةِ . وَقَالَ الشَّافِعِيُّ لاَ بَأْسَ أَنْ تُصَلَّى الْمَكْتُوبَةُ وَالتَّطَوُّعُ فِي الْكَعْبَةِ لأَنَّ حُكْمَ النَّافِلَةِ وَالْمَكْتُوبَةِ فِي الطَّهَارَةِ وَالْقِبْلَةِ سَوَاءٌ .
বিলাল (রাঃ) থেকে বর্ণিতঃ:
কা'বার অভ্যন্তরে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নামায আদায় করেছেন। [৫]
.
.
কবার দিকে মুখ করে নামজ পড়ি আমরা যেনো ঐক্যবদ্ধ ভাবে পড়া যায়। ইসলামে ঐক্যতার দিকে গুরুত্ব আরোপ করে। কাবা হলো কিবলা যদি কিবলা না হতো তাহলে একেকজন একেক দিকে নামাজ পড়তো মতে বিশৃঙ্খলা দেখা যায় তাই কিবলার দিকে নামাজ পড়তে বলা হয়েছে। কিবলা যেদিকে থেকে কাছে সেদিকে নামাজ পড়বো। কারণ আমরা চারদিক বলি আমরা বলি যে পূর্ব দিকে গিয়ে রফিক সাহেবের বাসা পাবেন আসলে পূর্ব দিকে তো আকাশ কারণ পৃথিবী হলো গোলাকার। কিন্তু সুবিধার্থে আমরা বলে থাকি। তাই কাবা যেদিক থেকে কাছে সেইদিক দিয়ে নামাজ পড়বো।
.
.
◾অতএব,, আমরা বুঝলাম মুসলিমরা কাবার পূজা করে না বরং কাবার প্রভুর উপাসনা করে। অনেক অমুসলিমরা নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামে পাথর পূজা দেখাতে চায়। কিন্তু হিন্দু-খ্রিষ্টানরা যানে না যে তাদের নিজ ধর্মীয় গ্রন্থেই বলা হয়েছে মূর্তি পূজা নিষেধ।
.
.
🕉 বেদে বলা হয়েছে,,,
.
"न तस्य प्रतिमा अस्ति"
• ঈশ্বরের কোন প্রতিমা নেই। [৬]
.
অর্থাৎ,, ঈশ্বরের কোন ভাষ্কর্য নেই মূর্তি নেই প্রতিমূর্তি নেই।
.
কিন্তু অনেক আর্যরা বলে তারা নাকি মূর্তি পূজা করা না বরং শুধু সামনে রাখে মনোযোগের জন্য। আমি তাদের বলব কোথায় পেয়েছে তারা মূর্তি কেমন!? ঈশ্বর তো নিরাকার তাহলে তার আকার যেহেতু কেউ দেখে নি সেহেতু মূর্তি কার আকার দেখে নির্মাণ করা হয়!?
.
উপনিষদে-গীতায় বলা হয়েছে ঈশ্বরকে চোখে দেখা সম্ভব নয়,,,
.
"ঈশ্বরকে চোখে দেখা সম্ভব না" [৭]
.
"ঈশ্বরের কোন রুপ নেই" [৮]
.
ঈশ্বরের যেহেতু রূপ নেই চোখে দেখা সম্ভব নয় তাহলে তাকে কিভাবে সাকার রূপ দেওয়া যায়?? কিভাবে মূর্তি তৈরি করা হয়?? মূর্তি যে ঈশ্বর তা কোথা থেকে পাওয়া যায়। যে ঈশ্বরের রূপ নাই তাকে সাকার রূপে পূজা করা কি বোকামি নয়!?
.
✝ বাইবেল বলা হয়েছে,,,
.
"Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth." [৯]
.
বাইবেলের ঈশ্বররের মূর্তি নেই এবং বাইবেল অনুযায়ী ঈশ্বরকে দেখা যায় না।
.
"ঈশ্বরকে দেখা যায় না" [১০]
.
সুতরাং,, অমুসলিমদেরও উচিত মূর্তিপূজা না করা।
.
.
◾আসুন জেনে নেই কাবা তৈরি করেছেন কে,,,
.
কাবা তৈরি করেছেন নবী ইব্রাহিম (আঃ) ও তার পূত্র ইসমাইল (আঃ) বাবা ছেলে মিলে তৈরি করেছেন।
.
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ
💕 স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। [১১]
.
.
📜 Historical ভাবেও তা প্রমাণিত!
.
Edward Gibbson,,
তার 'The History of the Decline and the Fall of the Roman Empire.' বইতে কাবার ঐতিহাসিক প্রমাণ নিয়ে বিস্তারিত বলেছেন। তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ।
.
তিনি তার বইয়ে বলেছেন,,,
.
'blind mythology of barbarians - of the local deities, of the stars, the air, and the earth, of their sex or titles,
their attributes or subordination. Each tribe, each family, each independent warrier, created and changed the rites and the object of this fantastic worship; but the nation, in every age, has bowed to the religion as well as to the language of Mecca. The genuine antiquity of Caaba ascends beyond the Christian era : in describing the coast of the Red sea the Greek historian Diodorus has remarked, between the Thamudites and the Sabeans, a famous temple, whose superior sanctity was revered by all the Arabians; the linen of silken veil, which is annually renewed by the Turkish emperor, was first offered by the Homerites, who reigned seven
hundred years before the time of Mohammad' [১২]
.
.
শুধু তাই নয় বাইবেলেও মক্কা শরীফের উল্লেখ আছে,,
.
"Who passing through the valley of Baca make it a well; the rain also filleth the pools." [১৩]
.
এখানে "
Valley Of Baca" বলা হয়েছে। আর পবিত্র কুরআনে সরাসরি মক্কাকে বাক্কা (
بَكَّ) বলা হয়েছে,,,
.
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي
بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ
💕 নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ ঘর, যা বাক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। [১৪]
.
আলহামদুলিল্লাহ,,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার।
.
◾প্রিয় পাঠক,,,
আশা করি বুঝতে পেরেছেন কাবা মুসলিমদের ইবাদতখানা। মুসলিমরা কাবাকে উপাসনা করে না। অমুসলিমদের উচিত মূর্তিপূজা না করা কারণ এটাই তাদের ধর্মীয় গ্রন্থের বানী। নাস্তিকদের স্রষ্টা প্রাকৃতি কারণ তারা এই প্রাকৃতিকে ঈশ্বর মনে করে। তারা হল প্রাকৃতি পূজারী। কিন্তু নাস্তিকরা জানে না এই প্রাকৃতির স্রষ্টা আল্লাহ তায়ালা। আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।
.
.
ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ
💕 তিনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনিই সব কিছুর স্রষ্টা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। [১৫]
.
.
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ আন নিসা, আয়াতঃ ৩৬
[২] সূরাঃ আন নিসা, আয়াতঃ ৪৮
[৩] আদাবুল মুফরাদ, হাদিস নং ৩১৯
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৪] জামে' আত-তিরমিজি, হাদিস নং ৮৬০
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৫] জামে' আত-তিরমিজি, হাদিস নং ৮৭৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৬] যজুর্বেদ ১৩/৪১
[৭] শেতাশ্বতর উপনিষদ ৪/২০, ভগবদ গীতা
১১/৮
[৮] কথোপনিষদ ১/৩/১৫
[৯] যাত্রা পুস্তক ২০/৪
[১০] যোহন ৬:৪৬/যোহন ১:১৮
[১১] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১২৭
[১২] The history of decline & the fall of the Roman Empire, Volume- 5, Page: 223-224
বিঃদ্রঃ Historical বিষয়গুলি ও তার রেফারেন্স নেওয়া হয়েছে প্যারাডক্সিক্যাল সাজিদ - ২ থেকে। তাই কৃতজ্ঞতা আরিফ আজাদ ভাইয়ের প্রতি। ❤
[১৩] সামসঙ্গীত ৮৪/৬
[১৪] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ৯৬
[১৫] সূরাঃ আল আনআম, আয়াতঃ ১০২
0 Comments