কুরআন কি বলে মহাবিশ্ব সম্প্রসারণশীল?


কুরআন কি বলে মহাবিশ্ব সম্প্রসারণশীল?
🖋Author:- Aminur Rashid

================================
.
কুরআনে অনেক নিদর্শনের মধ্যে কয়েকটি বৈজ্ঞানিক নিদর্শন আর সেটা নিয়েও ইসলাম বিরোধীদের জ্বালা রয়েছে। আজকে সেটা নিয়ে আলোচনা করব।
.
আল্লাহ বলেন,,,
وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ
আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
(সূরাঃ আয-যারিয়াত, আয়াতঃ ৪৭)
.
উনারা অনেক অনুবাদ দেয় যেখানে বলা "ক্ষমতাশালী" আসলে ইসলাম বিরোধীরা জানে না কুরআনের মূল টেক্সট হলো মূল। আর অনুবাদকরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অনুবাদ করেন নি তাই "ক্ষমতাশালী" লিখেছেন। কিন্তু যদি আরবী বুঝেন তাহলে এখানে যে আরবী শব্দটা ব্যাবহার হয়েছে (لَمُوسِعُونَ) যার অর্থ শুধু ক্ষমতাশালী নয় বরং সম্প্রসারণ করা বা সম্প্রসারণশীল।
[ https://www.almaany.com/en/dict/ar-en/%D9%84%D9%85%D9%88%D8%B3%D8%B9%D9%88%D9%86/ ]
.
আর যারা অনুবাদ করেছেন তারা কখনোই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অনুবাদ করেন নি।এবার ইসলাম বিরোধীরা বলবে আয়াতে শুধু আকাশ দিয়ে মহাশূন্য বুঝানো হয়েছে মহাবিশ্ব নয়।আকাশ বা (السَّمَاءَ) শব্দের অর্থ পুরা মহাকাশ ও সকল মহাজাগতিক বস্তু মহাকাশের অন্তর্ভুক্ত।
[ https://www.almaany.com/en/dict/ar-en/%D8%A7%D9%84%D8%B3%D9%85%D8%A7%D8%A1/ ]
.
তাহলে আসসামা দিয়ে পুরা মহাশূন্য বুঝায় আর তার সাথে যদি আইমিন (আকাশ+পৃথিবী= মহাবিশ্ব)
.
সুতরাং আমরা বুঝলাম "আকাশ+পৃথিবী=মহাবিশ্ব" আর কুরআনে আল্লাহ বলেছেন,,,,
.
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর।
(সূরাঃ আশ-শামস, আয়াতঃ ৬)
.
এই আয়াতে ব্যবহার হয়েছে আরবী (طَحَاهَا) যার অর্থ প্রসারিত/বিস্তৃত ইত্যাদি।
[ https://www.almaany.com/en/dict/ar-en/%D8%B7%D9%8E%D8%AD%D9%8E%D8%A7%D9%87%D9%8E%D8%A7/ ]
.
অতএব,,, "আকাশ + পৃথিবী = মহাবিশ্ব"। আর পৃথিবী প্রসারিত এবং আকাশো।অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণশীল।আর কোথাও বলা হয়নি অতীতে সম্প্রসারণ হয়েছে বরং শুধু বলা "পৃথিবী সম্প্রসারণশীল ও আকাশ সম্প্রসারণশীল অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণশীল। কোথাও কোন কাল বলা হয় নি। অতিত বলা হয় নি। তাই এমন কুযুক্তি এমনিতেই নাকচ।
.
তাছাড়াও যদি আপনি একদম প্রাচীন তাফসীর দেখেন ইবনে কাসীরের তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন,,,
"আল্লাহ তায়ালা আকাশ স্বীয় ক্ষমতাবলে সৃষ্টি করেছেন ওটাকে তিনি সুরক্ষিত, সুউচ্চ, ও সম্প্রসারিত করেছেন অবশ্যই মহাসম্প্রসারণকারী।"
ধন্যবাদ,,,,

Post a Comment

0 Comments