স্রষ্টাকে কে সৃষ্টি করল? - LOGICAL FALLACY

স্রষ্টাকে কে সৃষ্টি করল? - LOGICAL FALLACY
🖋Author:- Aminur Rashid
===============================
.

স্রষ্টা ও সৃষ্টি দুইটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। সৃষ্টি হলো যাকে "সৃষ্টি" করা হয় আর স্রষ্টা হলো যে "সৃষ্টি" করে। আল্লাহ হচ্ছেন স্রষ্টা তার সঙ্গার সাথে সৃষ্টির সঙ্গার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
.
📌 যুক্তি-১
.
একজন লোক পেইন্টিং করে সে একটি মানুষ আকঁল এখন কেউ কি পেইন্টারকে বলবে আপনাকে কে আকঁল?
বলবেনা,,, কারণ সেই লোকের ক্ষেত্রে "আঁকা" শব্দটা হবে না। কারণ সে তার ঊর্দ্ধে।
.
📌 যুক্তি-২
.
একজন স্কুল টিচার বোর্ডে লিখছে তাকে কেউ প্রশ্ন করবে না যে আপনাকে কে লিখেছে। কারণ টিচারের ক্ষেত্রে তা খাটে না। টিচার তারা ঊর্ধ্বে।
.
📌 যুক্তি-৩
.
একটি ছেলে সাইকেল চালাচ্ছে। এখন সেই ছেলেকে কেউ বলবে না যে তোমাকে কে চালায়। কারণ সেই ছেলেটার ক্ষেত্রে তা খাটে না। ছেলেটি তার ঊর্ধ্বে।
.
ঠিক তদ্রূপ স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে স্রষ্টার ক্ষেত্রে সৃষ্টি শব্দ হবে না কারণ স্রষ্টা, সৃষ্টি থেকে ঊর্ধ্বে।সৃষ্টির স্রষ্টা আছে এই নয় একই বাটখারাতে স্রষ্টাকেও মাপতে হবে। স্রষ্টা সৃষ্টির ঊর্ধ্বে। তাই সৃষ্টির বাটখারায় স্রষ্টা কে আনা বোকামি যেমন আমরা লিখি বলে আমাদের কেউ লিখে নি আমরা আঁকি বলে আমাদের কেউ আঁকে নি আমরা সাইকেল চালাই এর মানে এই নয় আমাদের কেউ চালায়।কারণ মানুষ এসব থেকে ঊর্ধ্বে। আর কেউ যদি কাউকে বলে,,,,
.
📌 মেনে নিলাম তুমি মানুষ লিখেছো তোমাকে কে লিখেছে?
.
এই প্রশ্নটা যেমন অযৌক্তিক ঠিক তদ্রূপ স্রষ্টাকে কে সৃষ্টি করেছে সেটাও অযৌক্তিক।
.
আর এই শিশুসুলভ অযৌক্তিক প্রশ্নটাই নাস্তিকরা বলে থাকে যা ব্যাকারণগত ভুল বটে।
.
কুরআন বলে,,,

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন, তিনি আল্লাহ, এক,

اللَّهُ الصَّمَدُ
আল্লাহ অমুখাপেক্ষী,

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি।

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
এবং তার সমতুল্য কেউ নেই।
.
[ সূরা ইখলাস ১১২:১-৪ ]

Post a Comment

0 Comments