ইসলাম কি শুধু নারীদেরকেই পর্দার কথা বলে?

ইসলাম কি শুধু নারীদেরকেই পর্দার কথা বলে?
 🖋Author:-Abuturab Ahmed Tanvir
==================================
অনেক নাস্তিক কিংবা ব্লগার আছে, যারা কিনা বলতে চায় নারীদের পর্দা করা মধ্য যুগীয় আইন। এবং পর্দা না করা এটা নারীর অধিকার, সে মন চাইলে করবে নতুবা নয় কিন্তুু নারীদের দিকে পুরুষেরা তাকাবে কেনো?
ইসলাম মোটেও শুধু নারীদেরকে পর্দার কথা বলে না বরং পুরুষের ক্ষেত্রেও পর্দা প্রযোজ্য।পর্দা সমন্ধে নারীদেরকে বলার আগে পুরুষদেরকে কুরআনে সতর্ক করা হয়েছে।
আল্লাহ পাক বলেন-
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে।[আন-নুর-৩০]
উক্ত আয়াতে আল্লাহ পাকে পুরুষদেরকে প্রথমে সতর্ক করেছেন।
এ আয়াত থেকে বোঝা যায় ইসলাম পুরুষদেরকে নারীদের দিকে তাকাতে নিষেধ করেছেন।
আরেকটি হাদিসে এসেছে।
জারীর বিন আবদুল্লাহ আল বাজালী রা:বলেন: আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে হঠাৎ দৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমাকে নির্দেশ দিলেন আমি যেন আমার দৃষ্টিকে ফিরিয়ে নেই। (সহীহ মুসলিম হা: ২১৫৯)
এমনকি এ দৃষ্টিপাত হতে বাঁচতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)‎ সাহাবাদেরকে রাস্তায় বসা থেকেও নিষেধ করেছেন।
আবূ সাঈদ রা: হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)‎ বলেন: তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাক। তখন সাহাবারা বলল: হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! এটি ছাড়া তো আমাদের বসে কথা বলার জায়গা নেই। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)‎ বললেন: যদি তোমরা বাধ্যই হও তাহলে রাস্তার হক আদায় কর। সাহাবারা জিজ্ঞেস করল, রাস্তার হক কী? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)‎ বললেন: দৃষ্টিকে অবনত রাখা, কষ্টদায়ক জিনিস সরানো, সালামের উত্তর দেয়া, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ হতে নিষেধ করা। (সহীহ বুখারী হা: ২৪৬৬, ৬২২৯, সহীহ মুসলিম হা: ১১৪)
আবার অনেকে এটাও বলে আমি কি স্বেচ্ছায় নারীদের দিকে তাকাই?এছাড়াও তারা রাস্তায় পর্দা ছাড়া বের হয় কেনো?
আল্লাহর রাসুল স. এ ব্যাপারেও বলে দিয়েছেন,
ইবনু বুরাইদাহ (রাঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাঃ)-কে বললেন, “হে ‘আলী! কোন নারীকে একবার দেখার পর দ্বিতীয়বার দেখবে না। কেননা তোমার জন্যে প্রথমবার দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বার দেখা যায়িয নয়।

সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৪৯
হাদিসের মান: হাসান হাদিস
যারা স্বেচ্ছায় তাকান না তারা প্রথমবার মাফ পাবেন কিন্তুু দ্বিতীয় বার নয়।
মেয়েরা যদি পর্দা ছাড়া বের হয় তাদের শাস্তি আল্লাহ পাক দিবেন।কিন্তুু কোনো পুরুষ তালবাহানা করে নারীদের দিকে তাকাবে সেই সুযোগটুকুও ইসলাম দেয়নি।কেননা কাল কিয়ামতের দিন,আল্লাহ পাকের কাছে এইসব তালবাহানা কোনো কাজে আসবে না।
যারা বলেন ইসলাম শুধু নারীদেরকে পর্দার কথা বলে তারা সমাজের সম্প্রীতি আর ভালোবাসা নষ্ট করার কাজে ব্যস্ত।
উপরোক্ত আলোচনা থেকে নিশ্চিতভাবে বোঝা যায় আল্লাহ-পাক শুধু নারীদেরকেই পর্দার কথা বলেন নি।বরং নারীদের থেকেও পুরুষদেরকে পর্দার ব্যাপারে কঠিনভাবে হুশিয়ারি করা হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক।

Post a Comment

0 Comments