মক্কা-মদিনাতে কি মহামারী প্রবেশ করতে অক্ষম!?

মক্কা-মদিনাতে কি মহামারী প্রবেশ করতে অক্ষম!? 
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

.
আসসালামু আলাইকুম,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার উপর। যিনি মানবজাতির সৃষ্টিকর্তা। যিনি এই বিশ্ব জাহানের পালনকর্তা,,,
.
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। [১]
.
.
ইসলাম বিরুদ্ধে যারা রয়েছেন তারা সব সময় ইসলামের বিরোধীতা করতে থাকে। এই যে করোনা ভাইরাস যার জন্য বহু মানুষ মারা যাচ্ছে।এই সময়েও তাদের বিদ্বেষী করা শেষ হয় না। তো মক্কা-মদিনায় মহামারী আসবে না এ বিষয়ে হাদিসটি হলো,,,
.
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لاَ يَدْخُلُ الْمَدِينَةَ المَسِيحُ وَلاَ الطَّاعُونُ.

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মদীনায় ঢুকতে পারবে না মাসীহ্ দাজ্জাল, আর না মহামারী। [২]
.
◾এই হাদিস সনদ সহীহ এবং হাদিসটিও পরিশুদ্ধ। এই হাদিসে মহামারী (وَلاَ الطَّاعُونُ) তুয়াউন ছাড়া অন্যন্য রোগ-ব্যাধি মহামারী ছড়াতে পারবে।
.
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শায়খ মীযান হারুন। আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুক।
.
👁‍🗨লিঙ্ক:- https://www.youtube.com/watch?v=MNVmDJLLED0
.
.
তো আমরা বুঝলাম যে করোনা ভাইরাস মক্কা-মদিনাতেও আক্রমণ করতে পারবে এটাই বলে ইতিহাস আর এ বিষয়ে হাদিসও রয়েছে।
.
حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَمَرَّتْ بِهِمْ جَنَازَةٌ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ‏.‏ ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ‏.‏ ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ‏.‏ فَقَالَ أَبُو الأَسْوَدِ فَقُلْتُ وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ ‏"‏‏.‏ فَقُلْنَا وَثَلاَثَةٌ قَالَ ‏"‏ وَثَلاَثَةٌ ‏"‏‏.‏ فَقُلْنَا وَاثْنَانِ قَالَ ‏"‏ وَاثْنَانِ ‏"‏‏.‏ ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ‏.‏

আবুল আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আমি মদীনায় আসলাম, তখন সেখানে একটি রোগ (মহামারী আকারে) ছড়িয়ে পড়েছিল। আমি ‘উমর ইব্‌নুল খাত্তাব (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এ সময় তাদের পাশ দিয়ে একটি জানাযা অতিক্রম করল। তখন জানাযার লোকটি সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করা হল। ‘উমর (রাঃ) বললেন, ওয়াজিব হয়ে গেল। অতঃপর অপর একটি (জানাযা) অতিক্রম করল। তখন সে লোকটি সম্পর্কেও প্রশংসাসূচক মন্তব্য করা হল। (এবারও) তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল। অতঃপর তৃতীয় একটি (জানাযা) অতিক্রম করল, লোকটি সম্বন্ধে নিন্দাসূচক মন্তব্য করা হল। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল। আবুল আসওয়াদ (রাঃ) বললেনঃ আমি বললাম, হে আমীরুল মু'মিনীন! কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, আমি তেমনই বলেছি, যেমন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, যে কোন মুসলমান সম্পর্কে চার ব্যক্তি ভাল বলে সাক্ষ্য দিবে, আল্লাহ্‌ তাকে জান্নাতে দাখিল করবেন। ‘উমর (রাঃ) বলেনঃ তখন আমরা বলেছিলাম, তিনজন হলে? তিনি বললেন, তিনজন হলেও। আমরা বললাম, দু’জন হলে? তিনি বললেন, দু’জন হলেও। অতঃপর আমরা একজন সম্পর্কে আর তাঁকে জিজ্ঞেস করিনি। [৩]
.
.
مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُوسَى حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فِي رُؤْيَا النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَدِينَةِ رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنْ الْمَدِينَةِ حَتَّى نَزَلَتْ بِمَهْيَعَةَ فَتَأَوَّلْتُهَا أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَى مَهْيَعَةَ وَهِيَ الْجُحْفَةُ

আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি মাদীনাহ সম্পর্কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্বপ্নের বর্ণনা প্রসঙ্গে বলেন। তিনি বলেছেনঃ আমি দেখেছি এলোমেলো চুল ওয়ালা একজন কালো মহিলা মাদীনাহ থেকে বের হয়েছে। অবশেষে মাহইয়ায়া নামক জায়গায় অবস্থান নিয়েছে। আমি এর ব্যাখ্যা করলাম যে, মদীনার মহামারী মাহইয়া‘আহ তথা জুহ্‌ফা নামক জায়গায় স্থানান্তরিত হল। [৪]
.
.
◾এমন আরো হাদিস রয়েছে। [৫]
উপরের হাদিস থেকে সুস্পষ্ট যে (وَلاَ الطَّاعُونُ) ছাড়া অন্যন্য রোগ ব্যাধি ছড়িয়েছে মদিনাতে। অতএব কখনোই হাদিস ভুল তথ্য দেয় না বরং যারা ইসলামের বিরোধীতা করে তারাই ভুল বলে, কারণ তারা অজ্ঞ আর অজ্ঞতায় তারা কিছুকাল থাকবে পরে সময় ফুরিয়ে যাবে।
.
.
فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
💕অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন। [৬]
.
.
তথ্যসূত্রঃ
[১] সূরাঃ আল ফাতিহা, আয়াতঃ ১
[২] সহীহ বুখারী null, হাদিস নং ৫৭৩১
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৩] সহীহ বুখারী null, হাদিস নং ১৩৬৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৪] সহীহ বুখারী null, হাদিস নং ৭০৩৯
হাদিসের মান: সহিহ হাদিস
Source: ihadis.com
[৫] সহীহ বুখারী null, হাদিস নং ৭০৩৮/৭০৩৯/৭০৩৯ ihadis.com
[৬] সূরাঃ আল মু'মিনূন, আয়াতঃ ৫৪

Post a Comment

0 Comments