ধর্ষণ প্রমাণে চারজন সাক্ষী - মিথ্যার আড়ালে!

ধর্ষণ প্রমাণে চারজন সাক্ষী - মিথ্যার আড়ালে! 
🖋Author:- Aminur Rashid
================================

.
এই যে নাস্তিকরা এরা যে কত বড় আহাম্মক তা তাদের মিথ্যাপ্রচার থেকেই বুঝা যায়।তাদের অভিযোগ হলো "কোন নারীকে কেউ ধর্ষণ করলে সেই নারী ততক্ষণ বিচার পাবে না যতক্ষণ চারজন সাক্ষী না আনা হয়"

📌 আসুন দেখি এটা আদৌ সত্য কিনা।

তারা যে আয়াত দিয়ে প্রশ্ন করে সেটা হলো,,

وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
যারা সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই না’ফারমান।
(সূরাঃ আন-নূর, আয়াতঃ ৪)

দেখুন আয়াত ওরা যে কত বড় মিথ্যুক এখানে নাকি নারীর প্রতি অবিচার করা হয়েছে এখানে নাকি বলা ধর্ষণ করলে নারী বিচার পাবে না চার সাক্ষী ছাড়া।দেখুন তারা কত বড় মিথ্যাবাদী।

💕 আয়াতে বলা হয়েছে কোন সতী নারীর উপর কেউ যদি মিথ্যা ব্যাভিচ্যারের এর অভিযোগ আরোপ করে এবং যদি চারজন সাক্ষী দেখাতে না পারে তাহলে যে ব্যাক্তি সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেয় তাকে আশিটি বেত্রাঘাত করবে এবং নারীকে দেওয়া অপবাদ গ্রহণ করা হবে না।💕

📖 কতো সুন্দর বিধান।আর ইসলাম বিরুধীরা বলে এটা দিয়ে নাকি নারীকে ছোট করে।এটাই তাদের মিথ্যার রাজ্য। যদি ব্যাভিচার সত্যই করে থাকে কোন প্রমাণ পাওয়া যায় তাহলে শাস্তি রজম।

যেখানে তারা গত হবে,,,,,,

Post a Comment

0 Comments