সূরা লাহাব নিয়ে ইসলামবিরোধীদের জবাব!
🖋Author:- Aminur Rashid
____________________________________________________________________________
______________________________________
.
আসসালামু আলাইকুম,,
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। আজ আলোচনা করব সূরা লাহাব ও ইসলামবিরোধীদের অভিযোগের জবাবে নিয়ে। ইসলাম বিরোধীদের মাথায় সব সময় একটি সমস্যা কাজ করে তাদের সবকিছুতে চুলকানি যা আমরা সকলেই উপলব্ধি করেছি।এবার এই বিষয়ে আলোকপাত করি।
.
▪ সূরা লাহাব ▪
.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
(সূরাঃ লাহাব, আয়াতঃ ১)
.
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
(সূরাঃ লাহাব, আয়াতঃ ২)
.
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
(সূরাঃ লাহাব, আয়াতঃ ৩)
.
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
(সূরাঃ লাহাব, আয়াতঃ ৪)
.
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
(সূরাঃ লাহাব, আয়াতঃ ৫)
.
.
এই সূরা দেখিয়ে ইসলাম বিরোধীরা বলতে চায় কেনো আল্লাহ একজনকে অভিশাপ দিলো? কেনো আল্লাহ কুরআনে এটা দিলো এটা তো অযথা? কেনো মুসলিমরা পুরনো বিষয়টা বার বার নামাজে পড়ে?
.
WHY WHY WHY ❓
.
▪ আবু লাহাব ও তার স্ত্রীকে অভিশাপ দেওয়ার কারণ এবং তাদের পরিণতি বলার কারণ!
.
জবাব:- আসুন দেখি লাহাবের কাজ কর্ম,,,
.
"মুহম্মদ (স:) শুধু কুরাইসদের দাওয়াত দিয়েছে যার জন্য অভিশাপ দিতেই থাকলো আবু লাহাব।মুহাম্মদ (স:) এর সবথেকে বড় নিকৃষ্টতম শত্রু।সব সময় নবী মুহাম্মদ (স:) কে আবু লাহাব সব সময় কষ্ট ও ক্ষতি করার জন্য সচেষ্ট থাকতো।যখন নবী মুহাম্মদ (স:) মানুষকে দ্বীনের দাওয়াত দিতো তখন অনেকেই জড়ো হতো।তখন আবু লাহাব নবী মুহাম্মদ (স:) কে বলত বে-দিন - মিথ্যাবদী।লাহবের স্ত্রী লাহাবের সাথে হাঁত মিলিয়ে ইসলামের শত্রুতায় থাকতো।নবী মুহাম্মদকে দিতো মিথ্যা বদনামও অভিশাপ।" - [ সংক্ষিপ্তভাবে তাফসীর ইবনে কাসীর - সূরা লাহাব ]
.
শুধু তাই নয় তার স্ত্রী নবীর যাতায়াতের পথার কাঁটা বিছিয়ে রাখতো যেনো নবী মুহাম্মদ (স:) কষ্ট পান। নবী মুহাম্মদ (স:) কে ব্যাঙ্গ করতো এবং দ্বীন প্রচারে বাঁধা দিতো মানুষকে ভাগিয়ে দিতো।নবীকে বলত লেজ কাঁটা নির্বংশ।(নাউজুবিল্লাহ) নবী মুহাম্মদ (স:) কে খুন করতেও গিয়েছে তার স্ত্রী সূরা নাজিলের পর।
[ সীরাত (স:) - আসাদুল্লাহ আল-গালিব পৃষ্ঠা:- ১০১-১০৩ ]
.
.
দেখুন এই হলো আবু লাহাবের চরিত্র তার জন্য কি এটা প্রাপ্য নয়??
.
আবু লাহাবের মৃত্যু হয় (Small Pox) রোগে। তার পরে তারা ছেলেরা পাথর মেরে মেরে গর্তে ঢুকিয়েছে সংক্রামণের ভয়ে। যে লাহাব নবীকে পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিল। সেই সন্তানরাই তাকে পাথর মেরে গর্তে নিক্ষেপ করে সকলেই ছেড়ে চলে যায়।
[ সীরাত (স:) আসাদুল্লাহ আল-গালিব পৃষ্ঠা:- ১০৩ ]
.
এই কারণেই আল্লাহ বলেছিলেন কোন কাজে আসে নি তার ধনসম্পদ, তার সন্তান, তার উপার্জন।
.
.
▪ সূরা লাহাব অযথা একটি সূরা যা মুসলমানরা সব সময় পড়ে!
.
জবাব:- সূরা লাহাব কখনোই অযথা নয় বরং আমরা এই সূরা থেকে অনেক অনেক কিছু শিখি। এই সূরা খুবি প্রয়োজন।
.
এই সূরা থেকে আমরা যা শিখি!
.
১) সতর্কবানী,,,
মৃত্যু আমাদের সকলের সাথে রয়েছে একদিন আমরা চলে যাবো সেদিন আমাদের আমল ছাড়া কিছুই কাজে আসবে না। সন্তান কাজে আসবে না স্ত্রী কাজে আসবে না ধন দৌলত কাজে আসবে না। তাই সাবধান সময় থাকতে আল্লাহর পথে আসো।
.
২) যেমন কর্ম তেমন ফল,,,
আপনি খারাপ কাজ করছেন ভাবছেন কোন বিচার হবে না তাহলে যেনে রাখো আল্লাহর বিচার খুবি কঠিন। যা করবে তার ফল পাবে।
.
৩) যে খারাপ করবে এবং যে খারাপ কাজে সাহায্য করবে সকলেই শাস্তি পাবে,,,
আপনি কারো খারাপ কাজে সাহায্য করছেন তাহলে যেনে রাখুন আপনিও শাস্তি ভোগ করবেন।
.
.
.
তাই এই সূরা অযথা নয় বরং সর্ব সময়ের জন্য সতর্ক বার্তা। কারণ কুরআন হলো,,
.
বিশ্বাসীদের জন্য সঠিক পথ
অবিশ্বাসীদের জন্য নিদর্শন
মিথ্যাবাদীদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী
অসহায়দের জন্য আশার আলো
অন্ধকারের জন্য আলোর মশাল
পাপীদের জন্য সতর্কবাণী
মুমিন দের জন্য সফলতার বানী
.
.
💕QURAN💕

0 Comments