আল্লাহ কি আসলেই সর্বশক্তিমান ?
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
.
আসসালামু আলাইকুম,,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। যিনি সৃষ্টি করেছেন মানুষ। এবং তিনি মৃত্যু দান করবেন এবং আবার জীবন দান করবেন। তিনি সক্ষম কারণ আল্লাহ হলেন সর্বশক্তিমান।
.
أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ ۚ بَلَىٰ إِنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
.
💕 তারা কি জানে না যে, আল্লাহ যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোন ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয় তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। [১]
.
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مُوْسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ وَنَافِعٍ عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَفَلَ مِنَ الْغَزْوِ أَوِ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ يَبْدَأُ فَيُكَبِّرُ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ يَقُوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ سَاجِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ صَدَقَ اللهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
💕 যখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুদ্ধ, হাজ্জ, বা ‘উমরাহ্ থেকে ফিরে আসতেন তখন প্রথমে তিনবার তাকবীর বলতেন। এরপর বলতেন, সত্যিকার অর্থে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শারীক নেই। রাজত্ব এবং প্রশংসা একমাত্র তাঁরই। সব বিষয়ে তিনিই সর্বশক্তিমান। আমরা তাঁরই কাছে প্রত্যাবর্তনকারী, তওবাহ্কারী, তাঁরই ইবাদাতকারী। আমরা আমাদের প্রভুর কাছে সাজদাহ্কারী, তাঁরই প্রশংসাকারী। আল্লাহ তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন। তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছেন। [২]
.
.
ইসলাম বিরোধীদের অনেকেই একটি দাবী বহুকাল ধরে করে আসছে। আবার এখন কিছু Atheist সেটাকে একটু আপডেট দিয়ে প্রশ্নবিদ্ধ করে প্রমাণ করতে চাচ্ছে আল্লাহ সর্বশক্তিমান নন। আসুন তাদের প্রশ্ন করার নমুনা একটু দেখি।
.
"ইসলামে বর্ণিত আল্লাহ অনেক কিছুই করতে পারে না। একটা প্রচলিত যুক্তি হচ্ছে আল্লাহ এমন কোনো পাথর তৈরি করতে পারে না যা সে তুলতে পারে না। যদি তৈরি করতে বা তুলতে না পারে তাহলে সে সর্বশক্তিমান হতে পারে না।
শুধু তাই নয় আল্লাহ আরো অনেককিছুই করতে পারবে না। যেমন:
◾আল্লাহ নিজেকে সৃষ্টি করতে পারবে না।
◾আল্লাহ চাইলেও ঠিক আজকেই মানবজাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারবে না।
◾আল্লাহ মানুষ তাকে ডাকলেও সাড়া (ভাষার মাধ্যমে) দিতে পারবে না।
◾আল্লাহ চাইলেই ধ্বংস হয়ে যেতে পারবে না।
◾আল্লাহ সবকিছু ভুলে যেতে পারবে না।
◾আল্লাহ ভুল করতে পারবে না কিংবা ভুল করলেও নিজের বিচার করে,নিজেকে শাস্তি দিতে পারবে না
◾আল্লাহ ঠিক এই মুহূর্তে আমাকে মেরে ফেলতে বা পৃথিবী ধ্বংস করে ফেলতে পারবে না
◾এমন অসংখ্য জিনিস আল্লাহ করতে পারবে না, যা সর্বশক্তিমান আল্লাহর ধারণার বিপরীত। এথেকে প্রমাণিত হয় আল্লাহ সর্বশক্তিমান নন। আল্লাহ শুধুমাত্র মানুষের কল্পনার সৃষ্টি!"
.
.
.
◾(নাঊযুবিল্লাহ) উপরের অভিযোগ দেখে অনেকেই সেই "অভিযোগ" কারীকে চিনতে পারছেন। সেটা মনের ভিতরেই রাখুন। ফালতু বিষয় প্রকাশ করার প্রয়োজন নেই। তো যাইহোক এই প্রশ্নের উত্তর খুব সহজ বিশেষ "ইসলামে" এর উত্তর রয়েছে। অন্যান্য ধর্মে আছে নাকি সেটা জানি না। বাইবেলের ঈশ্বর আবার সর্বশক্তিমান নন। [৩]
.
তো এই প্রত্যেকটি প্রশ্ন এবং এমন সকল প্রশ্নের জবাব কুরআনেই রয়েছে।
প্রথমতো আল্লাহ যে সর্বশক্তিমান সেটা কুরআনে বলা হয়েছে। আর আল্লাহ এমন কিছু করবে না যেটা তার "সিফাতের" বিরুদ্ধে যা। আল্লাহ যেহেতু সর্বশক্তিমান সেহেতু তিনি এমন কোন কাজ করবেন না যাতে তার "সর্বশক্তিমান" সিফাত নষ্ট হয়ে যায়।
.
◾আল্লাহ সব করতে সক্ষম। কারণ তিনি সর্বশক্তিমান। কিন্তু যা তিনি চান না তা করেন না।
.
এইবার ইসলাম বিরোধীরা বলবে...
.
"আল্লাহ যে চান না সেটা আপনাকে কে বলেছে আপনি কি ওহী পেয়েছেন নাকি"
.
.
আসলে এসব যারা বলে তারা নিজেরা কখনো কুরআন খুলে পড়ে নি।
.
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন,,,
.
فَعَّالٌ لِمَا يُرِيدُ
তিনি যা চান, তাই করেন। [৪]
.
.
❣ অর্থাৎ,,, আল্লাহ তায়ালা যা চান তাই করেন। তিনি যা চান না তা করেন না। আল্লাহ সর্বশক্তিমান তিনি সব কিছুর স্রষ্টা। তিনি সব করতে পারেন কিন্তু সব করেন না। একজন ভালো মানুষ "চুরি" করতে পারবে কিন্তু সে করবে না। আল্লাহ এমন কাজ করবেন না যা তার সিফাতের বাইরে। আর আল্লাহ তাই করেন যা তিনি চান। এই সকল প্রশ্নের জবাব একটি প্যাটার্ন সেটা হলো,,,
.
🔲 আল্লাহ সব পারেন। কিন্তু এমন কিছু করবেন না যা তার সিফাতের বিরুদ্ধে এবং তিনি যা চান তাই করেন যা চান না তা করেন না। তিনি সর্বশক্তিমান এবং বিশ্বজাহানের পালনকর্তা 🔲
.
.
সুতরাং,, যাহারা এসব যুক্তি দেখিয়ে নিজেকে জ্ঞানী মনে করেন তাদের জন্য আফসোস যে তারা আল্লাহর গ্রন্থ সম্পর্কে মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিছুই জানে না।
.
وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ
💕 তোমাদের কিছু লোক নিরক্ষর। তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না। তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। [৫]
.
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ আল আহক্বাফ, আয়াতঃ ৩৩
[২] সহিহ বুখারী, হাদিস নং ৪১১৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৩] বাইবেলের ঈশ্বর কি সর্বশক্তিমান? https://uncovertrue.blogspot.com/2020/03/author-aminur-rashid_30.html
[৪] সূরাঃ আল বুরূজ, আয়াতঃ ১৬
[৫] সূরাঃ আল বাকারা, আয়াতঃ ৭৮

0 Comments