ইসলাম কি সর্বপ্রথম দ্বীন?

ইসলাম কি সর্বপ্রথম দ্বীন? 
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________

.
আসসালামু আলাইকুম,,,
.
সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহ তায়ালার উপর। ইসলাম ধর্ম নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। আজ ইনশাআল্লাহ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
.
ইসলাম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকেই ইসলাম বলা হয়। আর অনেকের ধারণা ইসলাম একটি নতুন ধর্ম যার বয়স ১৪০০ বছর। আসলে পবিত্র কুরআনের বয়স ১৪০০ বছর কিন্তু ইসলাম সর্বপ্রথম থেকেই বিদ্যমান ছিলো। আদম (আ:) থেকে শুরু সৃষ্টির শুরু থেকে। আর আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন। আর সকল নবী রাসুল তাওহীদের বানী প্রচার করত।
.
আল্লাহ বলেন,,,
.
قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
💕বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত।[১]
.
আল্লাহ বহু কিতাব নাজিল করেছেন। ইব্রাহিমের উপরে এবং আর নবী-রাসুলগণের উপরে। নবীগণ আমাদের তাওহীদের শিক্ষা দেন।
.
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
.
💕আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুতঃ তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট।[২]
.
.
আল্লাহ প্রত্যেক জাতির নিকট নবী পাঠিয়েছেন। হিন্দুধর্ম-খ্রিষ্টানধর্মের মতন নয়। বরং সকলের জন্য নবী পাঠানো হয়েছে যারা সকলে আল্লাহর দিকে আহ্বান করত।
.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
.
💕আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।[৩]
.
এমন আরো আয়াত রয়েছে।[৪]
.
◾উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম যে নবী-রাসুলগণের উপর কিতাব নাজিল হয় আর সকল নবী সকল সম্প্রদায়ের নিকট প্রেরণ হয়েছে। আর সকল নবী ইসলামের বানী প্রচার করতো আর সর্বপ্রথম নবী হচ্ছেন আদম (আ:) আদম (আ:) সৃষ্টি থেকেই ইসলাম ছিলো। নবী মুহাম্মদ (স:) এটাকে শেষ করেছেন। এ জন্য আল্লাহ বলেছেন,,,
.
💕.........আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।...........
[৫]
.
.
.
অন্যান্য ধর্ম,,, 
এবার আসুন দেখি হিন্দুধর্ম কিভাবে নতুন ধর্ম হয়। হিন্দু ধর্মের কোন নবী-রাসুল নেই। অন্যদিকে বেদ হলো ৩০০০ এর মতন পুরাতন। কারো কারো মতে ৫০০০ পুরনো।[৬]
আর এই বেদের আগে কোন ধর্মগ্রন্থের অস্তিত্ব ছিলো না। তাই বেদ কখনোই সনাতন ধর্ম নয়। করাণ মানবসভ্যতার উৎপত্তি আরো বহু আগে থেকে ছিলো।[৭]
আর হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মও প্রাচীন।[৮]
অনেকে বলে বেদ নাকি কোটি বছর পুরনো কোন রেফারেন্স ছাড়াই,, বেদ এসেছে সংস্কৃত ভাষায় যার জন্মকাল দেখুন,,,
.
""ভাষাতাত্ত্বিকরা মনে করেন—ভারতীয় উপমহাদেশের ভাষাগুলো একটি ভাষাবংশের সদস্য। এই ভাষাবংশের নাম “ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ”। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের বেশ কিছু শাখা তৈরি হয় যার একটি শাখা হচ্ছে ভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগবেদের মন্ত্রগুলোতে, যা লেখা হয়েছিল ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে। এক সময় কালের পরিক্রমায় এই ভাষা মানুষের কাছে দুর্বোধ্য ঠেকে কারণ দৈনন্দিন ব্যবহার হতে হতে ভাষা অনেকখানি পরিবর্তিত হয়ে গিয়েছিল। খ্রিষ্টপূর্ব ১২০০ থেকে ৮০০ অব্দ পর্যন্ত বৈদিক বা বৈদিক সংস্কৃত ভাষার ব্যবহার ছিল। খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ থেকে পাওয়া যায় সংস্কৃত ভাষার ব্যবহার, যেটি ব্যাকরণবিদ পাণিনির হাতে বিধিবদ্ধ হয়েছিল। প্রাচীন ভারতীয় আর্যভাষা বলা হয় বৈদিক ও সংস্কৃতকে; এ ছাড়াও ছিল মধ্য ভারতীয় আর্যভাষা যা প্রাকৃত ভাষা নামেও পরিচিত। খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দ থেকে ১০০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলোর কথ্য ও লেখ্য রূপ প্রচলিত ছিল।এ ভাষার অপভ্রংশ(বিকৃত রূপ) থেকে জন্ম নিয়েছে নানা আধুনিক ভারতীয় আর্যভাষা যেমনঃ বাংলা, হিন্দী, গুজরাটী, মারাঠী, পাঞ্জাবী প্রভৃতি ভাষা। আমাদের বাংলা ভাষার আদি রূপ পাওয়া যায় চর্যাপদে যা প্রায় ১ হাজার বছর আগে লেখা হয়েছিল। মাত্র ৩০০০ বছর সময়ের মধ্যে শুধু ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ থেকে ভারতীয় উপমহাদেশের এতগুলো আধুনিক ভাষা জন্ম নিয়েছে।" [৯]
.
কিন্তু শুধু মাত্র ইসলাম যা সব সময় ও সর্বপ্রথম ধর্ম। আর খ্রিষ্টান ধর্ম হলো খ্রিষ্টের অনুসারী আর আমরা জানি যীশু খ্রীষ্টের জন্মের পর থেকে খ্রিষ্টাব্দ গণনা হয়। আর সেই খ্রিষ্টান ধর্ম যীশু খ্রিষ্ট থেকে এসেছে। এটাই প্রমাণ করে। আর বাইবেল হলো একটি গ্রন্থ খ্রিষ্টান ধর্মের। আর সেই গ্রন্থ ছাড়া পূর্বে কোন কিতাব নাজিল নিয়ে বাইবেলে বলা নেই। কারণ বাইবেল হলো তাওরাত-ইঞ্জিলের বিকৃত হওয়া কিতাব। অার বৌদ্ধ ধর্ম হলো গৌতম বুদ্ধের থেকে আসা গ্রন্থ। যার আগে কোন চিহ্নিই ছিলো না বুদ্ধ ধর্মের। [১০]
.
অতএব ইসলাম হলো সর্বপ্রথম ধর্ম।
.
💕ISLAM IS FIRST AND FINAL RELIGION💕
.
তথ্যসূত্র
[১] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ৮৪
[২] সূরাঃ আল ইমরান, আয়াতঃ ১৬৪
[৩] সূরাঃ নাহল, আয়াতঃ ৩৬
[৪] সুরা ইউনুস ১০:৪৭, সুরা রা’দ ১৩:৭, সুরা হিজর ১৫:১০, সুরা নাহল ১৬:৩৬
[৫] সূরাঃ আল মায়িদাহ, আয়াতঃ ৩
[৬] https://en.wikipedia.org/wiki/Rigveda
[৭] https://www.sciencedaily.com/releases/2005/02/050223142230.htm
[৮] https://en.wikipedia.org/wiki/%C3%87atalh%C3%B6y%C3%BCk#Religion
[৯] 'কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী' - হুমায়ুন আজাদ, পৃষ্ঠা ১৩-১৪
[১০] Wikipedia - বৌদ্ধ ধর্ম-খ্রিষ্টান ধর্ম

Post a Comment

0 Comments